Katrina Kaif: সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা! ইদের পার্টি থেকেই এল অন্তঃসত্ত্বা হওয়ার খবর

Last Updated:

Katrina Kaif: অর্পিতার বাড়িতে ইদের অনুষ্ঠানে ক্যাটরিনাকে দেখার পর থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷ সত্যিই কি মা হতে চলেছেন অভিনেত্রী, চর্চা তুঙ্গে বলিপাড়ায়৷

সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা! ইদের পার্টি থেকেই এল অন্তঃসত্ত্বা হওয়া খবর
সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা! ইদের পার্টি থেকেই এল অন্তঃসত্ত্বা হওয়া খবর
মুম্বই: সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ৷ বলিপাড়ার অন্দরে কান পাতলেই ক্যাটের অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷ পরনে বেইজ রঙের ঢিলেঢালা আনারকলি সালোয়ার, খোলা চুলে অভিনেত্রীকে দেখেই মা হওয়ার জল্পনা শুরু হয়েছে৷ ইদের পার্টির ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে৷ প্রাক্তন প্রেমিক সলমনের বোন অর্পিতার বাড়ির ইদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্যাটরিনা কাইফ৷ প্রতি বছরই অর্পিতার বাড়িতে দেখা যায় ক্যাটরিনাকে৷ ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পর প্রাক্তনের বাড়ির ইদে দেখা গেল ক্যাটকে৷ সেখান থেকে সমস্ত জল্পনার শুরু৷
অর্পিতার বাড়িতে ইদের অনুষ্ঠানে ক্যাটরিনাকে দেখার পর থেকেই অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে৷ আসলে অভিনেত্রীকে ঢিলেঢালা সালোয়ার-কামিজে দেখেই সন্দেহ করেছেনে নেটিজেন৷ ইদ পার্টির ছবি নেটদুনিয়ায় ভাইরাল হতেই কেউ কেউ প্রশ্ন তুলেছেন, 'ক্যাটরিনা কি সন্তান সম্ভবা?' কেউ আবার সটান বলেছেন, 'দেখেই মনে হচ্ছে তিনি যে অন্তঃসত্ত্বা'৷ যদিও এর কোনও উত্তরই দেননি অভিনেত্রী৷ আসলে ঢিলেঢালা পোশাক পরলেই যেন এই একটা প্রশ্নই সবার আগে মনে আসে। তেমনই ইদ পার্টিতে খোলামেলা পোশাকে ক্যাটকে দেখেই  চর্চা চলছে৷
advertisement
View this post on Instagram

A post shared by Katrina Kaif (@katrinakaif)

advertisement
advertisement
মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ। এই খবরে দিনভর তোলপাড় টিনসেল টাউন। ভিকি ঘরনি নাকি প্রেগন্যান্ট। আর এই খবর মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। জানা যাচ্ছে, আজকাল নাকি স্ত্রীর সঙ্গে বেশিই সময় কাটাচ্ছেন ভিকি কৌশল, অতিরিক্ত যত্নও করছেন স্ত্রীর। ক্যাট নাকি নিজের ছবির পরবর্তী সব শুটিংও পিছিয়ে নিয়েছেন, এর পিছনেও নাকি রয়েছে মা হওয়ার জল্পনা। যদিও পুরোটাই গুঞ্জনে শোনা গেছে, অন্তঃসত্ত্বা হওয়ার খবরে মুখ খোলেননি ভিকি ও ক্যাটরিনা৷
advertisement
advertisement
বিয়ের পর থেকে একাধিকবার মা হওয়ার খবরে নাম শোনা গেছে ক্যাটরিনার৷ তবে এবারেরটা সত্যি না গুজব, তা সময়ই বলবে৷ উল্লেখ্য, 'মেরি ক্রিসমাস' ছবিতে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ৷ যেখানে নায়িকাকে মাতৃত্ব উপভোগ করতে দেখা যাবে৷ বাস্তবে কবে সুখবর দেবেন নায়িকা, তার অপেক্ষায় দিন গুনছেন অনুরাগীরা৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Katrina Kaif: সত্যিই কি মা হতে চলেছেন ক্যাটরিনা! ইদের পার্টি থেকেই এল অন্তঃসত্ত্বা হওয়ার খবর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement