Jaya Ahsan: কিসের এত চাপা কষ্ট! হঠাৎ কেন গভীর দুঃখের কথা শোনালেন জয়া, কী হল অভিনেত্রীর

Last Updated:

Jaya Ahsan: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন জয়া আহসান, যা দেখে আবেগে ভাসলেন ভক্তরা৷

ওপার বাংলাতেই নয়, এপার বাংলাতে এসেও বাজিমাত করছেন জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। মডেল থেকে অভিনেত্রী জয়া আহসান বর্তমানে হয়ে উঠেছেন জেনওয়াই-দের আইডল। গতকালই ছিল ইদ উৎসব৷ তারকারা কীভাবে ইদ উদযাপন করেছেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ কেউ পরিবারের সঙ্গে কেউ আবার প্রিয়জনের সঙ্গে, এই খুশির ইদ সেলিব্রেট করেছেন৷ জয়া আহসান কীভাবে ইদের দিন সেলিব্রেট করলেন তা জানার মুখিয়ে রয়েছেন ভক্তরা৷
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করলেন জয়া আহসান, যা দেখে আবেগে ভাসলেন ভক্তরা৷ ওপার থেকে এপার বাংলার ভক্তরা সকলেই জয়াকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন৷ তবে ইদের দিন দুঃখের কথা শোনালেন জয়া আহসান৷ খুশির ইদে কিসের এত কষ্ট শোনা গেল জয়ার গলায়, দেখে নিন কী বলতে চাইছেন তিনি৷
View this post on Instagram

A post shared by Jaya Ahsan (@jaya.ahsan)

advertisement
advertisement
ইদের দিন নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন জয়া আহসান৷ গাঢ় ধূসর রঙের শাড়ি, গলায় ম্যাচিং করা  মুক্তোর হার, খোলা চুলে একাধিক ভঙ্গিতে ছবিতে পোজ দিয়েছেন জয়া৷ ক্যাপশনে লেখা- 'গেল কয়েকটা বছর বড় দুঃখের সময় পার করে করে ইদ আসছে। আমরা পার করে এসেছি কোভিড, বিরাণ সময়। এর পর সারা পৃথিবীতে কী ভীষণ আর্থিক চাপ এল। আর তার মধ্যেই একের পর এক অগ্নিকাণ্ডে নিঃস্ব হলো কত শত পরিবার। এসব গভীর দুঃখের মধ্যেই এসেছে ইদের চাঁদ। এসে যেন বলছে, আমি তোমাদের সবার। তোমরাও প্রত্যেকে সবার হয়ে ওঠো। এবার আমাদের সঙ্গে ইদ করতে এসেছে আমার ছোট ভাই অদিত। বহু দিন পর ইদের সময়টাতে আমরা এক হয়ে থাকব। সবার সঙ্গে সবাই জড়াজড়ি করে থাকার মধ্যে যে অপার শান্তি, এবারের ইদের সেটাই পরম প্রাপ্তি। ইদ আপনাদের জীবন যার যার মতো করে ভরিয়ে তুলুক। ইদ মোবারক!' এভাবেই ইদের শুভেচ্ছা জানিয়েছেন জয়া৷ তবে চলতি বছরে ভাইয়ের সঙ্গে খুশির ইদ উদযাপন করেছেন জয়া আহসান সেটা বেশ ভালই টের পাওয়া যাচ্ছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Jaya Ahsan: কিসের এত চাপা কষ্ট! হঠাৎ কেন গভীর দুঃখের কথা শোনালেন জয়া, কী হল অভিনেত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement