Kisi Ka Bhai Kisi Ki Jaan Day 2 Collection: দ্বিতীয় দিনে কি রেকর্ড ভাঙল সলমন, বক্স অফিসে কত কোটি আয় হল

Last Updated:

Kisi Ka Bhai Kisi Ki Jaan Day 2 Collection: দ্বিতীয় দিনে 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি ২৩-২৪ কোটি টাকা আয় করেছে৷ সব মিলিয়ে দুদিনে ছবিটি ৩৯-৪০ কোটি টাকা আয় করেছে৷ যা গতকালের থেকে অনেকটাই বেশি।

দ্বিতীয় দিনে কি রেকর্ড ভাঙল সলমন, বক্স অফিসে কত কোটি আয় হল
দ্বিতীয় দিনে কি রেকর্ড ভাঙল সলমন, বক্স অফিসে কত কোটি আয় হল
মুম্বই: প্রতিবছর ইদেই ধামাকাদার সিনেমা উপহার দেন সলমন খান৷ ভাইজানের ভক্তরা অধীর আগ্রহে বসে থাকেন৷ এবছরও ইদে মুক্তি পেয়েছে সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবি৷ প্রায় চার বছর অপেক্ষার পর বড়পর্দায় ফিরেছেন ভাইজান৷ সেই কারণেই ভক্তদের মধ্যে শুরু থেকেই ছবিকে ঘিরে প্রত্যাশা অনেক বেশি ছিল৷ ছবির প্রচারও ছিল বেশ নজরকাড়া৷ তবে প্রথম দিনের ব্যবসাতে নজির গড়তে পারেননি সলমন খান৷ গতকাল ইদের দিন যে ছবির ব্যবসা খানিকটা বাড়তে পারে, তেমনটাই আশা ছিল৷ সেই আশা কি দ্বিতীয় দিনে পূরণ করতে পারলেন সলমন খান৷
'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি প্রথম দিনে ১২-১৫ কোটি ব্যবসা করেছে ৷ যা কিনা সলমনের ছবির নিরিখে আশানুরূপ নয়৷ প্রাথমিক ট্রেন্ড বলছে, সলমন খানের গত দশ বছরের মুক্তিপ্রাপ্ত ছবির মধ্যে প্রথম দিনের ব্যবসার নিরিখে সবচেয়ে খারাপ এই ছবির বক্স অফিস কালেকশন৷ তবে শনিবার ইদের দিন এবং আজ রবিবার ছুটির দিনে ছবির ব্যবসা ভাল হবে বলেই মনে করা হচ্ছে৷ রিপোর্ট বলছে দ্বিতীয় দিনে 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবিটি ২৩-২৪ কোটি টাকা আয় করেছে৷ সব মিলিয়ে দুদিনে ছবিটি ৩৯-৪০ কোটি টাকা আয় করেছে৷ যা গতকালের থেকে অনেকটাই বেশি। তৃতীয় দিনে কি রেকর্ড করতে পারবেন ভাইজান, তা নিয়েই চর্চা তুঙ্গে৷
advertisement
advertisement
সলমন মানেই বক্স অফিস হিট৷ তার শেষ দুই ছবি 'রাধে', এবং 'অন্তিম:দ্য ফাইনাল ট্রুথ' ছবিটি সেইভাবে বক্স অফিসে সাফল্য আনতে পারেনি৷ এই ছবি নিয়ে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো৷ ছবি মুক্তির দ্বিতীয় দিনে সলমনের 'কিসি কি ভাই কিসি কা জান'-ছবির আয় একলাফে অনেকটাই বেড়ে গেল৷ চার বছর পর সলমনের বড়পর্দায় কামব্যাক বুঝিয়ে দিল তিনি থামবার পাত্র নন। দ্বিতীয় দিনের ব্যবসার পর ফিল্ম সমালোচকদের একাংশের দাবি, সলমনের এই ছবি ১০০ কোটির গন্ডি পার করে ফেলবে শীঘ্রই৷ চলতি বছরের বিগ বাজেটের ছবি নিয়ে যতটা প্রত্যাশা ছিল, ততটা কি পূরণ করতে পারবেন সলমন, এখন এটাই প্রশ্ন উঠছে৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kisi Ka Bhai Kisi Ki Jaan Day 2 Collection: দ্বিতীয় দিনে কি রেকর্ড ভাঙল সলমন, বক্স অফিসে কত কোটি আয় হল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement