Shah Rukh Khan Eid Celebration:হাত জোর করে ইদের শুভেচ্ছা, 'মন্নত'-এর বাইরে শাহরুখকে দেখতে উপচে পড়া ভিড়
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Shah Rukh Khan Eid Celebration: মন্নতের বাইরে তখন উপচে পড়ছে ভিড়৷ ভক্তদের মন রাখতে মন্নতের বাইরে স্বমহিমায় হাজির কিং খান ৷
মুম্বই: দেশজুড়ে পালিত হচ্ছে ইদ৷ সকাল থেকেই শুরু হয়েছে ইদ উদযাপন৷ এক মাস টানা রোজার পর শনিবার ইদ উদযাপন৷ মুসলিম সম্প্রদায়ের কাছে এটি একটি বিশেষ দিন৷ তেমনই বলি থেকে টলি তারকারা কীভাবে ইদ সেলিব্রেট করছেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ কেউবা পরিবারের সঙ্গে কেউ আবার প্রিয়জনের সঙ্গে এই খুশির ইদ সেলিব্রেট করেন৷ তেমনই প্রিয় অভিনেতাকে একটি বারের জন্য দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ মন্নতের বাইরে তখন উপচে পড়ছে ভিড়৷ ভক্তদের মন রাখতে মন্নতের বাইরে স্বমহিমায় হাজির কিং খান ৷
ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে মন্নতের ব্যালকনিতে এসে দাঁড়ালেন শাহরুখ খান৷ ব্যালকনি থেকেই হাত নেড়ে ইদের শুভেচ্ছা জানালেন অভিনেতা৷ ডেনিম প্যান্ট ও সাদা রঙের টি-শার্টে ধরা দিয়েছেন অভিনেতা৷ চোখে রোদচশমা, গলায় বিডসের মালা পরে নিজস্ব স্টাইলে ধরা দিয়েছেন অভিনেতা৷ ঝড়ের গতিতে শাহরুখের ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
So lovely to see you all on this festive day!!! Now let’s spread the love… and may God’s blessings be upon all of us… Eid Mubarak. pic.twitter.com/P7eYPmgSko
— Shah Rukh Khan (@iamsrk) April 22, 2023
advertisement
advertisement
আরও পড়ুন-পাঁজরে জ্বলজ্বল করছে নাগার নামের ট্যাটু! বিচ্ছেদের পরও কি প্রাক্তনকে ভুলতে পারছেন না সামান্থা
কখনও হাত জোর করে, কখনও হাত নেড়ে ভক্তদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান৷ প্রতিবছরই ইদের দিন মন্নতের বাইরে এমনই ভিড় জমে শাহরুখ ভক্তদের৷ বলি অভিনেতাও কখনও কাউকে নিরাশ করেন না৷ ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেতা৷ ইদের দিন ছোট ছেলে আব্রামকে নিয়েও ব্যালকনিতে এসেছিলেন শাহরুখ৷ এদিন সাদা রঙের পাঞ্জাবি ও পাজামায় দেখা গেছে আব্রামকে৷ বাবার কথা শুনে সকলের উদ্দেশে হাত নাড়তে দেখা গেছে আব্রামকে৷ সোশ্যাল মিডিয়ায় প্রতিটা মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে৷ শাহরুখকে দেখা মাত্রই ভক্তরা বলে উঠেছেন- 'ইদি পেয়ে গেছি'৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 6:12 PM IST