Shah Rukh Khan Eid Celebration:হাত জোর করে ইদের শুভেচ্ছা, 'মন্নত'-এর বাইরে শাহরুখকে দেখতে উপচে পড়া ভিড়

Last Updated:

Shah Rukh Khan Eid Celebration: মন্নতের বাইরে তখন উপচে পড়ছে ভিড়৷ ভক্তদের মন রাখতে মন্নতের বাইরে স্বমহিমায় হাজির কিং খান ৷

হাত জোর করে ইদের শুভেচ্ছা, 'মন্নত'-এর বাইরে শাহরুখকে দেখতে উপচে পড়া ভিড়
হাত জোর করে ইদের শুভেচ্ছা, 'মন্নত'-এর বাইরে শাহরুখকে দেখতে উপচে পড়া ভিড়
মুম্বই: দেশজুড়ে পালিত হচ্ছে ইদ৷ সকাল থেকেই শুরু হয়েছে ইদ উদযাপন৷ এক মাস টানা রোজার পর শনিবার ইদ উদযাপন৷ মুসলিম সম্প্রদায়ের কাছে এটি একটি বিশেষ দিন৷ তেমনই বলি থেকে টলি তারকারা কীভাবে ইদ সেলিব্রেট করছেন, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ কেউবা পরিবারের সঙ্গে কেউ আবার প্রিয়জনের সঙ্গে এই খুশির ইদ সেলিব্রেট করেন৷ তেমনই প্রিয় অভিনেতাকে একটি বারের জন্য দেখার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা৷ মন্নতের বাইরে তখন উপচে পড়ছে ভিড়৷ ভক্তদের মন রাখতে মন্নতের বাইরে স্বমহিমায় হাজির কিং খান ৷
ছোট ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে মন্নতের ব্যালকনিতে এসে দাঁড়ালেন শাহরুখ খান৷ ব্যালকনি থেকেই হাত নেড়ে ইদের শুভেচ্ছা জানালেন অভিনেতা৷ ডেনিম প্যান্ট ও সাদা রঙের টি-শার্টে ধরা দিয়েছেন অভিনেতা৷ চোখে রোদচশমা, গলায় বিডসের মালা পরে নিজস্ব স্টাইলে ধরা দিয়েছেন অভিনেতা৷ ঝড়ের গতিতে শাহরুখের ছবি ও ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে৷
advertisement
advertisement
কখনও হাত জোর করে, কখনও হাত নেড়ে ভক্তদের ইদের শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ খান৷ প্রতিবছরই ইদের দিন মন্নতের বাইরে এমনই ভিড় জমে শাহরুখ ভক্তদের৷ বলি অভিনেতাও কখনও কাউকে নিরাশ করেন না৷ ভক্তদের  সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেতা৷ ইদের দিন ছোট ছেলে আব্রামকে নিয়েও ব্যালকনিতে এসেছিলেন শাহরুখ৷ এদিন সাদা রঙের পাঞ্জাবি ও পাজামায় দেখা গেছে আব্রামকে৷ বাবার কথা শুনে সকলের উদ্দেশে হাত নাড়তে দেখা গেছে আব্রামকে৷ সোশ্যাল মিডিয়ায় প্রতিটা মুহূর্তের ছবি ভাইরাল হয়েছে৷ শাহরুখকে দেখা মাত্রই ভক্তরা বলে উঠেছেন- 'ইদি পেয়ে গেছি'৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan Eid Celebration:হাত জোর করে ইদের শুভেচ্ছা, 'মন্নত'-এর বাইরে শাহরুখকে দেখতে উপচে পড়া ভিড়
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement