Samantha:পাঁজরে জ্বলজ্বল করছে নাগার নামের ট্যাটু! বিচ্ছেদের পরও কি প্রাক্তনকে ভুলতে পারছেন না সামান্থা
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Samantha: পাঁজরে প্রাক্তন স্বামী নাগার ট্যাটু এখন রয়ে গেছে সামান্থার৷ পোশাকের ফাঁক দিয়ে ট্যাটু বেরিয়ে আসতেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী৷
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই আমজনতার। অভিনেত্রীর জীবনের খুটিনাটি জানতে মুখিয়ে রয়েছেন সমস্ত অনুরাগীরা।সামান্থা রুথ প্রভুকে নিয়ে সর্বদাই সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা। একের পর এক ছক ভেঙে নিজেকে প্রমাণ করছেন সামান্থা রুথ প্রভু। ফের শিরোনামে উঠে এলেন সামান্থা রুথ প্রভু৷
সম্প্রতি লন্ডনে সিটাডেল -এর প্রিমিয়ারে বসেছিল চাঁদের হাট৷ যেখানে হাজির ছিলেন দেশ-বিদেশের নামী তারকারা৷ শো-এর প্রিমিয়ারে হাজির হয়েছিলেন সামান্থা রুথ প্রভু৷ কালো রঙের পোশাকে গর্জিয়াস লুকে ধরা দিয়েছিলেন সামান্থা৷ কো-অর্ড সেটের পোশাকের ফাঁক দিয়ে পাঁজরে ট্যাটু জ্বলজ্বল করছে৷ যা সকলেরই নজর কেড়েছে৷ পোশাকের ফাঁক দিয়ে ট্যাটু বেরিয়ে আসতেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী৷ পাঁজরে প্রাক্তন স্বামী নাগার ট্যাটু এখন রয়ে গেছে সামান্থার, যা নিয়েই চর্চা তুঙ্গে৷
advertisement
advertisement
বিচ্ছেদের দুই বছর পার হয়ে গেলেও এখনও পুরোনো স্মৃতি বয়ে বেরাচ্ছেন নায়িকা৷ তবে কি প্রাক্তনকে এখনও ভুলতে পারছেন না নায়িকা৷ এই কারণেই কি পুরোনো স্মৃতি আগলে রেখেছেন সামান্থা৷ যদিও এর কোনও উত্তর জানা যায় নি৷ নাগা চৈতন্যর সঙ্গে সম্পর্কে থাকাকালীন বুকের পাঁজরের কাছে চৈ নামে ট্যাটুটি করেছিলেন সামান্থা৷ এই ট্যাটুটি এখনও মোছেননি অভিনেত্রী৷ পোশাকের ফাঁক দিয়ে ট্যাটু দেখেই নয়া জল্পনা শুরু হয়েছে৷ উল্লেখ্য, সিটাডেল ছবির ভারতীয় সংস্করণে অভিনয় করছেন সামান্থা৷ যেখানে বরুণ ধাওয়ানের বিপরীতে জুটি বাঁধতে দেখা যাবে৷ এই সিরিজেরই আন্তর্জাতিক সংস্করণেই প্রিয়ঙ্কা চোপড়া এবং রিচার্ড ম্যাডেনকে প্রধান চরিত্রে দেখা যাবে৷ ২৮ এপ্রিল থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে দেখা যাবে প্রিয়ঙ্কার এই শো৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 5:13 PM IST