Ritabhari Chakraborty: চোখের ইশারায় সর্বনাশ! একমুহূর্তে রাতের ঘুম কেড়ে নিলেন ঋতাভরী, ভিডিও না দেখলেই বড় মিস

Last Updated:

Ritabhari Chakraborty: ভি-নেক ফুলস্লিভ ব্লাউজের সঙ্গে কালো রঙের শিফন শাড়িতে ঋতাভরীর সৌন্দর্যে মুগ্ধ দর্শকরা৷ খোলা চুলে চোখের চাহনিতে রাতের ঘুম কেড়ে নিয়েছেন নায়িকা৷

চোখের ইশারায় সর্বনাশ! একমুহূর্তে রাতের ঘুম কেড়ে নিলেন ঋতাভরী, ভিডিও না দেখলেই বড় মিস
চোখের ইশারায় সর্বনাশ! একমুহূর্তে রাতের ঘুম কেড়ে নিলেন ঋতাভরী, ভিডিও না দেখলেই বড় মিস
কলকাতা: টলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী হিসেবে সুপরিচিতি রয়েছে ঋতাভরী চক্রবর্তীর। অভিনয়ের পাশাপাশি মডেলিং জগতেও বেশ জনপ্রিয় তিনি। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ টলি অভিনেত্রী। ভক্তদের বিনোদনের রসদ জোগাতে হামেশাই ভিডিও -ছবি শেয়ার করে থাকেন ঋতাভরী চক্রবর্তী৷ এবারও তেমনটাই করলেন বঙ্গললনা৷
নিজের সোশ্যাল মিডিয়ায় একটি রিল ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন নায়িকা৷ ভি-নেক ফুলস্লিভ ব্লাউজের সঙ্গে কালো রঙের শিফন শাড়িতে অভিনেত্রীর সৌন্দর্যে মুগ্ধ দর্শকরা৷ খোলা চুলে চোখের চাহনিতে রাতের ঘুম কেড়ে নিয়েছেন নায়িকা৷ চোখে মোটা কাজল, কপালে ছোট্ট টিপ পরে সকলের অ্যাটেনশন কেড়ে নিয়েছেন টলি অভিনেত্রী৷ দেখে নিন ভিডিওটি,
advertisement
advertisement
পাশের বাড়ির ইমেজ ঝেড়ে ফেলে তিনি এখন নেটদুনিয়ার হট সেনসেশন ঋতাভরী চক্রবর্তী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ায় ঢু মারলেই একাধিক ছবি ও ভিডিওতে ঘুম উড়বার জোগাড় ভক্তদের। ভক্তদের নজর কাড়তে সর্বদাই সিদ্ধহস্ত ঋতাভরী চক্রবর্তী। সর্বদাই ফ্য়াশন গোল দিয়ে যাচ্ছেন নায়িকা। বঙ্গতনয়ার হাইভোল্টেজে কাঁপছে সোশ্যাল মিডিয়া। ভিডিও পোস্ট করা মাত্রই হু হু বাড়ছে ছবির কমেন্ট ও লাইকের সংখ্যা। টলিপাড়ার বসবেবি-র ভিডিও দেখলে ঘুম উড়বে আপনারও। ফ্যাশন স্টেটমেন্ট থেকে মারকাটারি চাবুক ফিগারে ভক্তদের ঘুম উড়াতে সিদ্ধহস্ত টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। তার শরীর বিহঙ্গে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। ঋতাভরী চক্রবর্তীকে নিয়ে উষ্ণতার পারদ সর্বদাই তুঙ্গে। বোল্ডনেসে তিনি সর্বদাই পাগল করে দেন ভক্তদের।  এই মুহূর্তে একগুচ্ছ কাজ রয়েছে ঋতাভরীর কাছে।গত বছর অসুস্থ থাকার জন্য সেভাবে কাজ করতে পারেননি। এবার একসঙ্গে বেশ কয়েকটি কাজ করছেন ঋতাভরী। অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'ফাটাফাটি'-তে কাজ করতে চলেছেন ঋতাভরী। যেখানে আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা যাবে। ছবিতে প্লাস সাইজের মডেলের চরিত্রে দেখা যাবে তাকে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ritabhari Chakraborty: চোখের ইশারায় সর্বনাশ! একমুহূর্তে রাতের ঘুম কেড়ে নিলেন ঋতাভরী, ভিডিও না দেখলেই বড় মিস
Next Article
advertisement
October Horoscope 2025: রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
রাশিফল অক্টোবর ২০২৫: দেখে নিন এই মাস নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
  • রাশিফল অক্টোবর ২০২৫

  • দেখে নিন এই মাস কেমন যাবে আপনার ?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement