Shah Rukh Khan: রিটেকের বন্যা, জুহির পেট ছুঁতে গিয়ে ঘেমেনেয়ে অস্থির 'রাম জানে' শাহরুখ! দেখুন সেই ভিডিও

Last Updated:

Shah Rukh Khan: ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান ও জুহি চাওলা অভিনীত 'রাম জানে' ছবিটি।

শাহরুখ খান ও জুহি চাওলা
শাহরুখ খান ও জুহি চাওলা
মুম্বই: সোশ্যাল মিডিয়ায় কত কিছুই না ভাইরাল হয় রোজ। সেখানেই সম্প্রতি নজর কেড়েছে শাহরুখ খান ও জুহি চাওলার ছবি 'রাম জানে'-র শীর্ষক গানের শ্যুটিং দৃশ্য। 'রাম জানে'-র গানের শ্যুটিংয়ে জুহির পেট ছুঁতে গিয়ে প্রায় ১০ বার রিটেক দিয়েছিলেন শাহরুখ খান। একেবারে ঘেমেনেয়ে অস্থির শাহরুখ, দেখুন সেই ভাইরাল ভিডিও।
১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল রাম জানে ছবিটি। রাজীব মেহরা পরিচালিত এই ছবিটি দর্শকের মন জয় করেছিল। প্রযোজনা করেছেন পারভেশ সি. মেহরা। ছবির গল্পের ধারাপাত শুরু হয় শাহরুখ খানের নাম অনুসারে, যিনি একজন গুন্ডা হয়ে ওঠেন। ছবিটি ১৯৯৫ সালের ৮ম সর্বাধিক ব্যবসা সফল হিন্দি ছবি। দর্শকরা এই ছবিতে চতুর্থ বার শাহরুখ খানকে একটি নেতিবাচক ভূমিকায় অভিনয় করতে দেখেছিলেন। এর আগে আছে বাজিগর, ডর এবং আঞ্জাম।
advertisement
advertisement
আরও পড়ুন: অভিনয় থেকে কবে অবসর নেবেন শাহরুখ খান? বলিউড বাদশার জবাবে নেটপাড়ায় শোরগোল!
ছবিটি মূলত জেমস ক্যাগনি'র এঞ্জেলস উইথ ডার্টি ফেইসেস থেকে অনুপ্রাণিত হয়। এটিতে অন্যান্য অভিনয় শিল্পীরা হলেন জুহি চাওলা, ভিভেক মুশরান, পঙ্কজ কাপুর, দেভেন বর্মা ও গুলশান গ্রোভার। রাম জানের টাইটেল গানের শ্যুটিংয়ের দৃশ্যে একটি জায়গায় জুহির পেট ছুঁতে হত শাহরুখকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা গিয়েছে সেটির শ্যুটিং।
advertisement
আরও পড়ুন: কনসার্টে অরিজিতের গলায় একলা ঘর, দর্শকাসনে রূপম ইসলাম! গানে গানে দেখা দুই রকস্টারের
সেখানেই দেখা গিয়েছে কিছুতেই সেই দৃশ্য ঠিকমতো করতে পারছেন না শাহরুখ। প্রায় দশবার জুহির পেট ছোঁয়ার দৃশ্যের টেক দিয়ে সেটি শেষমেশ হয়েছিল। গানের ভিডিওতেই দেখা গিয়েছে সেই জায়গাটি ঠিক মতো পেশ করতে রীতিমতো জোরদার এডিটিং-এর সাহায্য নিয়েছিলেন নির্মাতারা। ছবির সুরকার ছিলেন অনু মালিক, গানগুলি আজও সমান জনপ্রিয় দর্শকমহলে।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shah Rukh Khan: রিটেকের বন্যা, জুহির পেট ছুঁতে গিয়ে ঘেমেনেয়ে অস্থির 'রাম জানে' শাহরুখ! দেখুন সেই ভিডিও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement