৬ মাসের বোনিকে দুধ গরম করে খাইয়েছিলাম, সেদিন বুঝি, আমি সেরা দাদা: ভাইফোঁটায় সৌরভ

Last Updated:

আসলে বোনি আমার  থেকে অনেকটাই ছোট। বয়সের ফারাক সাত বছর। একদম ছোট্টবেলা থেকেই মা-বাবা আমাদের ক্রেশে রেখে কাজে বেরিয়ে যেতেন। আমরা থাকতাম বাটানগরে। আর সেখান থেকে কলকাতায় কাজে আসতেন মা-বাবা।

#কলকাতা: ভাই আর বোনের সম্পর্ক নিয়ে বারবার প্রশ্ন উঠেছে। বারবার দাঁড়াতে হয়েছে কাঠগড়ায়। নেপথ্যে একটি ভিডিও। সেই ঘটনার পর বছরখানেক ধরে সমালোচনা, নিন্দার ঝড়ের দাপট থেকে উঠে দাঁড়াতে হয়েছে দাস পরিবারকে। আজ তাঁরা কী ভাবে ভাইফোঁটা পালন করলেন? আজও কি ঝড়ের কথা মাথায় থাকে? বোনকে নিয়ে লিখলেন অভিনেতা সৌরভ দাস।
বোনি আর আমার জীবনের উপর দিয়ে আয়লা, আমফান বয়ে গিয়েছিল এক সময়ে। সেই ঝড় হৃদয় বিদীর্ণ করে দিয়েছিল বললে কম বলা হবে। আমাদের মেরুদণ্ডে আঘাত করেছিল। কিন্তু আজ আমরা এক জায়গায় দাঁড়িয়ে। তার কারণ পরিবারের চারটি মেরুদণ্ড একজোট হয়েছিল তখন। আমার, বোনির, মায়ের, বাবার। তাই ভাইফোঁটায় নতুন করে কিছু প্রমাণ করার দরকার পড়ে না। কারণ প্রতিটা দিন আমাদের কাছে খুব জরুরি।
advertisement
তাও এবারের ভাইফোঁটা আমার জন্য একটু বেশিই গুরুত্বপূর্ণ। কারণ আজ বুঝলাম, আমার বোনি বড় হয়ে গিয়েছে। রোজগার করে আমাকে দেড় হাজার টাকা উপহার দিয়েছে! বোন আমার অধ্যাপক এখন। ইচ্ছে আছে, ওই টাকাটা কোনও দিন খরচ করব না। থাকবে আমার ওয়ালেটের এক কোণে। মনে হচ্ছে, যেন নিজের চোখের সামনে মেয়েকে বড় হতে দেখছি।
advertisement
advertisement
আসলে বোনি আমার  থেকে অনেকটাই ছোট। বয়সের ফারাক সাত বছর। একদম ছোট্টবেলা থেকেই মা-বাবা আমাদের ক্রেশে রেখে কাজে বেরিয়ে যেতেন। আমরা থাকতাম বাটানগরে। আর সেখান থেকে কলকাতায় কাজে আসতেন মা-বাবা। অতটা সময়ে আমিই বোনির খেয়াল রাখতাম।
advertisement
মনে আছে, একদিন ক্রেশ থেকে ফিরে বুঝলাম বোনির খিদে পেয়েছে। এদিকে মায়ের একটু দেরি হত ফিরতে। তখন আমিও ৭ বছরের ছোট্ট একটা ছেলে। অত বুঝি না। কিন্তু মাকে দেখে দেখে শিখে গিয়েছিলাম বোধহয়। একদিন সেটাই চেষ্টা করি নকল করতে। বোনির যে খিদে পেয়েছে। নিজে নিজে দুধ গরম করে ফিডিং বোতল থেকে কয়েক ফোঁটা হাতে নিয়ে দেখলাম, সেটা খব গরম কিনা, তার পর বোনের হাতে বোতল দিয়ে দূরে বসে দেখলাম। বোন ধীরে ধীরে পুরোটা শেষ করে ফেলল। ওদিন যে কী আনন্দ হয়েছিল তা ভাষায় কী ভাবে বোঝাব! আর সেদিন বুঝেছিলাম, আমি সেরা দাদা।
advertisement
তার পরেও যখন কেউ আমার আর বোনির সম্পর্কের দিকে আঙুল তোলে, সেটার থেকে ভয়াবহ কিছুই হতে পারে না। এর পরে বোনকে জড়িয়ে ধরতে গেলে অন্য কিছু মাথায় চলতে পারে না। যদি কেউ তার বোনকে জড়িয়ে ধরার সময়ে অন্য কিছু ভাবতে থাকে, তা হলে তার ডাক্তার দেখানো উচিত। আমার নয়।
advertisement
আর তাই বোনির প্রতি ভালবাসা প্রমাণ করার দরকার নেই আমার। বাবা-মা সারা জীবন থাকবে না, এটা সত্য। শেষ পর্যন্ত আমি আর বোনিই একসঙ্গে থেকে যাব। একে অপরের জন্য। এক পরিবারের মতো। ভাই আর বোনের মতো। যার থেকে সুস্থ, স্বাভাবিক আর কিছুই হতে পারে না।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
৬ মাসের বোনিকে দুধ গরম করে খাইয়েছিলাম, সেদিন বুঝি, আমি সেরা দাদা: ভাইফোঁটায় সৌরভ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement