Death News: ২০ বছরের অপেক্ষা বৃথা.... চলে গেলেন সৌদি আরবের 'ঘুমন্ত রাজকুমার', পৃথিবীকে বিদায় জানালেন আলওয়ালিদ
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
কোনও পরিবারের পক্ষেই তাঁদের ছেলেকে এই অবস্থায় দেখা সহজ কথা নয়। তবু তাঁর বাবা দুই দশক ধরে যুবরাজের কোমা থেকে ফেরার অপেক্ষা করেছিলেন, কিন্তু তা ঘটল না। যুবরাজ খালিদ বিন তালাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স- এ একটি পোস্টের মাধ্যমে তাঁর ছেলের মৃত্যুর খবর দিয়েছেন।
২০ বছর ধরে কোমায় ছিলেন তিনি। সেই কোমা থেকে আর ফিরলেন না সৌদি আরবের রাজপুত্র আলওয়ালিদ বিন খালিদ। শনিবার কোমার মধ্যেই চিরঘুমের দেশে পাড়ি দিলেন, তাও মাত্র ৩৮ বছরেই। গত ২০ বছর ধরে যে যন্ত্রণা ভোগ করতে হচ্ছিল, তা আর সহ্য করতে হল না। তাঁর সব শারীরিক কষ্টের অবসান ঘটাল মৃত্যু।
কোনও পরিবারের পক্ষেই তাঁদের ছেলেকে এই অবস্থায় দেখা সহজ কথা নয়। তবু তাঁর বাবা দুই দশক ধরে যুবরাজের কোমা থেকে ফেরার অপেক্ষা করেছিলেন, কিন্তু তা ঘটল না। খালিদ বিন তালাল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স- এ একটি পোস্টের মাধ্যমে তাঁর ছেলের মৃত্যুর খবর দিয়েছেন। তিনি একটি আবেগঘন বার্তায় লিখেছেন, ‘আল্লাহর ইচ্ছা এবং ভাগ্যের উপর বিশ্বাস রেখে, গভীর দুঃখের সঙ্গে আমরা আমাদের ছেলের মৃত্যুর খবর জানাচ্ছি।’ পুত্রশোকে দীর্ঘ বার্তা লিখেছেন তিনি।
advertisement
{يَا أَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ، ارْجِعِي إِلَىٰ رَبِّكِ رَاضِيَةً مَّرْضِيَّةً، فَادْخُلِي فِي عِبَادِي، وَادْخُلِي جَنَّتِي}
بقلوب مؤمنة بقضاء الله وقدره وببالغ الحزن والأسى ننعى إبننا الغالي
الأمير الوليد بن خالد بن طلال بن عبدالعزيز آل سعود رحمه الله
الذي انتقل… pic.twitter.com/QQBbMWGOOG— خالد بن طلال بن عبد العزيز ( أبو الوليد ) (@allah_cure_dede) July 19, 2025
advertisement
advertisement
advertisement
২০০৫ সালে ওয়ালিদ মাত্র ১৮ বছর বয়সে একটি মর্মান্তিক পথ দুর্ঘটনার সম্মুখীন হন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তরুণকে। তবে অবস্থার কোনও রকম উন্নতি হয়নি। চিকিৎসকেরা সব আশা ছেড়েই দেন। আশা ছাড়েননি কেবল তাঁর বাবা। আশা ছিল, ছেলে এক দিন ঠিক সুস্থ হয়ে উঠবে। ‘লাইফ সাপোর্ট’ থেকে বার করতে চাননি। কিন্তু শত- সহস্র চেষ্টা করেও ফেরানো গেল না আর। রবিবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। আলওয়ালিদের মৃত্যুতে সৌদি আরবজুড়ে শোকের ছায়া নেমে এসেছে ।
advertisement
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
July 20, 2025 12:12 PM IST