Digha Food: দিঘায় আরও কমল খাওয়ার খরচ! মাত্র ৮০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি, রইল সেই ঠিকানা
- Reported by:Madan Maity
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
দিঘা ঘুরতে গিয়ে সস্তায় পেটপুরে খাবার! মাত্র ৮০ টাকায় যত খুশি বিরিয়ানি খান!
দিঘা: এবার দিঘায় মিলছে মাত্র ৮০ টাকায় আনলিমিটেড বিরিয়ানি! শুনে অবাক লাগছে? অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। এমনই এক অবাক করা সুযোগ এনে দিয়েছে দিঘার এক হোটেল ও রেস্টুরেন্ট সংস্থা। বিরিয়ানি প্রেমীদের জন্য এটি যেন চাঁদ হাতে পাওয়ার মতোই এক সুযোগ। আপনি যতক্ষণ খেতে পারবেন, ততক্ষণ বিরিয়ানি পাবেন প্লেটে। মাত্র ৮০ টাকায় পেটপুরে আনলিমিটেড বিরিয়ানি!
advertisement
বিরিয়ানি মানেই বাঙালির আবেগ। আলুর সঙ্গে বিরিয়ানির সেই মুগ্ধ করা গন্ধ, সঙ্গে এক টুকরো চিকেন আর ডিম — পুরো ব্যাপারটাই জমে ক্ষীর! আর সেই বিরিয়ানি যদি মেলে মাত্র ৮০ টাকায়, তাহলে তো কথাই নেই। সৈকত নগরী দিঘায় এমনই এক লোভনীয় অফার এখন পর্যটকদের মুখে মুখে। ভাবছেন কোথায় পাওয়া যায় এমন স্বপ্নের অফার?
advertisement
হাওড়ার বৈষ্ণবপাড়া লেনের বাসিন্দা সৌরজিৎ পাঁজা। হোটেল ম্যানেজমেন্ট কোর্স শেষ দেশ-বিদেশের বিভিন্ন হোটেলে কাজ করার পর বাবার হোটেল ব্যবসার দায়িত্ব নিয়ে দিঘায় আসেন। পর্যটকদের মুখে বারবার শুনতে হয়েছে, দিঘায় কম টাকায় ভালো খাবার মেলে না। এমনকি সোশ্যাল মিডিয়ায় দিঘা নিয়ে কোনও ভিডিও বা কনটেন্ট পোস্ট হলেই কমেন্ট বক্স ভর্তি হয়ে যায়, “দিঘায় খাওয়া দারুণ দামী!”
advertisement
advertisement
আপনি যতক্ষণ খেতে পারবেন, ততক্ষণ পাবেন আনলিমিটেড বিরিয়ানি ও স্যালাড।সৌরজিতের কথায়, “দিঘার পর্যটকরা সব সময় অভিযোগ করতেন, খাওয়ার খরচ হোটেলের ভাড়ার থেকেও বেশি। তাই ভাবলাম দিঘায় এমন কিছু শুরু করি যা সবার নাগালের মধ্যে থাকে। ছোট্ট দোকান দিয়ে শুরু করেছিলাম, এখন দিঘায় তিনটে ৮০ টাকার আনলিমিটেড বিরিয়ানি দোকান চালু করেছি। পর্যটকরা দারুণভাবে সাড়া দিচ্ছেন ।”
advertisement
advertisement









