Satyam Bhattacharya: ছবি না থিয়েটার? বল্লভপুরের ভূপতির কাছে কার পাল্লা ভারী? কেরিয়ার নিয়ে অকপট সত্যম

Last Updated:

Satyam Bhattacharya: ইতিমধ্যেই শেষ হয়েছে 'রক্তবীজ'-এর শ্যুটিং। হাতে রয়েছে দেবের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'। শ্যুটের স্বার্থে মাঝেমধ্যেই শহর ছাড়ছেন সত্যম। তবে তার মাঝেই চলছে নাটকের মহড়া।

কলকাতা: হাতে একাধিক ছবি। শ্যুটিংয়ের তুমুল ব্যস্ততা। সে সব কিছু সামলেই নিজের প্রথম প্রেমের কাছে ফিরে যান অভিনেতা সত্যম ভট্টাচার্য। বাংলার সিংহভাগ মানুষের কাছেই এখন যিনি ‘বল্লভপুরের রাজা’।
ইতিমধ্যেই শেষ হয়েছে ‘রক্তবীজ’-এর শ্যুটিং। হাতে রয়েছে দেবের ‘ব্যোমকেশ ও দুর্গরহস্য’। শ্যুটের স্বার্থে মাঝেমধ্যেই শহর ছাড়ছেন সত্যম। তবে তার মাঝেই চলছে নাটকের মহড়া। মাঝে আর মাত্র একটি দিন। ৪ জুন, রবিবার জ্ঞান মঞ্চে মঞ্চস্থ হতে চলেছে কলকাতার জনপ্রিয় থিয়েটার গ্রুপ ‘হিপোক্রিটস’-এর নাটক। ইতালির নোবেলজয়ী লেখক লুইগি পিরান্দেলোর কাহিনি অবলম্বনে তৈরি হয়েছে ‘তবে তাই’। আপাতত তারই প্রস্তুতি মেতে আছেনবল্লভপুরের ‘ভূপতি’।
advertisement
advertisement
আশুতোষ কলেজে পড়াকালীন সত্যম এবং তাঁর সঙ্গীদের চেষ্টায় তৈরি হয় ‘হিপোক্রিটস’। দেখতে দেখতে ১৩ বছর পার। এর পর মঞ্চ পেরিয়ে পর্দায় আবির্ভাব সত্যমের। তবে ছবি নিয়ে তুমুল ব্যস্ততার মাঝেও থিয়েটারের জন্য সময় বরাদ্দ থাকে তাঁর রুটিনে। সত্যমের কথায়, ‘এটা আমাদের এই নাটকটি দ্বিতীয় শো। স্বাভাবিক ভাবেই দায়িত্ব বেড়ে যায়। তাই সিনেমা নিয়ে ব্যস্ততার মাঝেও সময় বার করছি। কারণ সিনেমা বা ওয়েব সিরিজের মতোই নাটকও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ।”
advertisement
এক দিকে ছবি, অন্য দিকে মঞ্চ। দুইয়ের ভারসাম্য বজায় রাখতে কতটা চাপ সামলাচ্ছেন? সত্যমের উত্তর, “একই সঙ্গে সিনেমা, ওয়েব সিরিজ এবং থিয়েটারে কাজ করতে গেলে একটা শারীরিক ক্লান্তি আসে ঠিকই। কিন্তু অভিনেতা হিসেবে এটাই তো আমাদের কাজ। তাই সেটাকে মেনে নিতে সমস্যা হয় না।”
advertisement
‘বল্লভপুরের রূপকথা’-র হাত ধরে আসে তুমুল জনপ্রিয়তা। অভিনয় গুণে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন সত্যম। তাই অভিনেতা হিসেবে দায়িত্ববোধ আরও বেড়ে গিয়েছে বলেই মনে করছেন তিনি। মঞ্চে যাতে দর্শকদের ভাল কিছু উপহার দিতে পারেন, তারই চেষ্টায় অভিনেতা। ‘তবে তাই’-এ সত্যমের সঙ্গেই গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে আভেরি সিংহ রায়, সুস্নাত ভট্টাচার্য, অনিন্দ্য সাঁই, শাশ্বতী সিনহা, মৌমিতা গুপ্ত শর্মা, অনিকেত ঘোষ, প্রজ্ঞা দেবনাথ, শ্বেতা মিত্র, জিত দাশকে।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Satyam Bhattacharya: ছবি না থিয়েটার? বল্লভপুরের ভূপতির কাছে কার পাল্লা ভারী? কেরিয়ার নিয়ে অকপট সত্যম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement