Web series: জুনে OTT-তে বড় চমক! স্কুপ থেকে নাইট ম্যানেজার ২, কবে কী দেখবেন? বানিয়ে নিন তালিকা

Last Updated:
এই জুন OTT দর্শকদের জন্য দুর্দান্ত হতে চলেছে। কারণ এই মাসে মুক্তি পেতে চলেছে 'অসুর-২','দ্য নাইট ম্যানেজার ','নেভার হ্যাভ আই এভার '-এর মতো বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজের নতুন সিজন।
1/6
এই জুন OTT দর্শকদের জন্য দুর্দান্ত হতে চলেছে। কারণ এই মাসে মুক্তি পেতে চলেছে 'অসুর-২','দ্য নাইট ম্যানেজার '-এর মতো বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজের নতুন সিজন।
এই জুন OTT দর্শকদের জন্য দুর্দান্ত হতে চলেছে। কারণ এই মাসে মুক্তি পেতে চলেছে 'অসুর-২','দ্য নাইট ম্যানেজার '-এর মতো বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজের নতুন সিজন।
advertisement
2/6
 'অসুর-২' Jio সিনেমাতে মুক্তি পেল জুনের শুরুতেই। ২০২০ সালে মুক্তি প্রাপ্ত এই সিরিজ ভীষণ ভাবে জনপ্রিয় হয়েছিল। তার পরের সিজনের অপেক্ষায় ছিল বহু সিনে-প্রেমী। অবশেষে আরশাদ ওয়ার্সী, রিধি ডোগরা এবং বরুন সোবতি অভিনীত বহু প্রতীক্ষিত সিরিজ 'অসুর 2' ওটিটি প্ল্যাটফর্মে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।
'অসুর-২' Jio সিনেমাতে মুক্তি পেল জুনের শুরুতেই। ২০২০ সালে মুক্তি প্রাপ্ত এই সিরিজ ভীষণ ভাবে জনপ্রিয় হয়েছিল। তার পরের সিজনের অপেক্ষায় ছিল বহু সিনে-প্রেমী। অবশেষে আরশাদ ওয়ার্সী, রিধি ডোগরা এবং বরুন সোবতি অভিনীত বহু প্রতীক্ষিত সিরিজ 'অসুর 2' ওটিটি প্ল্যাটফর্মে ইতিমধ্যেই মুক্তি পেয়েছে।
advertisement
3/6
পাশাপাশি, Jio সিনেমাতে মুক্তি পাবে 'UP 65 '। এটি মূলত কলেজের জীবন ও সেই সময়ের বন্ধুত্বের গল্প বলবে। এটি মুক্তি পাবে চলতি মাসের ৮ তারিখ।
পাশাপাশি, Jio সিনেমাতে মুক্তি পাবে 'UP 65 '। এটি মূলত কলেজের জীবন ও সেই সময়ের বন্ধুত্বের গল্প বলবে। এটি মুক্তি পাবে চলতি মাসের ৮ তারিখ।
advertisement
4/6
অন্যদিকে হটস্টারের বহুল চর্চিত সিরিজ 'দ্য নাইট ম্যানেজার'-এর দ্বিতীয় সিজন এই মাসেই মুক্তি পাবে। অনিল কাপুর, আদিত্য রায় কাপুর ওয়েব সিরিজ 'দ্য নাইট ম্যানেজার'-এর দ্বিতীয় সিজন মুক্তি পেতে চলেছে ৩০ জুন। পাশাপাশি ২১ জন মুক্তি পাবে 'সিক্রেট ইনভেসন'।
অন্যদিকে হটস্টারের বহুল চর্চিত সিরিজ 'দ্য নাইট ম্যানেজার'-এর দ্বিতীয় সিজন এই মাসেই মুক্তি পাবে। অনিল কাপুর, আদিত্য রায় কাপুর ওয়েব সিরিজ 'দ্য নাইট ম্যানেজার'-এর দ্বিতীয় সিজন মুক্তি পেতে চলেছে ৩০ জুন। পাশাপাশি ২১ জন মুক্তি পাবে 'সিক্রেট ইনভেসন'।
advertisement
5/6
পাশাপাশি হনসল মেহতা পরিচালিত আগামী ওয়েব সিরিজ 'স্কুপ' মুক্তি পাচ্ছে চলতি মাসেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কারিশ্মা তান্না, হরমন বাওয়েজা অভিনীত ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ২ জুন থেকে দেখা যাবে নেটফ্লিক্সে।
পাশাপাশি হনসল মেহতা পরিচালিত আগামী ওয়েব সিরিজ 'স্কুপ' মুক্তি পাচ্ছে চলতি মাসেই। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, কারিশ্মা তান্না, হরমন বাওয়েজা অভিনীত ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ২ জুন থেকে দেখা যাবে নেটফ্লিক্সে।
advertisement
6/6
অন্যদিকে এই মাসেই হইচই-এ মুক্তি পাবে বাংলা ওয়েব সিরিজ 'নষ্টনীড়'। এখানে মুখ্য ভূমিকায় থাকছেন সন্দীপ্তা সেন। চলতি মাসের ৯ তারিখ মুক্তি পাবে এই সিরিজ।
অন্যদিকে এই মাসেই হইচই-এ মুক্তি পাবে বাংলা ওয়েব সিরিজ 'নষ্টনীড়'। এখানে মুখ্য ভূমিকায় থাকছেন সন্দীপ্তা সেন। চলতি মাসের ৯ তারিখ মুক্তি পাবে এই সিরিজ।
advertisement
advertisement
advertisement