Sara Ali Khan : উজ্জ্বল হলুদ সাঁতারপোশাকে প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার সইফকন্যা সারা

Last Updated:

মলদ্বীপে ছুটি কাটানোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সারা আলি খান (Sara Ali Khan)

মুম্বই : মলদ্বীপে ছুটি কাটানোর একগুচ্ছ ছবি শেয়ার করেছেন সারা আলি খান (Sara Ali Khan) ৷ ইনস্টাগ্রাম হ্যান্ডলে খোলামেলা ছবি পোস্ট করে নেটমাধ্যমে আলোচনার কেন্দ্রে এখন সইফকন্যা ৷ সম্প্রতি বান্ধবীদের সঙ্গে ছুটি কাটাতে মলদ্বীপে গিয়েছিলেন সারা ৷ গার্ল গ্যাঙের সঙ্গে অবসরযাপনের মাঝে সারাও যেন প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার হয়ে গিয়েছেন ৷ উজ্জ্বল হলুদ স্যুইমস্যুটে ছবি শেয়ার করে সারা লিখেছেন, ‘‘ কী ফসল পেলেন, তা দিয়ে দিনটাকে বিচার করবেন না, বরং বিচার করুন কী বীজ আপনি রোপণ করেছেন’’৷ অর্থাৎ তাঁর ক্যাপশন বলছে, ফলাফলের তুলনায় প্রচেষ্টাই বেশি গুরুত্বপূর্ণ ৷
তার আগে তিনি একটি ভিডিয়ো শেয়ার করেছিলেন ৷ সেখানে দেখা গিয়েছে তিনি জেট স্কি করছেন ৷ সঙ্গে ছিলেন তাঁর দুই বন্ধু সারা ভইসোহা এবং কাম্যা অরোরা ৷ ভিডিয়োর সঙ্গে ক্যাপশন হিসেবে মজার ছড়াও শেয়ার লিখেছিলেন তিনি ৷
আরও পড়ুন : গণপতির আশীর্বাদে দূর হয়ে যাক মামা-মামির সঙ্গে সব তিক্ততা, আশা গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের
সইফ আলি খান ও তাঁর প্রাক্তন স্ত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা তাঁর কেরিয়ার শুরু করেন ২০১৮ সালে ৷ তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’-এ নায়ক ছিলেন সুশান্ত সিং রাজপুত ৷ এই ছবির পর সুশান্তের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গুঞ্জরিত হয়েছিল বলিউডের অন্দরমহলে ৷ এর পর ‘সিম্বা’, ‘লভ আজকাল’, ‘কুলি নম্বর ওয়ান’ ছবিতে তিনি অভিনয় করেছেন ৷ ‘অটরঙ্গী রে’ ছবিতেও অভিনয় করেছেন সারা ৷ আনন্দ এল রাই পরিচালিত এই ছবিতে সারা ছাড়াও আছেন ধনুষ এবং অক্ষয় কুমার ৷ ছবিতে সারার চরিত্রের নাম মায়া দুবে ৷ ছবির শ্যুটিং শেষ ৷ তবে শোনা যাচ্ছে, চলতি বছরে নয়, ‘অটরঙ্গী রে’ মুক্তি পাবে আগামি বছরে ৷
advertisement
advertisement
আরও পড়ুন : ‘পবিত্র রিশতা’ শুরুর আগেই সুখবর! বাবা হলেন অভিনেতা শাহির
এ ছাড়াও পবন কৃপালনী পরিচালিত ‘গ্যাসলাইট’ ছবিতেও অভিনয় করবেন সারা আলি খান ৷ তিনি ছাড়াও এই ছবিতে কেন্দ্রীয় ভূমিকায় অভিনয় করছেন বিক্রান্ত ম্যাসি ৷ শোনা যাচ্ছে, এই ছবিতে সমান্তরাল একটি কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চিত্রাঙ্গদা সিংকেও ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sara Ali Khan : উজ্জ্বল হলুদ সাঁতারপোশাকে প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার সইফকন্যা সারা
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement