Krushna Abhishek: গণপতির আশীর্বাদে দূর হয়ে যাক মামা-মামির সঙ্গে সব তিক্ততা, আশা গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের

Last Updated:

গোবিন্দা (Govinda) এবং তাঁর ভাগ্নে কৃষ্ণা অভিষেকের (Krushna Abhishek ) সম্পর্কের মধ্যে তিক্ততার বয়স পেরিয়েছে ৩ বছর ৷

মুম্বই : অভিনেতা গোবিন্দা (Govinda) এবং তাঁর ভাগ্নে কৃষ্ণা অভিষেকের (Krushna Abhishek ) সম্পর্কের মধ্যে তিক্ততার বয়স পেরিয়েছে ৩ বছর ৷ সম্প্রতি তাঁদের মধ্যে তিক্ত ও কটু সম্পর্ক আবার প্রকাশ্যে এল কপিল শর্মার শো ঘিরে ৷ এই শো-এর একটি পর্বে হাজির ছিলেন সস্ত্রীক গোবিন্দ ৷ সেই পর্বে থাকতে অস্বীকার করেন কৃষ্ণা ৷ শোনা যাচ্ছে, মামা এবং মামির সঙ্গে সব তিক্ততা এ বার মুছে ফেলতে চাইছেন তিনি ৷
গণেশ চতুর্থীর শুভ মুহূর্তে কৃ্ষ্ণার প্রার্থনা, গোবিন্দার সঙ্গে তাঁর সম্পর্ক যেন শুধরে যায় ৷ শুক্রবার দোকান থেকে গণপতি বিগ্রহ কিনে গাড়িতে তুলছিলেন কৃষ্ণা ৷ সে সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে ঘিরে ধরেন ৷ সংবাদ সংস্থার খবর, কৃষ্ণাকে জিজ্ঞাসা করা হয় গোবিন্দা ও তাঁর স্ত্রী তথা কৃষ্ণার মামি সুনীতার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ৷ উত্তরে মামা ও মামিকে উদ্দেশ্য করে কৃষ্ণা বলেন, তাঁর ইচ্ছে, গণপতি যেন তাঁদের পারিবারিক সদস্যদের মধ্যে এই বিভেদ দূর করেন ৷ কারণ তাঁরা সকলে একে অন্যকে খুব ভালবাসেন ৷ অভিনেতা আরও যোগ করেন যে তিনি প্রার্থনা করছেন, তাঁদের মধ্যে সব যা সমস্যা আছে, তা যেন দূর হয়ে যায় ৷
advertisement
ইন্ডাস্ট্রিতে গুঞ্জন, সম্প্রতি গোবিন্দার স্ত্রী সুনীতা বলেছেন, তিনি কৃষ্ণার মুখ আর দেখতে চান না ৷ গত বছর নভেম্বরে গোবিন্দা এক বিবৃতিতে বলেন যে তিনি সংকল্প নিয়েছেন যে পারিবারিক সমস্যার কথা প্রকাশ্যে আলোচনা করবেন না ৷ এখনও অবধি তাঁর সঙ্কল্পের প্রতি অটল থেকেছেন গোবিন্দা ৷
advertisement
আরও পড়ুন : মলদ্বীপে মধুচন্দ্রিমায় মোহময়ী নববধূ রিয়া কপূর
গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের প্রকৃত নাম আভিষেক শর্মা ৷ পেশায় তিনি একাধারে একজন অভিনেতা, কৌতুকশিল্পী, সঞ্চালক এবং প্রযোজক ৷ কৃষ্ণার প্রথম ছবি ‘ইয়ে ক্যায়সি মোহাব্বত হ্যায়ঁ’ মুক্তি পায় ২০০২ সালে ৷ হিন্দি ছাড়াও তিনি অভিনয় করেছেন তামিল, ভোজপুরী, মরাঠি-সহ একাধিক ভাষার ছবিতে৷ তাঁর হিন্দি ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল ‘বোল বচ্চন’, ‘ক্যয়া কুল হ্যায় হম-থ্রি’ এবং ‘মরনে ভি দো ইয়ারোঁ’৷
advertisement
তবে সিনেমার তুলনায় স্ট্যান্ড আপ কমেডিয়ান কৃষ্ণার সাফল্য ছোট পর্দায় রিয়্যালিটি শো-এ অনেক বেশি ৷ ‘নাচ বালিয়ে সিজন থ্রি’, ‘ঝলক দিখলা যা সিজন ফোর’, ‘কমেডি সার্কাস’ এবং ‘কপিল শর্মা’-র শো-এ কৃষ্ণার ভূমিকা অনেক বেশি উজ্জ্বল ৷ অনুরাগীদের আশা, তারকা মামা-ভাগ্নের মধ্যে সব বিরোধ খুব শীঘ্রই দূর হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Krushna Abhishek: গণপতির আশীর্বাদে দূর হয়ে যাক মামা-মামির সঙ্গে সব তিক্ততা, আশা গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement