Home /News /entertainment /

Akshay Kumar : মাতৃশোকের পর ফের কাজে, সপরিবার লন্ডন উড়ে গেলেন অক্ষয় কুমার

Akshay Kumar : মাতৃশোকের পর ফের কাজে, সপরিবার লন্ডন উড়ে গেলেন অক্ষয় কুমার

শুক্রবার বিকেলে অভিনেতা অক্ষয়, তাঁর স্ত্রী টুইঙ্কল, ছেলে আরভ এবং মেয়ে নিতারা উড়ে গেলেন ইংল্যান্ডে

শুক্রবার বিকেলে অভিনেতা অক্ষয়, তাঁর স্ত্রী টুইঙ্কল, ছেলে আরভ এবং মেয়ে নিতারা উড়ে গেলেন ইংল্যান্ডে

অভিনেতা অক্ষয় (Akshay Kumar), তাঁর স্ত্রী টুইঙ্কল, ছেলে আরভ এবং মেয়ে নিতারা উড়ে গেলেন ইংল্যান্ডে ৷

 • Share this:

  মুম্বই : অক্ষয় কুমার  (Akshay Kumar) এবং পরিবারের সদস্যদের দেখা গেল মুম্বই বিমানবন্দরে ৷ শুক্রবার বিকেলে অভিনেতা অক্ষয়, তাঁর স্ত্রী টুইঙ্কল, ছেলে আরভ এবং মেয়ে নিতারা উড়ে গেলেন ইংল্যান্ডে ৷ এই সপ্তাহের শুরুতে মায়ের অসুস্থতার খবরে ইংল্যান্ডে শ্যুটিং ফেলে দেশে ফিরেছিলেন অক্ষয় ৷ তাঁর মা অরুণা ভাটিয়াকে ভর্তি করা হয়েছিল হিরানন্দানি হাসপাতালের আইসিইউ বিভাগে ৷ বুধবার সকালে সেখানেই তিনি প্রয়াত হন ৷ সামাজিক মাধ্যমে মায়ের প্রয়াণ সংবাদ জানান অক্ষয় ৷

  মায়ের চলে যাওয়ার পরদিনই ছিল অক্ষয়ের জন্মদিন ৷ বৃহস্পতিবার ৫৪ বছর বয়স পূর্ণ করেন তিনি ৷ মাকে নিয়ে সেদিনও আবেগঘন পোস্ট করেন অক্ষয় ৷ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘‘ এই ভাবে কোনওদিন চাইনি, কিন্তু আমি জানি মা নিশ্চয়ই উপর থেকে আমার জন্য হ্যাপি বার্থডে গাইছেন ! আপনাদের সকলের সমবেদনার জন্য ধন্যবাদ ৷ জীবন এগিয়ে চলে ৷’’

  আরও পড়ুন : নিজের হাতে খাইয়ে দিলেন মোদক, দুই সন্তানকে নিয়ে গণেশ চতুর্থী পালন শিল্পার

  পাঁচ দশকের বসন্ত পেরিয়েও অক্ষয় এখন কেরিয়ারের তুঙ্গে ৷ ২০২১ বছরটি তাঁর ব্যস্ততায় ভরপুর ৷ এ বছরের শুরুতে তিনি শ্যুটিং করেন ‘আটরঙ্গী রে’ ছবিতে ৷ এই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান এবং ধনুষ ৷ পাশাপাশি, তাঁকে দেখা যাবে ‘বচ্চন পাণ্ডে’ ছবিতেও ৷ এ ছাড়াও অক্ষয় অভিনয় করছেন ‘পৃথ্বীরাজ’ ছবিতে ৷ এই ছবি পৃথ্বীরাজ চহ্বানের বায়োপিক ৷ অক্ষয় কুমার অভিনীত, রোহিত শেট্টী পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিরও এ বছরই মু্ক্তি পাওয়ার কথা ৷ গত বছর জানা গিয়েছে আরও দু’টি ছবিতে অভিনয় করছেন অক্ষয় ৷ ‘রক্ষা বন্ধন’ এবং ‘রাম সেতু’ নামের সেই দুইটি ছবিরও এই বছরই মুক্তি পাওয়ার কথা ৷

  আরও পড়ুন : তাঁদের নতুন বাড়িতে গণেশ চতুর্থীর উৎসবে সামিল সইফ ও করিনা

  লন্ডনে অক্ষয় কুমার শ্যুটিং করছিলেন ‘সিন্ডারেলা’ ছবির ৷ ২০১৯ সালে মু্ক্তি পাওয়া তেলুগু থ্রিলার ‘রক্ষাসুড়ু’-র রিমেক হল এই ‘সিন্ডারেলা’ ৷ ছবির প্রযোজক বাসু ভগনানী ৷ পরিচালনার দায়িত্বে রঞ্জিত এম তিওয়ারি ৷ অক্ষয়ের ‘বেল বটম’ ছবির সঙ্গেও যুক্ত এই জুটি ৷

  Published by:Arpita Roy Chowdhury
  First published:

  Tags: Akshay Kumar, Twinkle Khanna

  পরবর্তী খবর