Akshay Kumar : মাতৃশোকের পর ফের কাজে, সপরিবার লন্ডন উড়ে গেলেন অক্ষয় কুমার
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
অভিনেতা অক্ষয় (Akshay Kumar), তাঁর স্ত্রী টুইঙ্কল, ছেলে আরভ এবং মেয়ে নিতারা উড়ে গেলেন ইংল্যান্ডে ৷
মুম্বই : অক্ষয় কুমার (Akshay Kumar) এবং পরিবারের সদস্যদের দেখা গেল মুম্বই বিমানবন্দরে ৷ শুক্রবার বিকেলে অভিনেতা অক্ষয়, তাঁর স্ত্রী টুইঙ্কল, ছেলে আরভ এবং মেয়ে নিতারা উড়ে গেলেন ইংল্যান্ডে ৷ এই সপ্তাহের শুরুতে মায়ের অসুস্থতার খবরে ইংল্যান্ডে শ্যুটিং ফেলে দেশে ফিরেছিলেন অক্ষয় ৷ তাঁর মা অরুণা ভাটিয়াকে ভর্তি করা হয়েছিল হিরানন্দানি হাসপাতালের আইসিইউ বিভাগে ৷ বুধবার সকালে সেখানেই তিনি প্রয়াত হন ৷ সামাজিক মাধ্যমে মায়ের প্রয়াণ সংবাদ জানান অক্ষয় ৷
মায়ের চলে যাওয়ার পরদিনই ছিল অক্ষয়ের জন্মদিন ৷ বৃহস্পতিবার ৫৪ বছর বয়স পূর্ণ করেন তিনি ৷ মাকে নিয়ে সেদিনও আবেগঘন পোস্ট করেন অক্ষয় ৷ সামাজিক মাধ্যমে তিনি লেখেন, ‘‘ এই ভাবে কোনওদিন চাইনি, কিন্তু আমি জানি মা নিশ্চয়ই উপর থেকে আমার জন্য হ্যাপি বার্থডে গাইছেন ! আপনাদের সকলের সমবেদনার জন্য ধন্যবাদ ৷ জীবন এগিয়ে চলে ৷’’
advertisement
আরও পড়ুন : নিজের হাতে খাইয়ে দিলেন মোদক, দুই সন্তানকে নিয়ে গণেশ চতুর্থী পালন শিল্পার
পাঁচ দশকের বসন্ত পেরিয়েও অক্ষয় এখন কেরিয়ারের তুঙ্গে ৷ ২০২১ বছরটি তাঁর ব্যস্ততায় ভরপুর ৷ এ বছরের শুরুতে তিনি শ্যুটিং করেন ‘আটরঙ্গী রে’ ছবিতে ৷ এই ছবিতে অক্ষয়ের সঙ্গে অভিনয় করেছেন সারা আলি খান এবং ধনুষ ৷ পাশাপাশি, তাঁকে দেখা যাবে ‘বচ্চন পাণ্ডে’ ছবিতেও ৷ এ ছাড়াও অক্ষয় অভিনয় করছেন ‘পৃথ্বীরাজ’ ছবিতে ৷ এই ছবি পৃথ্বীরাজ চহ্বানের বায়োপিক ৷ অক্ষয় কুমার অভিনীত, রোহিত শেট্টী পরিচালিত ‘সূর্যবংশী’ ছবিরও এ বছরই মু্ক্তি পাওয়ার কথা ৷ গত বছর জানা গিয়েছে আরও দু’টি ছবিতে অভিনয় করছেন অক্ষয় ৷ ‘রক্ষা বন্ধন’ এবং ‘রাম সেতু’ নামের সেই দুইটি ছবিরও এই বছরই মুক্তি পাওয়ার কথা ৷
advertisement
advertisement
আরও পড়ুন : তাঁদের নতুন বাড়িতে গণেশ চতুর্থীর উৎসবে সামিল সইফ ও করিনা
লন্ডনে অক্ষয় কুমার শ্যুটিং করছিলেন ‘সিন্ডারেলা’ ছবির ৷ ২০১৯ সালে মু্ক্তি পাওয়া তেলুগু থ্রিলার ‘রক্ষাসুড়ু’-র রিমেক হল এই ‘সিন্ডারেলা’ ৷ ছবির প্রযোজক বাসু ভগনানী ৷ পরিচালনার দায়িত্বে রঞ্জিত এম তিওয়ারি ৷ অক্ষয়ের ‘বেল বটম’ ছবির সঙ্গেও যুক্ত এই জুটি ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2021 4:49 AM IST