Kareena Kapoor : তাঁদের নতুন বাড়িতে গণেশ চতুর্থীর উৎসবে সামিল সইফ ও করিনা
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) আনন্দে সামিল সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কপূর (Kareena Kapoor) ৷
মুম্বই : গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) আনন্দে সামিল সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কপূর (Kareena Kapoor) ৷ শুক্রবার সামাজিক মাধ্যমে করিনা শেয়ার করেন তাঁদের গণপতি পুজোর ছবি ৷ বলিউডের অন্যান্য সেলেব্রিটির মতো তাঁরাও স্বাগত জানালেন গণপতিকে ৷ মুম্বইয়ে তাঁদের কেনা নতুন বাড়িতে আয়োজন করেছিলেন গণেশ পুজোর ৷
ইনস্টাগ্রাম হ্যান্ডলে করিনা যা ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে স্বামী সইফ এবং বড় ছেলে তৈমুরের সঙ্গে তাঁরা ব্যস্ত গণেশ চতুর্থীর আরাধনায় ৷ করিনা পরেছিলেন হাল্কা হলুদ রঙের পোশাক ৷ সইফের পরনে ছিল সাদা কুর্তা পায়জামা ৷ ছোট্ট তৈমুরকেও করিনা সাজিয়েছিলেন প্রিন্টেড কুর্তা পায়জামায় ৷
ক্লে দিয়ে তৈমুরের তৈরি ছোট্ট গণপতি মূর্তির ছবিও পোস্ট করেছেন করিনা ৷ চার বছরের তৈমুর ক্লে দিয়ে বানিয়েছে পরিবেশবান্ধব রঙিন গণেশ মূর্তি ৷ ছবিগুলি শেয়ার করে করিনা নেটিজেনদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন ৷
advertisement
advertisement
কিছু দিন আগেই সইফিনার এই নতুন বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠিত হয় ৷ সেখানেই আয়োজিত হল গণেশ চতুর্থীর উৎসব ৷ এই উৎসবে অবশ্য করিনার ছোট ছেলে জেহ-কে দেখা যায়নি ৷ এ বছরই দ্বিতীয় পুত্রসন্তানের মা হয়েছেন করিনা ৷
advertisement
এ বারও সন্তানের নামকরণ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন সইফ ও করিনা ৷ তাঁরা ছোট ছেলের নাম রেখেছেন জাহাঙ্গীর ৷ এই বিতর্ক আরও তীব্র হয়েছিল প্রথম সন্তানের সময় ৷ প্রশ্ন উঠেছিল, চতুর্দশ শতকের আক্রমণকারী তৈমুর খানের নামে কেন নামকরণ করেছেন তাঁরা? উত্তরে করিনা জানিয়েছিলেন তাঁরা সন্তানের নাম রেখেছেন ‘তিমুর’ শব্দের অনুসরণে ৷ যার অর্থ ‘লোহা’ ৷ এই প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন করিনার ননদিনী সাবা আলি খান ৷ জেহ-কে কোলে নিয়ে করিনার ছবি শেয়ার করে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, সন্তানের নাম কী হবে, তা ঠিক করার অধিকার আছে শুধু তার বাবা মায়ের ৷
advertisement
কাজের ক্ষেত্রে, হোমি আদাজানিয়া পরিচালিত ‘অংরেজি মিডিয়াম’-এ করিনা কপূরকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ৷ করিনার আগামী ছবিগুলির মধ্যে অন্যতম আমির খানের ‘লাল সিং চড্ডা’ এবং করণ জোহরের ‘তখত’ ৷ ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত আইকনিক ছবি, টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ অনুসরণে আমির খান তৈরি করছেন ‘লাল সিং চড্ডা’ ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2021 1:49 AM IST