Kareena Kapoor : তাঁদের নতুন বাড়িতে গণেশ চতুর্থীর উৎসবে সামিল সইফ ও করিনা

Last Updated:

গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) আনন্দে সামিল সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কপূর (Kareena Kapoor) ৷

মুম্বই : গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) আনন্দে সামিল সইফ আলি খান (Saif Ali Khan) ও করিনা কপূর (Kareena Kapoor) ৷ শুক্রবার সামাজিক মাধ্যমে করিনা শেয়ার করেন তাঁদের গণপতি পুজোর ছবি ৷ বলিউডের অন্যান্য সেলেব্রিটির মতো তাঁরাও স্বাগত জানালেন গণপতিকে ৷ মুম্বইয়ে তাঁদের কেনা নতুন বাড়িতে আয়োজন করেছিলেন গণেশ পুজোর ৷
ইনস্টাগ্রাম হ্যান্ডলে করিনা যা ছবি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে স্বামী সইফ এবং বড় ছেলে তৈমুরের সঙ্গে তাঁরা ব্যস্ত গণেশ চতুর্থীর আরাধনায় ৷ করিনা পরেছিলেন হাল্কা হলুদ রঙের পোশাক ৷ সইফের পরনে ছিল সাদা কুর্তা পায়জামা ৷ ছোট্ট তৈমুরকেও করিনা সাজিয়েছিলেন প্রিন্টেড কুর্তা পায়জামায় ৷
ক্লে দিয়ে তৈমুরের তৈরি ছোট্ট গণপতি মূর্তির ছবিও পোস্ট করেছেন করিনা ৷ চার বছরের তৈমুর ক্লে দিয়ে বানিয়েছে পরিবেশবান্ধব রঙিন গণেশ মূর্তি ৷ ছবিগুলি শেয়ার করে করিনা নেটিজেনদের গণেশ চতুর্থীর শুভেচ্ছা জানিয়েছেন ৷
advertisement
advertisement
কিছু দিন আগেই সইফিনার এই নতুন বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠিত হয় ৷ সেখানেই আয়োজিত হল গণেশ চতুর্থীর উৎসব ৷ এই উৎসবে অবশ্য করিনার ছোট ছেলে জেহ-কে দেখা যায়নি ৷ এ বছরই দ্বিতীয় পুত্রসন্তানের মা হয়েছেন করিনা ৷
advertisement
এ বারও সন্তানের নামকরণ নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন সইফ ও করিনা ৷ তাঁরা ছোট ছেলের নাম রেখেছেন জাহাঙ্গীর ৷ এই বিতর্ক আরও তীব্র হয়েছিল প্রথম সন্তানের সময় ৷ প্রশ্ন উঠেছিল, চতুর্দশ শতকের আক্রমণকারী তৈমুর খানের নামে কেন নামকরণ করেছেন তাঁরা? উত্তরে করিনা জানিয়েছিলেন তাঁরা সন্তানের নাম রেখেছেন ‘তিমুর’ শব্দের অনুসরণে ৷ যার অর্থ ‘লোহা’ ৷ এই প্রসঙ্গে সম্প্রতি মুখ খুলেছেন করিনার ননদিনী সাবা আলি খান ৷ জেহ-কে কোলে নিয়ে করিনার ছবি শেয়ার করে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, সন্তানের নাম কী হবে, তা ঠিক করার অধিকার আছে শুধু তার বাবা মায়ের ৷
advertisement
কাজের ক্ষেত্রে, হোমি আদাজানিয়া পরিচালিত ‘অংরেজি মিডিয়াম’-এ করিনা কপূরকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে ৷ করিনার আগামী ছবিগুলির মধ্যে অন্যতম আমির খানের ‘লাল সিং চড্ডা’ এবং করণ জোহরের ‘তখত’ ৷ ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত আইকনিক ছবি, টম হ্যাঙ্কস অভিনীত ‘ফরেস্ট গাম্প’ অনুসরণে আমির খান তৈরি করছেন ‘লাল সিং চড্ডা’ ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kareena Kapoor : তাঁদের নতুন বাড়িতে গণেশ চতুর্থীর উৎসবে সামিল সইফ ও করিনা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement