Shaheer Sheikh : ‘পবিত্র রিশতা’ শুরুর আগেই সুখবর! বাবা হলেন অভিনেতা শাহির

Last Updated:

টেলিভিশন তারকা শাহির শেখ (Shaheer Sheikh ) এবং তাঁর স্ত্রী রুচিকা কপূরের (Ruchikaa Kapoor ) সংসারে নতুন অতিথি ৷

মুম্বই : টেলিভিশন তারকা শাহির শেখ (Shaheer Sheikh ) এবং তাঁর স্ত্রী রুচিকা কপূরের (Ruchikaa Kapoor ) সংসারে নতুন অতিথি ৷ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী শুক্রবার রাতে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রুচিকা ৷ তবে শাহির এবং রুচিকা এখনও নিজেরা কিছু জানাননি ৷
গত মাসে রুচিকার বেবি শাওয়ার-এর ছবি শেয়ার করেছিলেন শাহির ৷ অনুষ্ঠানে হাজির ছিলেন ইন্ডাস্ট্রিতে দম্পতির ঘনিষ্ঠ বন্ধুবান্ধবরা এবং পরিবারের সদস্যরা ৷ নিমন্ত্রিতদের মধ্যে ছিলেন কুশীলব ক্রিস্টল ডি সুজা এবং রিধি ডোগরা ৷ রুচিকার বেবি শাওয়ার সাজানো হয়েছিল নীল ও গোলাপি রঙে ৷ অনাগত অতিথিকে তাঁরা সম্বোধন করেছিলেন ‘বেবি শেখ’ বলে ৷ ববি শাওয়ারের সব ছবি ভাইরাল হয়ে গিয়েছিল নেটমাধ্যমে ৷
advertisement
প্রায় দু’ বছর প্রেমপর্বের পর শাহির ও রুচিকা গত বছর নভেম্বরে বিয়ে করেন ৷ কোভিড পরিস্থিতিতে তাঁদের বিয়ের অনুষ্ঠান ছিল একান্ত ঘরোয়া ৷ রুচিকাও পরোক্ষভাবে যুক্ত বিনোদন জগতের সঙ্গে ৷ তিনি বালাজি মোশন পিকচার্সের মার্কেটিং হেড এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ৷
advertisement
আরও পড়ুন : গণপতির আশীর্বাদে দূর হয়ে যাক মামা-মামির সঙ্গে সব তিক্ততা, আশা গোবিন্দার ভাগ্নে কৃষ্ণা অভিষেকের
অন্যদিকে, কাজের ক্ষেত্রে অঙ্কিতা লোখন্ডের মতো শাহির শেখ এখন ব্যস্ত ‘পবিত্র রিশতা ২’-এর মুক্তি নিয়ে ৷ এই ধারাবাহিকের প্রথম সংস্করণ সম্প্রচারিত শুরু হয়েছিল ২০০৯ সালে ৷ মূল ভূমিকায় ছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত এবং অঙ্কিতা লোখন্ডে ৷ ৫ বছর ধরে চলেছিল ধারাবাহিকটি ৷ জনপ্রিয় এই ধারাবাহিকের জুটি সশান্ত ও অঙ্কিতাও পৌঁছে গিয়েছিলেন দর্শকদের ঘরে ঘরে ৷ এই ধারাবাহিক থেকেই তাঁদের প্রণয়ের শুরু ৷ তবে কিছু বছর পর তাঁদের সম্পর্ক ভেঙে যায় ৷
advertisement
আরও পড়ুন : নিজের হাতে খাইয়ে দিলেন মোদক, দুই সন্তানকে নিয়ে গণেশ চতুর্থী পালন শিল্পার
দ্বিতীয় দফায় অবশ্য ‘পবিত্র রিশতা’ ওয়েব সিরিজ ৷ এখানে মানবের ভূমিকায় অভিনয় করছেন শাহির এবং তাঁর বিপরীতে অর্চনার চরিত্রে আছেন অঙ্কিতাই ৷ আগামী ১৫ সেপ্টেম্বর থেকে জি ফাইভ-এ শুরু হবে স্ট্রিমিং ৷
শাহির শেখ অভিনীত অন্যান্য ধারাবাহিকের মধ্যে উল্লেখযোগ্য হল ‘ক্যয়া মস্ত হ্যায় লাইফ’, ‘ঝাঁসি কি রানি’, ‘তেরি মেরি লভ স্টোরিজ’ এবং ‘ইয়ে রিশতে হ্যায় প্যায়ার কে’৷  ধারাবাহিক ছাড়াও তিনি অভিনয় করেছেন দু’টি ছবি, ওয়েব সিরিজ ও মিউজিক ভিডিয়োয় ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Shaheer Sheikh : ‘পবিত্র রিশতা’ শুরুর আগেই সুখবর! বাবা হলেন অভিনেতা শাহির
Next Article
advertisement
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ? যা জানালেন সুজয় চক্রবর্তী
আচমকা পদত্যাগ হাওড়া পুরসভার চেয়ারম্যানের! ফিরহাদকে পাঠালেন পদত্যাগপত্র, নেপথ্যে কী কারণ?
  • হাওড়া পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য আবেদন জানিয়ে পদত্যাগ পত্র পাঠালেন সুজয় চক্রবর্তী। ২৫ তারিখ পুরসভার চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের জন্য চেয়ারম্যানের তরফে একটি পদত্যাগ পত্র পাঠানো হয়েছে

VIEW MORE
advertisement
advertisement