Kartik Aaryan: নিজেদের সম্পর্ককে সম্মান করা উচিত, ব্রেকআপ নিয়ে সারা-অনন্যার আলোচনা নিয়ে এ কী বললেন কার্তিক

Last Updated:

কফি উইথ করণ সিজন ৮-এ অতিথি হয়ে এসেছিলেন দুই স্টার-কিড তথা নতুন প্রজন্মের দুই অভিনেত্রী সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে। আবার দু’জনেই এক সময় ডেট করেছেন সুদর্শন তারকা কার্তিক আরিয়ানকে।

মুম্বই: কফি উইথ করণ সিজন ৮-এ অতিথি হয়ে এসেছিলেন দুই স্টার-কিড তথা নতুন প্রজন্মের দুই অভিনেত্রী সারা আলি খান এবং অনন্যা পাণ্ডে। আবার দু’জনেই এক সময় ডেট করেছেন সুদর্শন তারকা কার্তিক আরিয়ানকে। কফির আড্ডায় দুই অভিনেত্রীকে কার্তিকের প্রসঙ্গেই প্রশ্ন করেন করণ। তিনি বলেন যে, “একসময় একই মানুষকে ডেট করেছো। তারপরেও তোমাদের দু’জনের একে অপরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখা কতটা সহজ?”
প্রশ্ন শুনেই সারার জবাব, “আমি এটা বলতে পারি না যে, বিষয়টা খুবই সহজ। কারণ বিষয়টা একটু বেশিই তুচ্ছ বলে মনে হয়। এটা সব সময় সহজ হয় না। যখন কারও সঙ্গে মেলামেশা করি, তখন আমি তাঁর সঙ্গে পুরোপুরি মিশে যাই। এমনকী তাঁর বন্ধুবান্ধব, পেশা এবং ভালবাসাগুলোর সঙ্গেও। এটা এমন নয় যে, ‘ওহ হ্যাঁ, এটা আসলে কোনও ব্যাপার নয়, আজ যা-ই হোক, কাল যা-ই হোক না কেন’। এটি সেটার মতো না… এটি খুবই প্রভাবিত করে। তবে শেষ পর্যন্ত আমাদের এটা কাটিয়ে উঠতে হবে।”
advertisement
advertisement
সারার বক্তব্য ভাইরাল হতেই প্রতিক্রিয়া দেন কার্তিক। ফিল্ম কম্পানিয়ন-এর অনুপমা চোপড়ার সঙ্গে এক আলাপচারিতায় তাঁকে প্রশ্ন করা হয়েছিল, “করণের চ্যাট শো ‘কফি উইথ করণ’-এ বারবার টপিক হচ্ছেন আপনি। এতে কি কোনও প্রভাব পড়ছে কিংবা এটা তাঁর কঠোর পরিশ্রমকে তুচ্ছ করে দিচ্ছে কি? এর উত্তরে কার্তিক বলেন, “একটা বিষয় আমার মনে হয় – সম্পর্ক যদি দু’টো মানুষের হয়, তাহলে দ্বিতীয় মানুষটিরও সেই কথা বলা উচিত নয়। আমাদের সকলেরই নিজেদের সম্পর্ককে সম্মান করা উচিত।”
advertisement
অভিনেতা আরও বলে চলেন যে, নিজের সম্পর্কের বিষয় কখনওই কোনও কথা বলেননি তিনি। তাঁর সংযোজন, “আমি আমার সঙ্গীর থেকেও সেই একই বিষয়ের আশা করি। আর আমার সম্পর্ক নিয়ে কথা বলা অন্য কারও জন্যও ভাল নয়। সম্পর্কটা না চললেও…. কিন্তু যখন অন্য কারও সঙ্গে থাকছেন, তখন বিষয়টা সেভাবে কল্পনা করা উচিত নয়। আমার মনে হয়, আমাদের উচিত সেই সময় এবং সেই মুহূর্তটাকে উপভোগ করা। আমার মনে হয় আমাদের নিজেদের প্রতিও শ্রদ্ধা বজায় রাখা উচিত। যখন তুমি কারও সঙ্গে থাকো, তখন তোমার এই বিষয়টা এমনভাবে কল্পনা করা উচিত নয়। আর এটাও কল্পনা করা উচিত নয় যে, বিষয়টা শেষ হয়ে যাবে। যখন তুমি এই বিষয়ে কথা বল, তখন কিন্তু অন্য মানুষটা যে শুধু একজনের কথাই ভাববে, এমনটা নয়। তারা কিন্তু উভয়ের বিষয়েই ভাববে।”
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
Click here to add News18 as your preferred news source on Google.
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Kartik Aaryan: নিজেদের সম্পর্ককে সম্মান করা উচিত, ব্রেকআপ নিয়ে সারা-অনন্যার আলোচনা নিয়ে এ কী বললেন কার্তিক
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement