Ajay Devgan: আহত বাঘ অজয় দেবগণ, সঙ্গে বন্দুক হাতে করিনা! ‘সিংহম এগেইন’-এর ফার্স্ট লুকে দারুণ চমক

Last Updated:

প্রকাশ্যে এল ছবিতে অজয় দেবগণের ফার্স্ট লুক। যাঁকে দুর্দমনীয় পুলিশ সিংহমের ভূমিকায় দেখা যাবে।

সময় যত এগোচ্ছে, ততই ‘সিংহম এগেইন’ নিয়ে জল্পনা আরও বাড়ছে। শোনা যাচ্ছে, রোহিত শেঠির এই বহুলচর্চিত ছবি খুব শীঘ্রই বড় পর্দায় দেখা যাবে। আর তার আগেই প্রকাশ্যে এল ছবিতে অজয় দেবগণের ফার্স্ট লুক। যাঁকে দুর্দমনীয় পুলিশ সিংহমের ভূমিকায় দেখা যাবে। আর ফার্স্ট লুক প্রকাশ্যে এনে অভিনেতা লিখেছেন, “শের আতঙ্ক মচাতা হ্যায়, অওর জখমি শের তবাহি! আর প্রত্যেকের প্রিয় পুলিশ বাজিরাও সিংহম আবার ফিরছে! … সিংহম এগেইন…”
‘সিংহম এগেইন’ পরিচালনা করছেন রোহিত শেঠি। আর এটা তাঁর ‘সিংহম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি। অজয়কে দেখা যাবে বাজিরাও সিংহমের চরিত্রে। রুপোলি পর্দায় ফের পুলিশের ভূমিকায় অভিনেতাকে প্রত্যাবর্তন করতে দেখে যারপরনাই উচ্ছ্বসিত ভক্তরাও। আর তাঁর প্রতিটি চরিত্রের মধ্যে এটা ভীষণই জনপ্রিয় এক চরিত্র।
advertisement
advertisement
advertisement
তাঁর বিপরীতে নায়িকা হিসেবে এই ছবিতে দেখা যাবে করিনা কাপুর খানকেও। তাঁর ফার্স্ট লুকের ছবিও শেয়ার করেছেন অজয় দেবগন। লিখেছেন, “অদম্য, শক্তিশালী এবং সিংহমের শক্তি! পরিচয় করে নিন অবনী সিংহমের সঙ্গে!” করিনাও পোস্টারটি শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, “এটাই সেই সময়। পুলিশবাহিনীর সঙ্গে ফের যোগদান করছি।”
advertisement

View this post on Instagram

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

advertisement
এই কপ ইউনিভার্সে করিনাকে স্বাগত জানিয়ে রোহিত শেঠি লিখেছেন, “সিংহমের শক্তির সঙ্গে পরিচয় করে নিন…. অবনী বাজিরাও সিংহম। ২০০৭ সালে আমরা প্রথম বার একসঙ্গে কাজ করেছিলাম। এখনও পর্যন্ত ৩টে ব্লকবাস্টার – ‘গোলমাল রিটার্নস’, ‘গোলমাল ৩’, ‘সিংহম রিটার্নস’। এরপরে এখন চতুর্থ প্রজেক্ট ‘সিংহম এগেইন’-এ কাজ করছি। দীর্ঘ ১৬ বছর একসঙ্গে কাজ। কোনও কিছুই বদলে যায়নি। একই রকম রয়েছেন বেবো। সাধারণ, মিষ্টি এবং কঠোর পরিশ্রমী।”
advertisement
প্রসঙ্গত বলিউডে কপ ইউনিভার্স তৈরি করেছেন রোহিত শেঠি। এর মধ্যে রয়েছে তিনটি বড় ছবি – ‘সিংহম’, ‘সিম্বা’ এবং ‘সূর্যবংশী’। যেখানে অভিনয় করেছেন যথাক্রমে অজয় দেবগণ, রণবীর সিং এবং অক্ষয় কুমার। শুধু তা-ই নয়, ‘সিংহম এগেইন’ ছবিতে একসঙ্গে কাজ করতে দেখা যাবে এই তিন সুপারস্টারকে, যেরকমটা দেখা গিয়েছিল ‘সূর্যবংশী’-তেও। চলতি বছরের সেপ্টেম্বর মাসে মুম্বইয়ের ওয়াইআরএফ স্টুডিওতে মহরত করেছিলেন রোহিত শেঠি। ওই পূজায় রোহিতের সঙ্গে অংশগ্রহণ করেছিলেন রণবীর সিং এবং অজয় দেবগণও।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ajay Devgan: আহত বাঘ অজয় দেবগণ, সঙ্গে বন্দুক হাতে করিনা! ‘সিংহম এগেইন’-এর ফার্স্ট লুকে দারুণ চমক
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement