মা হওয়ার পরও একইরকম ফিগার! ফের তুমুল নাচে ভাইরাল স্বপ্না চৌধুরির নতুন গান

Last Updated:

লকডাউনে তিনি চুপিসাড়ে বিয়ে করেছেন । তার পরেই প্রকাশ্যে এসেছে তাঁর মা হওয়ার খবর । বিয়ের কয়েক মাসের মধ্যেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি ।

#চণ্ডীগড়: তিনি স্বপ্না চৌধুরি৷ বিখ্যাত ডান্সার৷ স্টেজই তার জগৎ৷ স্টেজেই তিনি মাতোয়ারা করেন দর্শকদের৷ তিনি স্টেজে উঠলেই লাখো মানুষ ভিড় জমান৷ উত্তর ভারতের ট্র্যাডিশন অনুযায়ী প্রচুর টাকাও ওড়ানো হয় স্বপ্না স্টেজে নাচতে উঠলেই৷ আর তাই তিনি এতটা জনপ্রিয়!
লকডাউনে তিনি চুপিসাড়ে বিয়ে করেছেন । তার পরেই প্রকাশ্যে এসেছে তাঁর মা হওয়ার খবর । বিয়ের কয়েক মাসের মধ্যেই পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি । পুরো বিষয়টি সামনে আসতেই হৈ চৈ পড়ে গিয়েছিল তাঁর ভক্তদের মধ্যে । তা হলে কি বিয়ের আগে থেকেই অন্তঃসত্ত্বা ছিলেন হরিয়ানার জনপ্রিয় তারকা?
সে জল্পনা আপাতত তোলা থাক । এখন বরং সকলের দৃষ্টি স্বপ্নার নতুন গানের দিকে । যা ইউটিউবে আসতে না আসতেই লাখ লাখ দর্শকের মন কেড়ে নিয়েছে । ‘তেরি আঁখো কা ইয়ে কাজল’ গানে তুমুল নেচে একসময় ভাইরাল হয়েছিলেন স্বপ্না । তারপর জনপ্রিয়তা, খ্যাতি, বিয়ে, মা হওয়া...জীবনের নতুন অধ্যায় শুরু হয়েছে । কিন্তু স্বপ্না এখনও সেই আগের মতোই আগুন ঝরাচ্ছেন তাঁর নতুন গান ‘চন্দ্রাওয়াল’-এর সুরে ।
advertisement
advertisement
গানটিতে স্বপ্নার সঙ্গে দেখা গিয়েছে সুমিত কৌশিকেও । গানটির লিপিকার নবীন বিষ্ণু বাবা । গেয়েছেন প্রবীণ তোশাম ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
মা হওয়ার পরও একইরকম ফিগার! ফের তুমুল নাচে ভাইরাল স্বপ্না চৌধুরির নতুন গান
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement