ঐশ্বর্যর থেকে সঞ্জয় দত্তকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন বোনেরা, নিষেধাজ্ঞা ফোন নম্বরেও !

Last Updated:

১৯৯৩ সালে একটি পত্রিকার প্রচ্ছদে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন সঞ্জয় ও ঐশ্বর্য

#মুম্বই: সঞ্জয় দত্ত ও ঐশ্বর্য রাই বচ্চন বলিউডের দুই জনপ্রিয় নাম ৷ নিজেদের কেরিয়ারের মধ্য গগনে একের পর এক ধামাকাদার ছবি উপহার দিয়েছেন জনগণকে ৷ এই জুটির প্রথম ছবি ছিল শব্দ ৷ বক্স অফিসে তেমন করিশ্মা দেখাতে পারেনি ছবিটি ৷ শব্দ ছবিতে কাজ করার আগে একটি পত্রিকার প্রচ্ছদের শ্যুটে কাজ করেছিলেন তাঁরা ৷ প্রচ্ছদ শ্যুট হওয়ার আগে সঞ্জয়ের বোনেরা দাদাকে ঐশ্বর্যের সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন ৷ এই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছিলেন স্বয়ং সঞ্জয় দত্ত ৷ জানা গিয়েছে ১৯৯৩ সালে যখন ঐশ্বর্য রাই বলিউডে পা-ই রাখেননি, এমনকী সেই সময়ে মিস ওয়াল্ড প্রতিযোগিতায় বিজয়ীও হননি ৷ শুধুমাত্র একজন মডেল ছিলেন ৷
advertisement
তিনি ঐশ্বর্যের রূপে ও গুণে মুগ্ধ হয়েছিলেন ৷ সঞ্জয় সাক্ষাৎকারে জানিয়েছিলেন ঐশ্বর্যকে দুর্দান্ত লাগছিল দেখতে ৷ তাঁর বোনেদেরও ঐশ্বর্য খুব পছন্দ ছিল, ওঁরা দেখা করেছিল ঐশ্বর্যর সঙ্গে ৷ তবুও আমাকে বলেছিল 'ঐশ্বর্যর ফোন নম্বরও যেন আমি না নিই, ফোনও যেন না করি একই সঙ্গে ঐশ্বর্যকে যেন ফুলও না পাঠাই আমি ৷' এই বিষয়টির উল্লেখ সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু দেখা গিয়েছে ৷ তবে তাঁর বোনেরা কেন বাধা দিয়েছিলেন সেই কারণ জানা যায়নি ৷ সঞ্জয় ও ঐশ্বর্য ২টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শব্দ ও হাম কিসি সে কম নেহি ৷
advertisement
সঞ্জয় দত্তর সঙ্গে বচ্চন পরিবারের একটি আলাদা সুসম্পর্ক এখনও রয়েছে ৷ ঐশ্বর্য ও অভিষেকের বিয়ের পরে সুখেই সংসার করছেন মেয়ে আরাধ্যাকে নিয়ে ৷ বিবাহিত জীবনে বহু ঝড়জল কাটিয়ে স্ত্রী মান্যতার সঙ্গে দুই সন্তান নিয়ে বেশ আছেন সঞ্জয়ও ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঐশ্বর্যর থেকে সঞ্জয় দত্তকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন বোনেরা, নিষেধাজ্ঞা ফোন নম্বরেও !
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement