ঐশ্বর্যর থেকে সঞ্জয় দত্তকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন বোনেরা, নিষেধাজ্ঞা ফোন নম্বরেও !

Last Updated:

১৯৯৩ সালে একটি পত্রিকার প্রচ্ছদে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন সঞ্জয় ও ঐশ্বর্য

#মুম্বই: সঞ্জয় দত্ত ও ঐশ্বর্য রাই বচ্চন বলিউডের দুই জনপ্রিয় নাম ৷ নিজেদের কেরিয়ারের মধ্য গগনে একের পর এক ধামাকাদার ছবি উপহার দিয়েছেন জনগণকে ৷ এই জুটির প্রথম ছবি ছিল শব্দ ৷ বক্স অফিসে তেমন করিশ্মা দেখাতে পারেনি ছবিটি ৷ শব্দ ছবিতে কাজ করার আগে একটি পত্রিকার প্রচ্ছদের শ্যুটে কাজ করেছিলেন তাঁরা ৷ প্রচ্ছদ শ্যুট হওয়ার আগে সঞ্জয়ের বোনেরা দাদাকে ঐশ্বর্যের সংস্পর্শ থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন ৷ এই বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেছিলেন স্বয়ং সঞ্জয় দত্ত ৷ জানা গিয়েছে ১৯৯৩ সালে যখন ঐশ্বর্য রাই বলিউডে পা-ই রাখেননি, এমনকী সেই সময়ে মিস ওয়াল্ড প্রতিযোগিতায় বিজয়ীও হননি ৷ শুধুমাত্র একজন মডেল ছিলেন ৷
advertisement
তিনি ঐশ্বর্যের রূপে ও গুণে মুগ্ধ হয়েছিলেন ৷ সঞ্জয় সাক্ষাৎকারে জানিয়েছিলেন ঐশ্বর্যকে দুর্দান্ত লাগছিল দেখতে ৷ তাঁর বোনেদেরও ঐশ্বর্য খুব পছন্দ ছিল, ওঁরা দেখা করেছিল ঐশ্বর্যর সঙ্গে ৷ তবুও আমাকে বলেছিল 'ঐশ্বর্যর ফোন নম্বরও যেন আমি না নিই, ফোনও যেন না করি একই সঙ্গে ঐশ্বর্যকে যেন ফুলও না পাঠাই আমি ৷' এই বিষয়টির উল্লেখ সঞ্জয় দত্তের বায়োপিক সঞ্জু দেখা গিয়েছে ৷ তবে তাঁর বোনেরা কেন বাধা দিয়েছিলেন সেই কারণ জানা যায়নি ৷ সঞ্জয় ও ঐশ্বর্য ২টি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন শব্দ ও হাম কিসি সে কম নেহি ৷
advertisement
সঞ্জয় দত্তর সঙ্গে বচ্চন পরিবারের একটি আলাদা সুসম্পর্ক এখনও রয়েছে ৷ ঐশ্বর্য ও অভিষেকের বিয়ের পরে সুখেই সংসার করছেন মেয়ে আরাধ্যাকে নিয়ে ৷ বিবাহিত জীবনে বহু ঝড়জল কাটিয়ে স্ত্রী মান্যতার সঙ্গে দুই সন্তান নিয়ে বেশ আছেন সঞ্জয়ও ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
ঐশ্বর্যর থেকে সঞ্জয় দত্তকে দূরে থাকার পরামর্শ দিয়েছিলেন বোনেরা, নিষেধাজ্ঞা ফোন নম্বরেও !
Next Article
advertisement
West Bengal Weather Update: দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে, আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে?
  • দুর্বল ‘মন্থা’, তবে নিম্নচাপের বৃষ্টি চলবে বঙ্গে

  • আগামী ক’দিন আবহাওয়া কেমন থাকবে ?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement