অপরূপা সুন্দরী সঞ্জয় দত্তের প্রথমা স্ত্রী, রিচা শর্মার স্মৃতিতে মান্যতার নজরকাড়া মন্তব্য

Last Updated:

রিচা শর্মার কোলে ছোট্ট ত্রিশালা, ছবিটি দুরন্ত গতিতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

#মুম্বই: বলিউডের অন্যতম সুপার স্টার কিডদের মধ্যে অন্যতম অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ে ত্রিশালা ৷ ত্রিশালা লাইমলাইট থেকে অনেক দূরে থাকলেও তার ভক্ত সংখ্যা খুব একটি কম নয় ৷ ত্রিশালার যে কোনও ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলেই নিমেষে তা ভাইরাল হয়ে যায় ৷ সম্প্রতি ত্রিশালার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ৷ যে ছবিটি ভাইরাল হয়েছে সেটি ত্রিশালার মা ও সঞ্জয় দত্তের প্রাক্তন স্ত্রী রিচা শর্মার ৷
মেয়ে ত্রিশালা কোলে নিয়ে রিচা শর্মা ৷ মেয়ে ত্রিশালাকে কোলে নিয়ে রিচা শর্মা ৷
ছবিতে রিচা শর্মাকে দুর্দান্ত মানিয়েছিল ৷ ছবিটিতে সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা ও বোন প্রিয়া দত্ত বিশেষ মন্তব্য করেছেন ৷ ত্রিশালা সেই সমস্ত স্টার সন্তানদের তালিকায় নেই যাঁরা স্পটলাইটে আসতে পছন্দ করেন না ৷ সেই কারণেই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট প্রাইভেট করা হয়েছে ৷ তবুও একজন স্পটবয় স্ক্রিনশট শেয়ার করেছেন যেখানে প্রিয়া দত্ত ও মান্যতার কমেন্টের মাঝেই ত্রিশালা লিখেছেন তিনিও তাঁর মা ৷ ১৯৮৮ #RIPMommy'... ত্রিশালার শেয়ার করা ছবিটি এমনই ৷ নিজের ছোট্ট মেয়ে ত্রিশালাকে কোলে নিয়ে ছবি তুলেছেন ৷ সেই ছবিতে মান্যতা লিখেছেন খুব সুন্দর ৷ প্রিয়া দত্ত লিখেছেন কতটা সুন্দর ছবি, এখন এই নক্ষত্র অমৃতলোকে ৷ তিনিই সব থেকে বেশি তোমাকে (ত্রিশালাকে ভালবাসেন) সব সময়েই বেশি ভালবাসেন ৷ ঈশ্বর তাঁর আত্মার শান্তি কামনা দিন ৷
advertisement
advertisement
রিচা শর্মার ছবি ভাইরাল হতে সবাই জানতে পেরেছেন ত্রিশালা তাঁর মাকে স্মরণ করেছেন ৷ ১৯৮৭ সালে সঞ্জয় দত্তের সঙ্গে রিচা শর্মার বিয়ে হয়েছে ৷ বিয়ের ২ বছরের পরে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন রিচা শর্মা ৷
বাংলা খবর/ খবর/বিনোদন/
অপরূপা সুন্দরী সঞ্জয় দত্তের প্রথমা স্ত্রী, রিচা শর্মার স্মৃতিতে মান্যতার নজরকাড়া মন্তব্য
Next Article
advertisement
Taliban Threatens America Pakistan: বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
বাগরাম দখলের চেষ্টা করলেই যুদ্ধ শুরু, আমেরিকার সঙ্গে পাকিস্তানকেও হুঁশিয়ারি তালিবানদের!
  • মার্কিন যুক্তরাষ্ট্র যদি ফের বাগরাম বিমান ঘাঁটি দখলের চেষ্টা করে, তাহলে নতুন করে যুদ্ধ শুরুর হুঁশিয়ারি দিয়ে দিল আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের শীর্ষ নেতৃত্ব৷ শুধু আমেরিকা নয়, প্রতিবেশী পাকিস্তানকেও হুঁশিয়ারি দিয়ে রেখেছে তালিবানরা৷

VIEW MORE
advertisement
advertisement