Sanjay Dutt: 'বোমা বিস্ফোরণের খবর পুরোটাই ভুয়ো, ভগবানের দয়ায় আমি পুরোপুরি সুস্থ', জানালেন সঞ্জয় দত্ত

Last Updated:

Sanjay Dutt: কন্নড় ছবি 'কেডি'-র সেটে বোমা ফেটে গুরুতর আহত হয়েছেন সঞ্জয় দত্ত সেই খবর ছড়িয়ে পড়তেই সকলেই চিন্তিত হয়ে পড়েছিলেন। কিন্তু এই খবর পুরোটাই ভুয়ো তেমনটাই জানালেন অভিনেতা।

'বোমা বিস্ফোরণের খবর পুরোটাই ভুয়ো, ভগবানের দয়ায় আমি পুরোপুরি সুস্থ', জানালেন সঞ্জয় দত্ত
'বোমা বিস্ফোরণের খবর পুরোটাই ভুয়ো, ভগবানের দয়ায় আমি পুরোপুরি সুস্থ', জানালেন সঞ্জয় দত্ত
মুম্বই:  বলিউড অভিনেতা সঞ্জয় দত্তকে নিয়ে গতকাল থেকে সকলেই চিন্তিত, একপ্রকার বলতে গেলে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কন্নড় ছবি 'কেডি'-র সেটে বোমা ফেটে গুরুতর আহত হয়েছেন সঞ্জয় দত্ত সেই খবর ছড়িয়ে পড়তেই সকলেই চিন্তিত হয়ে পড়েছিলেন। কিন্তু এই খবর পুরোটাই ভুয়ো তেমনটাই জানালেন অভিনেতা। অভিনেতার নাকি কিছুই হয়নি। তিনি পুরোপুরি সুস্থ রয়েছেন, একথা নিজেই জানালেন অভিনেতা।
সঞ্জয় দত্তের আহত হওয়ার খবর শুনেই উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন ভক্তরা। এবং সে কথা পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছেন মুন্নাভাই। বেঙ্গালুরুর পার্শ্ববর্তী অঞ্চলে চলছিল ছবির শ্যুটিং। এবং খবরে শোনা গিয়েছিল শ্যুটিং চলাকালীন আচমকা বিস্ফোরণে আহত হয়েছেন অভিনেতা। এবং তার হাতে, কনুইয়ে এবং মুখে চোখ লাগার খবর শুনেই রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল । অসুস্থ হয়ে পড়তেই ছবির শ্যুটিং নাকি বন্ধ করা রাখা হয়েছিল। তারপর শক্ত হাতে হাল ধরেন সঞ্জয় দত্ত।
advertisement
advertisement
advertisement
নিজের ট্যুইটারে সঞ্জয় দত্ত লেখেন, 'আমি আহত হয়েছি, এই খবর চারিদিকে ছড়িয়ে পড়েছে। তবে আমি সকলকে আশ্বস্ত করে বলছি, এই খবর পুরোপুরি ভিত্তিহীন। আমার কোনও কিছুই হয়নি। আমি পুরোপুরি সুস্থ রয়েছি। ভগবানের আশীর্বাদে একদম ভাল রয়েছি। শুধু তাই নয়, কেডি-র শ্যুটিংয়ের সেটে বাড়তি সতর্কতাও রাখা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, আমার প্রতিটা দৃশ্য শ্যুট করার সময় টিমের সকলেই অনেক বেশি সতর্ক থাকে। সুতরাং আর কোনও চিন্তা নেই। তবে যারা আমার শরীর ও স্বাস্থ্যের খোঁজ নিলেন, তাদের সকলকে ধন্যবাদ'। ঝড়ের গতিতে সঞ্জয়ের এই ট্যুইট নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। কেডি ছবির মাধ্য়মেই সর্বভারতীয় স্তরে পা রাখতে চলেছেন সঞ্জয় দত্ত। এই ছবি কন্নড় ভাষা ছাড়াও তামিল, তেলেগু, মালয়ালম এবং হিন্দি ভাষায় মুক্তি পেতে চলেছে। এই ছবির জন্যই অ্যাকশন দৃশ্যে শ্যুটিং করছিলেন সঞ্জয দত্ত এবং ফাইটমাস্টার রবি বর্মার উপস্থিতিতেই চলেছে শ্যুটিং। এবং সেই শ্যুটিং সেটেই বোমা বিস্ফোরণের খবর ছড়িয়ে পড়ে, তারপর থেকে ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েন। আপতত সঞ্জয়ের মুখ থেকে খবর শুনে সকলেই খুশি।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Sanjay Dutt: 'বোমা বিস্ফোরণের খবর পুরোটাই ভুয়ো, ভগবানের দয়ায় আমি পুরোপুরি সুস্থ', জানালেন সঞ্জয় দত্ত
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement