Los Angeles Bengali film festival: ফের চাঁদের হাট লস অ্যাঞ্জেলস বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে, থাকছেন ঋতুপর্ণা-সন্দীপ-ইন্দ্রনীল

Last Updated:

Los Angeles Bengali film festival: সিনেমা সিটিতে চলবে দু’দিন ব্যাপী এই উৎসব। প্রথম দিন দেখানো হবে চারটি বাংলা ছবি। আর দ্বিতীয় দিন থাকছে বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়কে নিয়ে এক অভিনব এক্সিবিশন।

সন্দীপ-ঋতুপর্ণা-ইন্দ্রনীল
সন্দীপ-ঋতুপর্ণা-ইন্দ্রনীল
লস অ্যাঞ্জেলস: দু’বছর পর সাত সমুদ্র পার করে ফের বসতে চলেছে ছবির মেলা। অতিমারির সঙ্কটের জন্য দু’বছরের বিরতি ছিল। তবে সব প্রতিকূলতা কাটিয়ে আগামী ১ এবং ২ এপ্রিল অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় লস অ্যাঞ্জেলস বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল। সিনেমা সিটিতে চলবে দু’দিন ব্যাপী এই উৎসব। প্রথম দিন দেখানো হবে চারটি বাংলা ছবি। আর দ্বিতীয় দিন থাকছে বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায়কে নিয়ে এক অভিনব এক্সিবিশন, Ray: Beyond Centenary। অর্থাৎ শত বর্ষ পেরিয়ে সত্যজিৎ। এই এক্সিবিশনে যেমন সত্যজিৎ রায়ের ব্যবহৃত নানা সামগ্রী থাকবে। পাশাপাশি চলবে আলোচনা সভাও। প্রধান অতিথি হিসেবে থাকবেন সত্যজিৎ পুত্র সন্দীপ রায়।
এ বছর LA বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে যে চারটি বাংলা ছবি দেখানো হবে সেগুলি হল, ‘হত্যাপুরী’, ‘মহিষাসুরমর্দিনী’, ‘কাবেরী অন্তর্ধান’ ও ‘হোম কামিং’। চলচ্চিত্র উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সন্দীপ রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত ও সৌম্যজিৎ মজুমদার। সন্দীপ তাঁর ছবি ‘হত্যাপুরী’কে রিপ্রেজেন্ট করবেন। আর ঠিক তেমনই ঋতুপর্ণা সেনগুপ্ত তাঁর ছবি ‘মহিষাসুরমর্দিনী’র মুখ হিসেবে উপস্থিত থাকবেন। ইন্দ্রনীল একদিকে ‘হত্যাপুরী’র ফেলুদা হিসেবে উপস্থিত থাকবেন। আবার ঠিক তেমনই ‘কাবেরী অন্তর্ধান’-কেও উপস্থাপন করবেন। সৌম্যজিৎ মজুমদার থাকবেন তার ছবি ‘হোমকামিং’ নিয়ে।
advertisement
চলচ্চিত্র উৎসব চলচ্চিত্র উৎসব
advertisement
এই চলচ্চিত্র উৎসবের আহ্বায়ক বাবলি চক্রবর্তী আমেরিকা থেকে বলেন, ‘‘এই ফেস্টিভ্যালটা আমার কাছে সন্তানসম। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে তিনি এই চলচ্চিত্র উৎসবটি শুরু করেছিলেন। মাঝে করোনার জন্য দু’বছর ফেস্টিভ্যাল করা সম্ভব হয়নি। এবার আবারও আদা জল খেয়ে উঠে পড়ে লেগেছি তৃতীয় লস অ্যাঞ্জেলস বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালের জন্য।’’ তাঁর বরাবরই একান্ত ইচ্ছে, প্রবাসী বাঙালিরা একটা গোটা দিন হৈ হৈ করে বাংলা ছবি দেখুক এবং সেই সঙ্গে ছবির কলাকুশলীদের সঙ্গেও দেখা করার সুযোগ পান। তিনি আরও জানালেন, ইতিমধ্যে টিকিট বুকিং শুরু হয়ে গিয়েছে এবং বহু মানুষ এই চলচ্চিত্র উৎসবে যোগ দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। বিদেশের মাটিতে বাংলা ছবিকে জায়গা করে দেওয়ার জন্য বরাবরই সোচ্চার হয়েছেন তিনি। তাই তিলে তিলে তিনি এই চলচ্চিত্র উৎসব গড়ে তুলেছেন।
advertisement
ঋতুপর্ণা সেনগুপ্ত জানান, তিনি অত্যন্ত উচ্ছ্বসিত এ বছরের লস অ্যাঞ্জেলস বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল নিয়ে। কারণ তাঁর ছবি দেখানো হবে। তিনি সমস্ত প্রবাসী বাঙ্গালীকে আমন্ত্রণ জানিয়েছেন ফেস্টিভ্যালে যোগ দেওয়ার জন্য। কারণ তিনি স্বয়ং উপস্থিত থাকবেন এবং যাঁরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে চান, তাঁদের জন্য তিনি সাদর আমন্ত্রণ জানিয়েছেন।
advertisement
অন্যদিকে সন্দীপ রায় জানালেন, তিনি এ বছরের চলচ্চিত্র উৎসবে তাঁর নতুন ফেলুদা ইন্দ্রনীলকে নিয়ে হাজির থাকবেন। সকল দর্শকের তাঁদের সঙ্গে কথা বলার ও আড্ডা দেওয়ার সুযোগ থাকছে। সেই সঙ্গে সত্যজিতের উপর যে বিশেষ এক্সিবিশনের আয়োজন করা হয়েছে তার জন্য বহু সামগ্রী তিনি কলকাতা থেকে নিয়ে যাচ্ছেন। এছাড়াও সত্যজিৎ রায়ের বেশ কিছু পার্সোনাল এফেক্ট ও নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
বাংলা খবর/ খবর/বিনোদন/
Los Angeles Bengali film festival: ফের চাঁদের হাট লস অ্যাঞ্জেলস বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যালে, থাকছেন ঋতুপর্ণা-সন্দীপ-ইন্দ্রনীল
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement