Alia Bhatt Birthday : ৩০-এর জন্মদিন কেমন কাটালেন আলিয়া? রইল পার্টির অন্দরমহলের ছবি, নায়িকার সম্পত্তির পরিমাণ কত জানেন!

Last Updated:
Alia Bhatt Birthday : রাহা কাপুরের মায়ের সম্পত্তি কত? প্রথম ছবির জন্য ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন যে অভিনেত্রী, তিনিই এখন প্রতি ছবি ৯-১০ কোটি টাকা নেন।
1/5
৩০-এ পা আলিয়া ভাটের। ১৫ মার্চ, বুধবার জন্মদিন পালন করলেন বলিউড নায়িকা। সঙ্গে কেবল প্রিয় মানুষেরা। স্বামী রণবীর কাপুর, দিদি শাহিন ভাট, মা সোনি রাজদান এবং ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ‘এক কুড়ি জিদা নাম মহব্বত’। ৩০ বছরের মা যদিও তাঁর সন্তানের ছবি প্রকাশ করেননি কোথাও।
৩০-এ পা আলিয়া ভাটের। ১৫ মার্চ, বুধবার জন্মদিন পালন করলেন বলিউড নায়িকা। সঙ্গে কেবল প্রিয় মানুষেরা। স্বামী রণবীর কাপুর, দিদি শাহিন ভাট, মা সোনি রাজদান এবং ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে ‘এক কুড়ি জিদা নাম মহব্বত’। ৩০ বছরের মা যদিও তাঁর সন্তানের ছবি প্রকাশ করেননি কোথাও।
advertisement
2/5
কোথাও স্প্যাগেটি, কোথাও বা কেকে মন মজিয়ে ছবি দিয়েছেন আলিয়া। সাজগোজে কোথাও কোনও আড়ম্বর নেই। তাও যেন সৌন্দর্যের ছটা চারদিকে। আলগা সাজেও নতুন মা যেন অপরূপা।
কোথাও স্প্যাগেটি, কোথাও বা কেকে মন মজিয়ে ছবি দিয়েছেন আলিয়া। সাজগোজে কোথাও কোনও আড়ম্বর নেই। তাও যেন সৌন্দর্যের ছটা চারদিকে। আলগা সাজেও নতুন মা যেন অপরূপা।
advertisement
3/5
এক দশকের বেশি হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। কেবল সুপারহিট ছবি নয়, অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করে চলেছেন আজও। জানেন, রাহা কাপুরের মায়ের সম্পত্তি কত? প্রথম ছবির জন্য ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন যে অভিনেত্রী, তিনিই এখন প্রতি ছবি ৯-১০ কোটি টাকা নেন।
এক দশকের বেশি হয়ে গেল ইন্ডাস্ট্রিতে। কেবল সুপারহিট ছবি নয়, অভিনয় দিয়ে দর্শককে মুগ্ধ করে চলেছেন আজও। জানেন, রাহা কাপুরের মায়ের সম্পত্তি কত? প্রথম ছবির জন্য ১৫ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন যে অভিনেত্রী, তিনিই এখন প্রতি ছবি ৯-১০ কোটি টাকা নেন।
advertisement
4/5
৫০০ কোটি টাকারও বেশি টাকার মালিক তিনি। অভিনয় ছাড়াও মডেলিং, গান, বিজ্ঞাপনের মতো বিভিন্ন কাজ করে রোজগার করেন আলিয়া। রণবীর-আলিয়ার বাড়ি ‘বাস্তু’র মূল্য ৩৫ কোটি। এ ছাড়া বান্দ্রায় নায়িকার নিজের ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ৩২ কোটি। এছাড়াও লন্ডনে একটি বাড়ি কিনেছেন তিনি।
৫০০ কোটি টাকারও বেশি টাকার মালিক তিনি। অভিনয় ছাড়াও মডেলিং, গান, বিজ্ঞাপনের মতো বিভিন্ন কাজ করে রোজগার করেন আলিয়া। রণবীর-আলিয়ার বাড়ি ‘বাস্তু’র মূল্য ৩৫ কোটি। এ ছাড়া বান্দ্রায় নায়িকার নিজের ফ্ল্যাট রয়েছে, যার মূল্য ৩২ কোটি। এছাড়াও লন্ডনে একটি বাড়ি কিনেছেন তিনি।
advertisement
5/5
এছাড়া আলিয়ার গাড়িবারান্দায় বিভিন্ন দামি দামি গাড়িও রয়েছে। আলিয়া নতুন একটি ব্যবসাও শুরু করেছেন, যেখানে মায়েদের জন্য মেটারনিটি পোশাক পাওয়া যায়। সঙ্গে কিশোর-কিশোরীদের পোশাকও রয়েছে। ‘ইটার্নাল সানশাইন’ নামের একটি প্রযোজনাও রয়েছে তাঁর। যার প্রথম ছবি ‘ডার্লিংস’।
এছাড়া আলিয়ার গাড়িবারান্দায় বিভিন্ন দামি দামি গাড়িও রয়েছে। আলিয়া নতুন একটি ব্যবসাও শুরু করেছেন, যেখানে মায়েদের জন্য মেটারনিটি পোশাক পাওয়া যায়। সঙ্গে কিশোর-কিশোরীদের পোশাকও রয়েছে। ‘ইটার্নাল সানশাইন’ নামের একটি প্রযোজনাও রয়েছে তাঁর। যার প্রথম ছবি ‘ডার্লিংস’।
advertisement
advertisement
advertisement