‘সবচেয়ে সুন্দরী আমার বেগম, জন্নত পেলাম’, সানার প্রেমে হাবুডুব স্বামী অনাস সৈয়দ

Last Updated:

কয়েক মাস আগেই সিনেমা, অভিনয় ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচবেন বলে স্পষ্টই জানিয়েছিলেন সলমন খানের সুন্দরী নায়িকা সানা খান ৷

#মুম্বই: কয়েক মাস আগেই সিনেমা, অভিনয় ছেড়ে দিয়ে নিজের মতো করে বাঁচবেন বলে স্পষ্টই জানিয়েছিলেন সলমন খানের সুন্দরী নায়িকা সানা খান ৷ এমনকী, সিনেমা ছাড়ার আগেই বয়ফ্রেন্ড মেলভিন লুইসের সঙ্গেও সম্পর্ক ত্যাগ করেছিলেন তিনি ৷ তবে এবার সম্পর্ক ত্যাগ নয়, বরং পাকাপাকিভাবে সম্পর্কে জড়িয়ে পড়লেন সানা খান ৷ সম্প্রতি গুজরাটের মুফতি আনাসের সঙ্গে নিকাহ করলেন সানা খান ৷
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছিল সানার বিয়ের ভিডিও৷ বাড়ির লোক ও অল্প কয়েকজনের সামনে মুফতি-র বেগম হয়েছেন সুন্দরী সানা ৷ সাদা রঙের গাউনে পরীর মতো লাগছিল সানাকে ৷ মাথা ঢাকা হিজাবে ৷ সানার পোশাকের সঙ্গে তাল মিলিয়ে সানার স্বামী মুফতিও পরেছিলেন সাদা কুর্তা-পাজামা ৷ সানার চোখে মুখে উজ্জ্বল হাসি ৷ দেখেই বোঝা যাচ্ছিল, অভিনয়ের কেরিয়ারে দ্য এন্ড করে খুব একটা ভুল করেননি সানা ৷ কারণ, মুফতির মধ্যেই তিনি খুঁজে পেয়েছেন সুন্দর করে জীবন বাঁচার ইঙ্গিত৷ তাই স্বপ্নের পুরুষের সঙ্গেই নতুন করে জীবন শুরু করছেন সানা খান ৷
advertisement
সানা খান সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, অনাস সৈয়দের সঙ্গে বিয়ে করেছেন তিনি ৷ লাল লহেঙ্গা পরে স্বামীকে পাশে নিয়ে ছবিও পোস্ট করেছেন ৷ তবে সঙ্গে লিখেও ফেলেছেন তাঁর বিয়ের পর বদলে যাওয়া নাম সৈয়দ সানা খান৷ ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সানা লিখলেন, ‘আল্লাকে সাক্ষী রেখেই দু’জনে ভালবেসেছি ৷ আল্লাকে সাক্ষী রেখেই বিয়ে করেছি ৷ আল্লা আমাদের সারা জীবন একসঙ্গে রাখুক ৷ বেঁধে রাখুক...’
advertisement
advertisement
View this post on Instagram

A post shared by AnasSaiyad (@anas_saiyad20)

advertisement
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তাঁর হানিমুনের ছবিও ৷ যে ছবিতে দেখা গিয়েছে, গুলমার্গের বরফে স্বামীর সঙ্গে প্রেমে-আদুরে মাখামাখি করছেন সানা খান ৷ সানা খানের এই উষ্ণ ছবিই ভাইরাল এখন সোশ্যাল মিডিয়ায় ৷
তবে এবার আর এসব নয় ৷ বরং বিয়ের একমাস হতেই, তাঁর রেজিস্ট্রি করার ভিডিও শেয়ার করলেন সানা ৷ ভিডিও পোস্ট করে সানা লিখলেন, ‘জীবনের সবচেয়ে ভাল ও ঠিক সিদ্ধান্ত নিয়েছি ৷’
advertisement
আর এবার সানাকে নিয়ে প্রকাশ্যে প্রশংসায় পঞ্চমুখ অনাস সৈয়দ ৷ সম্প্রতি অনাস তাঁর ইনস্টাগ্রামে সানার সঙ্গে নিকাহ-র ছবি দিয়ে লিখেছেন, ‘সুন্দরী স্ত্রী সত্যিই তখন সুন্দরী হয়, যখন সে জন্নতের কাছে নিয়ে যায় ৷ খুদার এই সিদ্ধান্তের জন্য আমি কৃতজ্ঞ!’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
‘সবচেয়ে সুন্দরী আমার বেগম, জন্নত পেলাম’, সানার প্রেমে হাবুডুব স্বামী অনাস সৈয়দ
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement