Salman Khan: বার বার খুনের হুমকি! আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র পাওয়ার পরে আরও বড় নিরাপত্তা এবার সলমনের

Last Updated:

Salman Khan : পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডের পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নিশানায় তিনি।

Salman Khan
Salman Khan
#মুম্বই: সময়টা মোটেই ভাল যাচ্ছে না বলিউড সুপারস্টার সলমন খানের। পঞ্জাবি গায়ক সিধু মুসে ওয়ালা হত্যাকাণ্ডের পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাং-এর নিশানায় তিনি। একের পরে এক খুনের হুমকি এসেছে তাঁর কাছে। আর তার পরেই নিরাপত্তার জন্য নিজের কাছে আগ্নেয়াস্ত্র রাখার আবেদন জানান। সেই অনুমতি পেয়েছেন তিনি। তবে এখানেই শেষ নয়।
বর্তমানে বুলেটপ্রুফ গাড়িতে যাতায়াত করছেন সলমন। সম্প্রতি এই বুলেট প্রুফ গাড়িতেই মুম্বই বিমানবন্দরে প্রবেশ করতে দেখা গেল সলমনকে। সলমন এখন টোয়োটা ল্যান্ড ক্রুইজার গাড়িটি ব্যবহার করছেন। এর দাম ১.৫ কোটি টাকা। নিরাপত্তার দিক থেকে এই গাড়িটি খুবই উল্লেখযোগ্য বলে শোনা যায়। সেই গাড়ি থেকে নেমেই নিজের পরিচিত কায়দায় বিমানবন্দরে প্রবেশ করেন সলমন।
advertisement
advertisement
কয়েক মাস আগেই সলমন ও তাঁর বাবার উদ্দেশ্যে খুনের হুমকি আসে। হুমকি চিঠিতে লেখা, তাঁদের পরিণতিও হবে সিধু মুসেওয়ালার মতোই। চিঠি পাওয়ার পরেই বান্দ্রা থানায় অভিযোগ দায়ের করেন সেলিম ও সলমন।
advertisement
কিন্তু কেন সলমন এই বিষ্ণোইদের নিশানায়? হাম সাত সাথ হ্যায় ছবির শ্যুটিংএর সময় কৃষ্ণসার হরিণ হত্য়ায় অভিযুক্ত হন সলমন। সেই হত্যার প্রতিশোধ নিতেই সলমনক হত্যা করার হুমকি দেয় লরেন্স বিষ্ণোই। কারণ বিষ্ণোই সম্প্রদায় কৃষ্ণসার হরিণকে খুবই পবিত্র মানে। অতীতে 'রেডি' ছবির সেটেও সলমনকে হত্য়া করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা শেষ পর্যন্ত সফল হয়নি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Salman Khan: বার বার খুনের হুমকি! আগ্নেয়াস্ত্র রাখার ছাড়পত্র পাওয়ার পরে আরও বড় নিরাপত্তা এবার সলমনের
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement