Anant Ambani-Radhika Merchant Wedding: পোশাক বদলালেন সলমন, আপাদমস্তক হলুদে স্নান করে বেরোলেন রণবীর, অনন্ত-রাধিকার গায়ে হলুদে খোশমেজাজে তারকারা, ছবি ভাইরাল
- Published by:Riya Das
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Anant Ambani-Radhika Merchant Wedding: হলদির অনুষ্ঠানে আম্বানি পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন বলিউডের ভাইজান। ওই অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফেরার সময় আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়ার বাইরে থাকা পাপারাৎজিদেরও অভিনন্দন জানাতে দেখা যায় তাঁকে।
মুম্বই : গত সোমবার মুম্বইয়ে আম্বানিদের বাসভবনে মহাধুমধাম করে অনুষ্ঠিত হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের হলদি অনুষ্ঠান। সেখানে অনন্য মেজাজে ধরা দিলেন বলিউড সুপারস্টার সলমন খান। আসলে নীল রঙা একটি কুর্তা পরে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অভিনেতা। পরে অবশ্য দেখা যায়, অনন্ত-রাধিকার হলদি অনুষ্ঠানের জন্য নিজের পোশাক পরিবর্তন করেছিলেন তিনি। কারণ ওই অনুষ্ঠান ছেড়ে বেরোনোর সময় দেখা যায়, সলমনের পরনে রয়েছে একটি ট্যাঞ্জেরিন কুর্তা।
হলদির অনুষ্ঠানে আম্বানি পরিবারের সঙ্গে যোগ দিয়েছিলেন বলিউডের ভাইজান। ওই অনুষ্ঠান ছেড়ে বাড়ি ফেরার সময় আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়ার বাইরে থাকা পাপারাৎজিদেরও অভিনন্দন জানাতে দেখা যায় তাঁকে।
advertisement
advertisement
শুধু সলমনই নন, ওই হলদি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেতা রণবীর সিংও। অনুষ্ঠানস্থল ছেড়ে বেরোনোর সময় এক আলাদাই অবতারে দেখা গেল তাঁকে। অভিনেতার যেসব ছবি ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে যে, রীতিমতো হলুদে স্নান করেছেন তিনি। তাঁর গোটা শরীর ছিল হলুদে ঢাকা। অ্যান্টিলিয়া ছেড়ে বেরিয়ে নিজের গাড়িতে ওঠার সময় পাপারাৎজিদের উদ্দেশ্যে হাত নাড়ান রণবীর।
advertisement
advertisement
গত সপ্তাহান্তে অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন সলমন এবং রণবীর। ওই অনুষ্ঠানে রণবীরের সঙ্গে যোগ দিয়েছিলেন তাঁর অভিনেত্রী স্ত্রী দীপিকা পাড়ুকোনও। ডেভিড ধওয়ানের ছবি ‘নো এন্ট্রি’-তে সলমন খানের জনপ্রিয় গান ‘ইশক দি গলি ভিচ’-এ পা মিলিয়েছেন রণবীর। আবার সঙ্গীতে ‘অ্যায়সা পেহলি বার হুয়া হ্যায়’ গানে নাচ করতে দেখা গিয়েছিল সলমনকে। আর তাঁর সঙ্গে পা মিলিয়েছিলেন হবু বর অনন্তও।
advertisement
শুক্রবার রাতে অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠানে সলমন খান এবং রণবীর সিংয়ের নাচের পাশাপাশি অন্যতম আকর্ষণ ছিল জাস্টিন বিবারের পারফরম্যান্স। অনুষ্ঠানে নিজের জনপ্রিয় ‘বেবি’, ‘নেভার লেট ইউ গো’ এবং ‘হোয়্যার আর ইউ নাও’ গানে রীতিমতো মঞ্চ কাঁপিয়ে দিয়েছেন এই আন্তর্জাতিক তারকা। বলিউড হাঙ্গামা-র শেয়ার করা এক ভিডিও-য় দেখা গিয়েছে, সঙ্গীতে ওরহান আওয়াত্রামানি ওরফে ওরির সঙ্গে ‘হোয়্যার আর ইউ নাও’ গান করতে দেখা গিয়েছে জাস্টিনকে।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 09, 2024 11:34 AM IST