Saif Ali Khan: গভীর রাতে বাড়িতে হানা ২০ জনের! দারোয়ানকে চাকরি থেকে বরখাস্ত সইফের? জবাব নবাবের

Last Updated:

Saif Ali Khan: মালাইকার মায়ের জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন সইফ-করিনা। হঠাৎ হানা পাপারাৎজিদের। ২০ জন ক্যামেরা তাক করেন তারকা দম্পতির দিকে। বিরক্ত হয়ে ওঠেন সইফ।

সইফ-করিনা
সইফ-করিনা
মুম্বই: তারকাদের ব্যক্তিগত পরিসরে বারবার হানা। নিজেদের ব্যক্তিজীবনের গোপনীয়তা রক্ষা করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হতে হয় লাইমলাইটে থাকা মানুষদের। তা সে চলচ্চিত্র দুনিয়া হোক বা খেলার জগৎ। বিরাট কোহলি, আলিয়া ভাট, শাহরুখ খানের পর এবার শিকার হলেন সইফ আলি খান। তাঁর বিল্ডিংয়ে ঢুকে ছবি তোলার চেষ্টা করায় বাধা দেন পতৌদী-পুত্র। কিন্তু এর পর জল গড়ায় অনেক দূর পর্যন্ত। যার জেরে বিবৃতি দিতে হয়েছে বলি তারকাকে।
মালাইকা অরোরার মা জয়েস অরোরার জন্মদিনের নিমন্ত্রণ রক্ষা করে মধ্যরাতে বাড়ি ফিরছিলেন সইফ আলি খান এবং করিনা কাপুর খান। হঠাৎ হানা পাপারাৎজিদের। ২০ জন ক্যামেরা তাক করেন তারকা দম্পতির দিকে। বিরক্ত হয়ে ওঠেন সইফ। তাঁদের উদ্দেশে ক্ষুব্ধ সইফ বলে ওঠেন, ‘‘এবার আমাদের বেডরুমে চলুন!’’
advertisement
advertisement
ঘটনার পর শোনা গেল, বাড়ির নিরাপত্তা নিয়ে বিচলিত সইফ নাকি এই কাণ্ডের পর তার দারোয়ানকে চাকরি থেকে বরখাস্ত করতে চলেছেন। কারণ তিনি মনে করেন, পাপারাৎজিদের গেটের ভিতরে প্রবেশ করা থেকে আটকাতে অক্ষম দারোয়ানকে চাকরিতে রাখা যাবে না। তা নিয়ে শোরগোল পড়ে যায় চারদিকে। একইসঙ্গে শোনা যায়, পাপারাৎজিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপও করতে চলেছেন সইফ।
advertisement
নিজের অবস্থান স্পষ্ট করতে এবার মাঠে নামলেন ছোট নবাব। বিবৃতি জারি করলেন, ‘কাউকে চাকরি থেকে বরখাস্ত করা হচ্ছে না। বিল্ডিং নিরাপত্তারক্ষীর দোষ ছিল না। আর কেউ পাপারাৎজিদের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নিচ্ছে না। কারণ এরকম কিছু করতে চাই না আমরা।’
advertisement
তবে একইসঙ্গে তিনি তাঁর বিবৃতিতে এ কথা স্পষ্ট করেছেন যে পাপারৎজিদের কাণ্ডে তিনি অত্যন্ত বিরক্ত। তাঁর বিবৃতিতে লেখা, ‘তবে হ্যাঁ, এ কথা ঠিক যে ওঁরা এমন ভাবে আমাদের নিরাপত্তারক্ষীকে সরিয়ে বিল্ডিংয়ে ঢুকে ২০ জন মিলে আমাদের ব্যক্তিগত পরিসরে এসে ক্যামেরা-লাইট তাক করেছেন, যেন এটা তাঁদের অধিকার। এটা অন্যায়। প্রত্যেকেরই নিজের সীমা বোঝা উচিত। আমরা সহযোগিতা করি তাঁদের সঙ্গে। কিন্তু সেটা বাড়ির গেটের বাইরে। নাহলে কোনও সীমা থাকবে না। আর তাই বেডরুমের কথাটি বলেছিলাম কারণ ততক্ষণে তাঁরা সীমা অতিক্রম করে ফেলেছেন। বাচ্চারা যখন স্কুলের বাইরে অন্যান্য ক্লাস করতে যায়, তখনও ওদের ছবি ভিডিও তোলা হয়। এত কিছুর প্রয়োজন নেই। এটাই বলার ছিল। এর বাইরে যে যা বলছে তারা কেউ সত্যিটা জানে না।’
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan: গভীর রাতে বাড়িতে হানা ২০ জনের! দারোয়ানকে চাকরি থেকে বরখাস্ত সইফের? জবাব নবাবের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement