অন্যদিকে নিজেদের সম্পর্ক নিয়ে স্পষ্ট কিছু বলেননি কার্তিক৷ হৃতিকের খুড়তুতো বোনের সঙ্গে বেশ সময় কাটাতে দেখা যাচ্ছে কার্তিককে। আর তাতেই সন্দেহ গাঢ় হয়েছে। কিন্তু এখন কার্তিকের এক ঘনিষ্ঠ সূত্র মারফত অন্য খবর পাওয়া যাচ্ছে। সেই ব্যক্তির কথায়, ''এই ধরনের প্রেমের গুঞ্জনের কোনও সত্য নেই। কার্তিক একের পর এক ছবির সুযোগ পাচ্ছেন। আপাতত প্রেম করার কোনও সময় নেই তাঁর।