Kangana Ranaut: শারীরিক সম্পর্কে লিপ্ত হতেও ক্লান্তি! কঙ্গনার নয়া মন্তব্যে ঝড় নেটপাড়ায়
- Published by:Teesta Barman
Last Updated:
Kangana Ranaut: সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট মানেই বিতর্কের সূত্রপাত। গোটা বলিউডের উপর বারবার আক্রমণ চলেছে তাঁর। এবার তাঁর নিশানায় কে?
মুম্বই: স্পষ্টবাদী হিসেবে সুনাম, দুর্নাম দুই-ই আছে তাঁর। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্ট মানেই বিতর্কের সূত্রপাত। গোটা বলিউডের উপর বারবার আক্রমণ চলেছে তাঁর। এবার তাঁর নিশানায় নবীন প্রজন্ম। তিনি কঙ্গনা রানাউত। ফের শিরোনাম দখল বলি ‘ক্যুইন’-এর। ‘জেন জি’ (Gen Z) অর্থাৎ যাঁরা ১৯৯৫ থেকে ২০১২ সালের মধ্যে জন্মগ্রহণ করেছেন, তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা। লিখলেন দীর্ঘ পোস্ট।
কঙ্গনার মতে, নবীন প্রজন্মের ছেলেমেয়েরা সারাদিন শুধু নিজেদের ফোনে ঘাড় গুঁজে বসে থাকেন, নিজেদের বাড়ি কেনারও ক্ষমতা নেই তাঁদের, প্রেমের সম্পর্কে প্রতিশ্রুতিবদ্ধ হতে ভয় পান, এমনকি শারীরিক সম্পর্কে লিপ্ত হতেও আলস্য রয়েছে। সেই তরুণ-তরুণীদের জন্য কঙ্গনার পরামর্শ, খেলাধুলো বা যোগাসন করা উচিত।
advertisement
advertisement
অভিনেত্রীর লেখায়, ‘জেন জি-র ছেলেমেয়েদের পা-গুলি কাঠের মতো। কারণ তাঁরা সারাদিন ফোনে ঘাড় গুঁজে থাকে। একে অপরের সঙ্গে সরাসরি কথা বলে না কেউ, পর্যবেক্ষণ করে না, কোনও বই পড়ে না। অল্প পরিশ্রমে জীবনে উন্নতি চায় তারা, কিন্তু কর্মক্ষেত্রে ঊর্ধ্বতনদের সম্মান দিতে জানে না কেউ। তারা পছন্দের মানুষকে মুগ্ধ করার জন্য জামাকাপড় কেনে অথচ নিজেদের বাড়ি কেনারও সামর্থ্য নেই। প্রতিশ্রুতিবদ্ধ হয়ে সম্পর্কে যেতে চায় না, বিয়ে করতে চায় না।’
advertisement
কঙ্গনার দাবি, গবেষণায় দেখা গিয়েছে, শারীরিক সম্পর্কে লিপ্ত হতেও আলস্য কাজ করে তাদের। নতুন প্রজন্মকে ‘গাজর আর মুলো’র সঙ্গে তুলনা করলেন তিনি। কঙ্গনার লেখায়, ‘চোখে নানারকম ভঙ্গি করা আর গালিগালাজ করা ছাড়া আর কিছুই পারে না। আমরা মিলেনিয়ালরা (১৯৮০ থেকে ১৯৯০-এর মাঝের সময়ে যাঁদের জন্ম) অনেক ভাল, আমরাই রাজ করছি।’
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 05, 2023 1:34 PM IST