Saif Ali Khan-Amrita Singh Divorce: নিজের কাজ হাসিল করতে মা-বাবার বিচ্ছেদকে কাজে লাগাতেন! বিস্ফোরক সারা

Last Updated:

Saif Ali Khan-Amrita Singh Divorce: ১৯৯১ সালে ভালবেসে বিয়ে করেন সইফ এবং অমৃতা। কিন্তু তাঁদের দাম্পত্য শেষমেশ টেকেনি। ২০০৪ সালে ১৩ বছরের সম্পর্কে ইতি টানেন তাঁরা।

সইফ-অমৃতার বিচ্ছেদ নিয়ে কথা বললেন সারা
সইফ-অমৃতার বিচ্ছেদ নিয়ে কথা বললেন সারা
মুম্বই: ব্যক্তিগত জীবনের ওঠাপড়া নিয়ে রাখঢাক করেন না তিনি। এ বারও করলেন না। বাবা সইফ আলি খান এবং মা অমৃতা সিংয়ের বিচ্ছেদ নিয়ে আরও একবার কথা বললেন সারা আলি খান।
নতুন ছবির 'গ্যাসলাইট'-এর প্রচারে পারিবারিক প্রসঙ্গ আনলেন সারা। জানালেন, বিচ্ছেদের কথা তুলে মা-বাবাকে অপরাধভোগে ভোগানোর চেষ্টা করতেন অভিনেত্রী। সারা এবং ইব্রাহিম আলি খান নিজেদের দেখাতে চাইতেন যে, মা-বাবার সেই সিদ্ধান্তের জন্য ভুগছেন তাঁরা। সারা জানান, এখনও মজার ছলে এমনটা করে থাকেন তিনি।
১৯৯১ সালে ভালবেসে বিয়ে করেন সইফ এবং অমৃতা। কিন্তু তাঁদের দাম্পত্য শেষমেশ টেকেনি। ২০০৪ সালে ১৩ বছরের সম্পর্কে ইতি টানেন তাঁরা। ২০১২ সালে করিনা কাপুরকে বিয়ে করেন সইফ।
advertisement
advertisement
সারা জানান, মা-বাবার বিচ্ছেদের প্রসঙ্গ তুলে তাঁদের থেকে নানা ধরনের সুযোগ-সুবিধা নেওয়ার চেষ্টা করতেন তাঁরা। তবে শৈশব থেকেই সইফ-অমৃতার এ হে সিদ্ধান্তের কারণ বুঝেছিলেন সারা। এক সাক্ষাৎকারে তিনি বলেন, "ন'বছর বয়সেই বুঝেছিলাম, একসঙ্গে থেকে মানুষ দুটো খুশি নয়। কিন্তু যেই ওরা আলাদা দু'টি বাড়িতে থাকতে শুরু করল, দু'জনেই অনেক বেশি খুশি হল।"
advertisement
বিচ্ছেদের পর অমৃতার কাছে থেকেছেন সারা এবং ইব্রাহিম। সইফের সঙ্গেও তাঁদের সহজ সমীকরণ। ব্যস্ত রুটিনে ফাঁক পেলেই বাবার সঙ্গে সময় কাটান তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Saif Ali Khan-Amrita Singh Divorce: নিজের কাজ হাসিল করতে মা-বাবার বিচ্ছেদকে কাজে লাগাতেন! বিস্ফোরক সারা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement