Rupankar Bagchi: KK-'বিতর্ক' কাটিয়ে বাংলা ও বাঙালির মন জয় করতে মঞ্চে ফের রূপঙ্কর! সঙ্গী এক 'কিংবদন্তি' ও প্রিয় ছাত্রছাত্রীরা!
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Rupankar Bagchi: আগামী ২ সেপ্টেম্বর, গিরীশ মঞ্চে রূপঙ্কর মিউজিক অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান। সেখানেই কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরীর গানে তাঁকে শ্রদ্ধা জানাবেন রূপঙ্কর।
#কলকাতা: অনেক গানের প্রতিভা নিয়ে মঞ্চে আসছেন রূপঙ্কর। নতুন কিছু করার তাগিত থেকেই রূপঙ্করের এই অভিনব ভাবনা । অতিমারীর আতঙ্ক কাটিয়ে মানুষ ছন্দে ফিরেছেন। তাই বেশ কিছুদিনের বিরতির পর রূপঙ্করের মিউজিক আকাডেমিও এবার বার্ষিক অনুষ্ঠান পালন করতে চলেছে। .
গায়ক রূপঙ্কর অভিনয় করেন, সুর সৃষ্টি করেন, শেখানও। লকডাউনের আগে হয়েছিল রূপঙ্কর মিউজিক আকাডেমির বার্ষিক অনুষ্ঠান, তারপর অনলাইন জীবনে, গানের ক্লাসও অনলাইনে শুরু হয়। অ্যাকাডেমির প্রথম বার্ষিক অনুষ্ঠান হয়েছিল বর্ধমানে। অ্যাকাডেমির শাখা কলকাতার কেষ্টপুর, যাদবপুর, নৈহাটিতে থাকলেও অনলাইন ক্লাসেও রূপঙ্কর যথেষ্ট সময় দেন।

advertisement
advertisement
আগামী ২ সেপ্টেম্বর গিরীশ মঞ্চে রূপঙ্কর মিউজিক অ্যাকাডেমির বার্ষিক অনুষ্ঠান। সেখানেই কিংবদন্তি শিল্পী সলিল চৌধুরীর গানে তাঁকে শ্রদ্ধা জানাবেন রূপঙ্কর। বললেন, "৫ সেপ্টেম্বর শিক্ষক দিবস, সেই তারিখেই আমরা হারিয়েছিলাম সলিল চৌধুরীকে। সেই দিনকে মাথায় রেখে সাজানো রূপঙ্করের বিশেষ নিবেদন। ছাত্র-ছাত্রীরা গাইবেন এতদিনর শেখা গানের মধ্যে কিছু নির্বাচিত গান।"
advertisement
রূপঙ্কর কিছুদিন আগে মঞ্চে ফিরেছিলেন কৃষ্টি পটুয়ার নতুন প্রযোজনা 'চাঁদমারি' নিয়ে। লকডাউনে অনেক কিছুই মঞ্চে এসে করা হয়নি। তার মধ্যে নিজেদের মিউজিক স্কুলের অনুষ্ঠান অন্যতম। অনেকে বাইরের শহর থেকেও আসছেন পারফর্ম করতে। অনুষ্ঠানে সম্মান জানানো হবে বিশিষ্ট সঙ্গীত আয়োজক অমিত বন্দোপাধ্যায়কে। রূপঙ্কর জানালেন,"অনলাইনে ক্লাস হয়, অনুষ্ঠানও করেছি কিন্তু মঞ্চে মিউজিক আকাডেমির বার্ষিক অনুষ্ঠান অনেকদিন বাদে হচ্ছে। আমরা গানে, গানে সলিল চৌধুরীর একটা বিশেষ শ্রদ্ধাঞ্জলির আয়োজন করেছি। জীবনের অনেক ওঠা-পড়া, ভাঙা-গড়ায় ওঁর গান আমাদের শক্তি জোগায়, অনুপ্রাণিত করে। আশা করি সবার এই উদ্যোগ ভালো লাগবে।"
advertisement
মানস বসাক
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 29, 2022 7:51 AM IST