কলকাতা : অচেনা এক নম্বর থেকে প্রায়ই আসত ফোন ৷ ধরতেন না রূপম ইসলাম (Rupam Islam) ৷ তার পর একদিন ধরলেন সেই ফোনকল ৷ এবং তার পর তাঁর জন্য অপেক্ষা করেছিল একরাশ বিস্ময় ৷ অভিভূত হওয়ার সেই অভিজ্ঞতা নিজেই ফেসবুকে জানিয়েছেন শিল্পী ৷
লিখেছেন, মাঝে মাঝেই সেই অপরিচিত নম্বর থেকে ফোন আসত ৷ আগে অচেনা নম্বরের ফোনকলে কথা বলায় অপ্রীতিকর অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছিল তাঁকে ৷ তাই এই নম্বরও এড়িয়ে যেতেন শিল্পী ৷ কিছু দিন আগে আবার একই নম্বর থেকে ফোন ৷ স্ত্রী রূপসা পাশে ছিলেন ৷ তাঁকেই ফোনটা ধরতে দিলেন রূপম ৷ এর পরই চমকের ঝাঁপি ৷
রূপসা কথা বলে জানান, সন্ধ্যাদি ফোন করেছেন ৷ রূপম শুনলেন স্বয়ং গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় (Sandhya Mukherjee) তাঁর অপেক্ষায় ফোনের ওপারে ৷ সঙ্গে সঙ্গে ফোন নিয়ে কথা বলতে শুরু করেন তিনি ৷ বর্ষীয়ান শিল্পী তাঁকে বলেন, ‘‘তুমি ব্যস্ত থাক, ফোন ধর না, আমি কিন্তু প্রায়ই ফোন করি। ’’ শুনে লজ্জায় কার্যত মাটিতে মিশে যাওয়ার মতো অবস্থা রূপমের ৷ নিজেই লিখেছেন সে কথা ৷ কোথায় মুখ লুকোবেন বুঝতে পারছেন না!
প্রবীণা শিল্পী তাঁকে বলেন, ‘‘ তোমাদের সবার গান আমি শুনি। বাংলা গানের কতরকম ধারা আছে। তোমারও নিজের একটা ধারা আছে। তোমার ধারা আমার ভাল লাগে।’’ সন্ধ্যা মুখোপাধ্যায় নিয়মিত রেডিয়ো শোনেন ৷ লিখেছেন রূপম ৷ বিভিন্ন স্টেশনে যে রূপমের গানও শুনেছেন, সে কথাও কনিষ্ঠকে জানাতে ভোলেননি ৷ এর পর রূপমের কাছে ফোনের অন্য প্রান্ত থেকে ভেসে আসে গান শোনানর আব্দার ৷ কিছুটা ভয়ে ভয়েই গান শোনান রূপম ৷ এর পর তাঁর জন্য ছিল আশীর্বাদ ও আন্তরিক প্রশংসা ৷
আরও অনেক কথা হয়েছে দুই প্রজন্মের শিল্পীর ৷ রূপমের কথায়, আশৈশব শুধু তাঁর পরিবার নয়, সারা পৃথিবীর বাঙালি তাঁর ভক্ত ৷ শুনে প্রবীণা তাঁকে বলেন, সে সব অন্যদের জন্য ৷ রূপমের সঙ্গে তাঁর সম্পর্ক দিদি এবং ভাইয়ের ৷
রূপমের অনলাইন কনসার্টও তিনি দেখবেন ৷ জানিয়েছেন, শিল্পী ৷ যাঁর গানে কেটেছে তাঁর শৈশব, সেই সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে দূরভাষের আলাপে মোহাবিষ্ট ‘ফসিলস’ স্রষ্টা ৷
কিছু দিন আগে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় ফোন করেছিলেন রূপঙ্কর বাগচী ও লোপামুদ্রা মিত্রকেও ৷ তাঁর সঙ্গে দূরভাষালাপের সুখাবিষ্ট অভিজ্ঞতা সামাজিক মাধ্যমে শেয়ার করেছিলেন তাঁরাও ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rupam islam, Sandhya mukherjee