Chiranjeevi || Niharika Konidela: বিবাহ বিচ্ছেদের সুর চিরঞ্জীবীর পরিবারে! শোরগোল ইন্ড্রাস্টিতে
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
চিরঞ্জীবী এবং পবন কল্যাণের ভাগ্নি নীহারিকা গত মাসে যখন ইনস্টাগ্রামে চৈতন্যকে আনফলো করেছিলেন তখন বিবাহবিচ্ছেদের গুজব রটে ছিল।
তেলুগু অভিনেত্রী নীহারিকা কনিডেলা ও চৈতন্য জোন্নালাগাদ্দার বিবাহবিচ্ছেদের গুঞ্জন শোনা যাচ্ছিল। তার মধ্যেই নীহারিকার শেষ ইনস্টাগ্রাম পোস্টে দেখে ভক্তদের অনেকেই মনে করেছেন যে তিনি এবং চৈতন্য আর একসঙ্গে নেই। নীহারিকা এবং চৈতন্য ২০২০ সালে গাঁটছড়া বেঁধে ছিলেন।
তার সর্বশেষ পোস্টে নীহারিকা বাড়িতে আংটি বদলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। লাবণ্য ত্রিপাঠী ও বরুন তেজ কাছের আত্মীয় ও বন্ধু-বান্ধবদের নিয়েই সেরেছিলেন অনুষ্ঠান। সেখানে দেখা গিয়েছিল রাম চরণ, আল্লু অর্জুন এবংচিরঞ্জীবীকেও।
advertisement
পারিবারিক অনুষ্ঠানে নীহারিকার স্বামী চৈতন্যের অনুপস্থিতি তাদের বিচ্ছেদের গুঞ্জন আরও কিছুটা বাড়িয়ে দিল। তার ইস্টাগ্রামে করা পোস্টের নীচে একজন কমেন্ট করেন, “জামাইবাবু আসেননি?” আরেকজন বলেন, “বরুনের জামাইবাবু কোথায়?” অন্য একজন লেখেন, “চৈতন্য কোথায়?” আর একজন তাঁকে উত্তর দেন “ওদের সম্পর্ক ভেঙে গিয়েছে, ভাই”।
advertisement
চিরঞ্জীবী এবং পবন কল্যাণের ভাগ্নি নীহারিকা গত মাসে যখন ইনস্টাগ্রামে চৈতন্যকে আনফলো করেছিলেন তখন বিবাহবিচ্ছেদের গুজব রটে ছিল। পাশাপাশি তিনি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে তাঁর বিয়ের সব ছবিও ডিলিট করে দেন।
advertisement
তেলুগু চলচ্চিত্রের অতিপরিচিত মুখ নীহারিকা ২০২০ সালের অগাস্টে একটি সাতপাকে বাঁধা পড়েন চৈতন্যর সঙ্গে। অনুষ্ঠানে কেবল দম্পতির ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। চৈতন্য বিড়লা ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্সের প্রাক্তন ছাত্র।হায়দরাবাদের একটি নামজাদা মাল্টিন্যাশনাল কোম্পানিতে বিজনেস অ্যানালিস্ট।
বিরতি শেষে কাজে ফিরছেন নীহারিকা। তাঁকে ডিজনি প্লাস হটস্টারের ডেড পিক্সেলসে দেখা যাবে। নীহারিকা কোনিডেলা সিরিজের হর্ষ চেমুদু, সাই রোণক, অক্ষয় লাগুসানি, ভাবনা সাগি পাশাপাশি অভিনয় করেছেন।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 13, 2023 8:46 PM IST