RRR Day 1 Collection: একদিনে এত কোটির ব্যবসা? RRR-এর বক্স অফিস কালেকশন দেখে ঢোক গিলছে বলিউড!

Last Updated:

যেন নিজের রেকর্ড নিজে ভাঙার খেলায় মেতেছেন পরিচালক এস এস রাজামৌলী। (RRR Day 1 Collection)

RRR Day 1 Collection
RRR Day 1 Collection
#মুম্বই: শুক্রবার মুক্তি পেয়েছে এস এস রাজামৌলী পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি 'আর আর আর' (RRR)। মুখ্য চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন জুনিয়র এনটিআর এবং রাম চরণ। এছাড়াও ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে আলিয়া ভাট ও অজয় দেবগনকে। আর একদিনেই ভারতীয় সব ছবির বক্স অফিসে ব্যবসার রেকর্ডকে চুরমার করে দিয়েছে এই ছবি (RRR Day 1 Collection)। যেন নিজের রেকর্ড নিজে ভাঙার খেলায় মেতেছেন পরিচালক এস এস রাজামৌলী। (RRR Day 1 Collection)
এর আগে ২০১৭ সালে রাজামৌলির ছবি 'বাহুবলী ২ দ্য কনক্লুশন'-এর প্রথম দিনের বিশ্বজুড়ে কালেকশন ছিল ২১৭ কোটি টাকা। অর্থাৎ ২০২২ সালে এসে নিজের রেকর্ড নিজেই ভাঙলেন তিনি। খবর রয়েছে, দ্বিতীয় দিনে শুধু হিন্দি ভাষায় আর আর আর-এর কালেকশন বেড়েছে ৩০-৩৫ শতাংশ। বিশ্বজুড়ে ছবির প্রথম দিনের কালেকশন ২২৩ কোটি টাকা। সিনেমা বিশেষজ্ঞরা একে টিকিটের ক্ষেত্রে সুনামী বলছেন। (RRR Day 1 Collection)
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: বলিউডের নতুন জুটি তারা-টাইগার, ফ্যাশনে গোল দিচ্ছেন অনন্যা! দেখুন
শুধু ভারতীয় বাজারেই এই ছবি প্রথম দিন ব্যবসা করেছে ১৫৬ কোটি টাকা। এক সপ্তাহে ১০০ কোটি করতে পারলেই হিন্দি ছবিগুলি বিরাট সাফল্যের কথা বলে। কিন্তু দক্ষিণের এই ছবি সমস্ত রেকর্ডকে ছাপিয়ে যেন প্রমাণ করে দিল তাদের বাড়বাড়ন্ত। আর তাতেই ঢোক গিলছে বলিউড। তেলেগু ভাষা ছাড়াও তামিল, কন্নড়, মালায়ালম, হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে জুনিয়র এনটিআর এবং রাম চরণের এই ছবি।
advertisement
ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'ট্রিপল আর' ছবির প্রথম দিনের বক্স অফিস কালেকশন পোস্ট করেছেন। যেখানে এই ছবি প্রথমদিনে দেশজুড়ে কত টাকার ব্যবসা করল এবং বিশ্বজুড়ে কত টাকার ব্যবসা করল, উভয় বক্স অফিস কালেকশনই দেওয়া হয়েছে। তাঁর পোস্ট থেকেই জানা গিয়েছে, 'আর আর আর' ছবিটি প্রথমদিন দেশজুড়ে ব্যবসা করেছে ১৫৬ কোটি টাকার। আর দেশের বাইরে এই ছবি ব্যবসা করেছে ৬৭ কোটি টাকার। অর্থাৎ, বিশ্বজুড়ে 'বাহুবলী' পরিচালকের এই ছবি প্রথমদিনেই ব্যবসা করেছে ২২৩ কোটি টাকার।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
RRR Day 1 Collection: একদিনে এত কোটির ব্যবসা? RRR-এর বক্স অফিস কালেকশন দেখে ঢোক গিলছে বলিউড!
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement