Home /News /entertainment /
Aryan Khan: নিলামের পর এবার মাঠেও, শাহরুখের অনুপস্থিতিতে নাইটদের পাশে আরিয়ান খান! ছবি ভাইরাল

Aryan Khan: নিলামের পর এবার মাঠেও, শাহরুখের অনুপস্থিতিতে নাইটদের পাশে আরিয়ান খান! ছবি ভাইরাল

Aryan Khan

Aryan Khan

এবারের আইপিএল নিলাম থেকেই বারবার দেখা গিয়েছে আরিয়ানকে (Aryan Khan)। এদিন পাওয়া গেল মাঠেও।

 • Share this:

  #মুম্বই: শনিবার শুরু হল এ বছরের ক্রিকেট আইপিএল। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথম দিন মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপারকিংস ও কলকাতা নাইট রাইডার্স। নাইটদের সাপোর্ট করতে বরাবরই স্টেডিয়ামে দেখা যায় দলের মালিক শাহরুখ খান (Shah Rukh Khan) এবং মালকিন জুহি চাওলাকে। তবে এ বছর তাঁদের কাউকেই নয়, বরং স্টেডিয়ামে দেখা গেল শাহরুখ-পুত্র আরিয়ান খানকে (Aryan Khan)। কালো টি-শার্টে গ্ল্যামারাস তারকা-পুত্রকে দেখে তখন ভক্তদের উল্লাস। তবে দেখা যায়নি সুহানা খানকে।

  নিজের পরের ছবি পাঠান-এর শ্যুটিংয়ের জন্য আপাতত স্পেনে রয়েছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। তাঁর জায়গায় এদিন ছেলে আরিয়ানকে (Aryan Khan) দেখে অবশ্য ভক্তরা দারুণ খুশি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আরিয়ানের ছবি। সেখানে অনেকেই লিখেছেন, 'প্রিন্স আরিয়ান খান এসেছেন'। কারও আবার বক্তব্য, 'আরিয়ান খান, এবার জেতা কেউ আটকাতে পারবে না।' এবারের আইপিএল নিলাম থেকেই বারবার দেখা গিয়েছে আরিয়ানকে (Aryan Khan)। এদিন পাওয়া গেল মাঠেও।

  আরও পড়ুন: মাদককাণ্ডের পর প্রথমবার প্রকাশ্যে, IPL মেগা নিলামে হাজির শাহরুখ-পুত্র আরিয়ান খান! সঙ্গী সুহানা-জাহ্নবী

  জুহি চাওলা ইতিমধ্যেই জানিয়েছেন, তাঁর মেয়ে জাহ্নবী মেহতা, শাহরুখের ছেলে ও মেয়ে আরিয়ান ও সুহানা কেকেআর-এর ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত হয়েছেন। শাহরুখের ২৩ বছরের ছেলে আরিয়ান খান কিছুদিন আগেই মাদককাণ্ডে গ্রেফতার হয়েছিল। সেই সময় নিজের সমস্ত শ্যুটিং ও ব্যবসার কাজ প্রায় বন্ধ রেখে একেবারেই অন্তরালে ছিলেন শাহরুখ। ছেলের জামিনের পর লতা মঙ্গেশকরের প্রয়াণেই প্রথমবার জনসমক্ষে দেখা গিয়েছিল তাঁকে।

  আরও পড়ুন: বলিউডের নতুন জুটি তারা-টাইগার, ফ্যাশনে গোল দিচ্ছেন অনন্যা! দেখুন

  মুম্বইয়ের প্রমোদতরীতে মাদককাণ্ডে গ্রেফতারির পর আরিয়ানকে প্রথম প্রকাশ্যে দেখা গিয়েছিল আইপিএল ২০২২-এর মহা নিলাম পর্বে। আইপিএলের নিলামে কেকেআর-এর প্রতিনিধিত্ব করেছিলেন আরিয়ান ও সুহানা খান। গত অক্টোবরের শেষে জামিনে মুক্তি পাওয়ার পর বার কয়েক এনসিবি দফতরে হাজিরা দিতে দেখা গিয়েছে আরিয়ানকে। এর পর ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন আরিয়ান। এদিন কেকেআর জয় দিয়েই এবারের আইপিএলের যাত্রা শুরু করেছে। ফলে ভক্তরা আরও খুশি আরিয়ানকে 'লাকি চার্ম' হিসেবে পেয়ে।

  Published by:Raima Chakraborty
  First published:

  Tags: Aryan khan, Shah Rukh Khan

  পরবর্তী খবর