RRR fame Ray Stevenson Death: অস্কার জয়ের পর দুঃসংবাদ! প্রয়াত ‘আরআরআর’ খ্যাত তারকা রে, শোকস্তব্ধ রাজামৌলী

Last Updated:

RRR fame Ray Stevenson Death: ‘আরআরআর’ ছবির অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে স্টিভেনসনের প্রয়াণে শোকবার্তা জানানো হয়। আইরিশ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ‘আরআরআর’-এর পরিচালক এসএস রাজামৌলী।

প্রয়াত আরআরআর তারকা রে স্টিভেনসন
প্রয়াত আরআরআর তারকা রে স্টিভেনসন
মুম্বই: প্রয়াত ‘আরআরআর’ খ্যাত তারকা রে স্টিভেনসন। উত্তর আয়ারল্যান্ডে জন্ম বর্ষীয়ান অভিনেতার। আন্তর্জাতিক ছবির জনপ্রিয় অভিনেতা অস্কারজয়ী ভারতীয় ছবিতে অভিনয় করার পর এ দেশেও খ্যাতি অর্জন করেছিলেন। ৫৮ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ স্টিভেনসনের।
অভিনেতার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। প্রয়াত অভিনেতার পুরো নাম গ্রেগরি রেমন্ড স্টিভেনসন। উত্তর আয়ারল্যান্ডে জন্ম তাঁর। ছোটবেলাতেই ইংল্যান্ডে চলে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। অস্কারজয়ী ভারতীয় ছবি ‘আরআরআর’-এ খলনায়ক স্কট বাক্সটনের ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন রে।
advertisement
advertisement
‘আরআরআর’ ছবির অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে স্টিভেনসনের প্রয়াণে শোকবার্তা জানানো হয়। আইরিশ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ‘আরআরআর’-এর পরিচালক এসএস রাজামৌলী।
advertisement
সোশ্যাল মিডিয়ায় অভিনেতার সঙ্গে শ্যুটের একটি ছব পোস্ট করে তিনি লেখেন, ‘অবিশ্বাস্য! এই খবর শুনে বিশ্বাস হচ্ছে না। রে-র জন্য সেটে দারুণ উত্তেজনা, আনন্দ ছড়িয়ে থাকত। তাঁর সঙ্গে কাজ করা অপূর্ব অভিজ্ঞতা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁর আত্মা শান্তি পাক।’
মার্ভেল ফ্র্যাঞ্চাইজের ‘থর’, ‘কিং আর্থার’-এর মতো জনপ্রিয় ছবিগুলিতে দেখা গিয়েছিল তাঁকে। আইরিশ অভিনেতা একাধিক দেশে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছেন বারবার। সেই অভিনেতা আজ আর নেই। ৫৮-এই পথচলা শেষ।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
RRR fame Ray Stevenson Death: অস্কার জয়ের পর দুঃসংবাদ! প্রয়াত ‘আরআরআর’ খ্যাত তারকা রে, শোকস্তব্ধ রাজামৌলী
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement