RRR fame Ray Stevenson Death: অস্কার জয়ের পর দুঃসংবাদ! প্রয়াত ‘আরআরআর’ খ্যাত তারকা রে, শোকস্তব্ধ রাজামৌলী
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
RRR fame Ray Stevenson Death: ‘আরআরআর’ ছবির অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে স্টিভেনসনের প্রয়াণে শোকবার্তা জানানো হয়। আইরিশ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ‘আরআরআর’-এর পরিচালক এসএস রাজামৌলী।
মুম্বই: প্রয়াত ‘আরআরআর’ খ্যাত তারকা রে স্টিভেনসন। উত্তর আয়ারল্যান্ডে জন্ম বর্ষীয়ান অভিনেতার। আন্তর্জাতিক ছবির জনপ্রিয় অভিনেতা অস্কারজয়ী ভারতীয় ছবিতে অভিনয় করার পর এ দেশেও খ্যাতি অর্জন করেছিলেন। ৫৮ বছর বয়সেই শেষ নিশ্বাস ত্যাগ স্টিভেনসনের।
অভিনেতার মৃত্যুর কারণ এখনও প্রকাশ করা হয়নি। প্রয়াত অভিনেতার পুরো নাম গ্রেগরি রেমন্ড স্টিভেনসন। উত্তর আয়ারল্যান্ডে জন্ম তাঁর। ছোটবেলাতেই ইংল্যান্ডে চলে গিয়েছিলেন পরিবারের সঙ্গে। অস্কারজয়ী ভারতীয় ছবি ‘আরআরআর’-এ খলনায়ক স্কট বাক্সটনের ভূমিকায় অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন রে।
advertisement
advertisement
‘আরআরআর’ ছবির অফিসিয়াল ট্যুইটার পেজ থেকে স্টিভেনসনের প্রয়াণে শোকবার্তা জানানো হয়। আইরিশ অভিনেতার মৃত্যুতে শোকস্তব্ধ ‘আরআরআর’-এর পরিচালক এসএস রাজামৌলী।
Shocking… Just can’t believe this news. Ray brought in so much energy and vibrancy with him to the sets. It was infectious. Working with him was pure joy.
My prayers are with his family. May his soul rest in peace. pic.twitter.com/HytFxHLyZD
— rajamouli ss (@ssrajamouli) May 23, 2023
advertisement
সোশ্যাল মিডিয়ায় অভিনেতার সঙ্গে শ্যুটের একটি ছব পোস্ট করে তিনি লেখেন, ‘অবিশ্বাস্য! এই খবর শুনে বিশ্বাস হচ্ছে না। রে-র জন্য সেটে দারুণ উত্তেজনা, আনন্দ ছড়িয়ে থাকত। তাঁর সঙ্গে কাজ করা অপূর্ব অভিজ্ঞতা। তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই। তাঁর আত্মা শান্তি পাক।’
মার্ভেল ফ্র্যাঞ্চাইজের ‘থর’, ‘কিং আর্থার’-এর মতো জনপ্রিয় ছবিগুলিতে দেখা গিয়েছিল তাঁকে। আইরিশ অভিনেতা একাধিক দেশে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছেন বারবার। সেই অভিনেতা আজ আর নেই। ৫৮-এই পথচলা শেষ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 23, 2023 10:50 AM IST