ব্যোমকেশ বক্সী থেকে শুরু করে মধ্যবিত্ত স্বামীর চরিত্র, আবীর চট্টোপাধ্যায় সবেতেই মুগ্ধ করেন দর্শককে।
সেই নায়কের জীবনের একটি তথ্য অনেকেই জানেন না।
আবীরের ভক্ত হোন বা না হোন, সকলেই জানেন, অভিনেতার ডান গালে একটি কাটা দাগ রয়েছে।
জানেন কি তার উৎস কী? এটি জন্ম থেকে ছিল না। ছোটবেলায় একটি দুর্ঘটনায় এই দাগ তৈরি হয়েছে।
ক্লাস সেভেনে পড়তেন তখন। বৃষ্টির মধ্যে সাইকেল চালাচ্ছিলেন ছোট্ট আবীর।
রাস্তা পিচ্ছিল। হঠাৎ রাস্তায় একটি বিড়াল তাঁর সাইকেলের সামনে চলে আসে। নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আবীর।
সাইকেলের হাতল ডান গালে আঘাত করে। ভয়ঙ্কর ভাবে কেটে যায়।
সেই দুর্ঘটনার পর থেকে ডান গালে ওই দাগ পড়ে যায়। কোনও দিন মোছেনি সেটি।
আসলে এটি ক্ষত। কিন্তু সেই ক্ষত আজ তাঁকে সকলের থেকে আলাদা করে চিহ্নিত করে।