সিঁদুর পরেই দ্বিতীয় বিয়ের আইবুড়ো ভাত, টেলি তারকার ছবিতে ঝড় সোশ্যাল মিডিয়ায়

Last Updated:

খুব তাড়াতাড়ি ধারাবাহিক থেকে বিরতি নেবেন রশনি। বিয়ের জন্য তিনি লম্বা ছুটি নিতে চলেছেন। তাই আর দেরি না করে মেগার শিল্পীরা এক বেলার মধ্যে তাড়াহুড়ো করে এই আয়োজন করা হল 'গোধূলি আলাপ'-এর সেটে।

#কলকাতা: 'বিয়ে ২.০'। জোর প্রস্তুতি শুরু। শেষ মুহূর্তের তোড়জোড়। ক্যাটারিং, ডেকরেটর, ভেনিউ, ইত্যাদির ব্যবস্থাপনা নিয়ে প্রবল ব্যস্ত রোশনি ভট্টাচার্য এবং তূর্য্য সেন। গত বছর 'বিয়ে ১.০' সেরে ফেলেছেন 'গোধূলি আলাপ'-এর রোহিনী।
আর সেই উপলক্ষে রোশনিকে আইবুড়ো ভাত খাওয়ালেন কৌশিক সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সোহাগ সেন, সাহানা সেন, অর্পিতা মুখোপাধ্যায়, মৌ ভট্টাচার্য, সৃষ্টি পাণ্ডেরা।
advertisement
আগামী ৮ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন রোশনি আর তূর্য্য। ১০ তারিখ রিসেপশন। ঠিক তার পরেই দু'জনে মিলে থাইল্যান্ডে হানিমুনে চলে যাবেন।
advertisement
খুব তাড়াতাড়ি ধারাবাহিক থেকে বিরতি নেবেন রোশনি। বিয়ের জন্য তিনি লম্বা ছুটি নিতে চলেছেন। তাই আর দেরি না করে মেগার শিল্পীরা এক বেলার মধ্যে তাড়াহুড়ো করে এই আয়োজন করা হল 'গোধূলি আলাপ'-এর সেটে।
কী ছিল মেনুতে?
নিউজ18 বাংলাকে ভুরিভোজের তালিকা জানালেন রোশনি। ভাত, পোলাও, ডাল, বেগুনি, শুক্তো, ছানার কোফতা, পাতুরি, কষা মাংস, চাটনি, পায়েস, আইসক্রিম খেয়ে পেটপুজো করেছেন রোশনি। আইসক্রিম কিনে এনে খাইয়েছেন রোশনির 'কৌশিকদা'।
advertisement
ভাস্বর সেই ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, 'রোশনির আইবুড়ো ভাত। আমার পার্টনার ইন ক্রাইম। দারুণ একটা বিয়ে হোক!'
advertisement
অগ্নি-রোহিনী অর্থাৎ খলনায়ক আর খলনায়িকার এই রসায়নের ছবির নেপথ্যে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির গান বেজে উঠল। ঠিক কদিন বাদেই বিয়ের সানাই বাজবে কলকাতা শহরেই। সমস্ত রীতি মেনে বিয়ে করবেন রোশনি-তূর্য্য।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
সিঁদুর পরেই দ্বিতীয় বিয়ের আইবুড়ো ভাত, টেলি তারকার ছবিতে ঝড় সোশ্যাল মিডিয়ায়
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement