সিঁদুর পরেই দ্বিতীয় বিয়ের আইবুড়ো ভাত, টেলি তারকার ছবিতে ঝড় সোশ্যাল মিডিয়ায়
- Published by:Teesta Barman
Last Updated:
খুব তাড়াতাড়ি ধারাবাহিক থেকে বিরতি নেবেন রশনি। বিয়ের জন্য তিনি লম্বা ছুটি নিতে চলেছেন। তাই আর দেরি না করে মেগার শিল্পীরা এক বেলার মধ্যে তাড়াহুড়ো করে এই আয়োজন করা হল 'গোধূলি আলাপ'-এর সেটে।
#কলকাতা: 'বিয়ে ২.০'। জোর প্রস্তুতি শুরু। শেষ মুহূর্তের তোড়জোড়। ক্যাটারিং, ডেকরেটর, ভেনিউ, ইত্যাদির ব্যবস্থাপনা নিয়ে প্রবল ব্যস্ত রোশনি ভট্টাচার্য এবং তূর্য্য সেন। গত বছর 'বিয়ে ১.০' সেরে ফেলেছেন 'গোধূলি আলাপ'-এর রোহিনী।
আর সেই উপলক্ষে রোশনিকে আইবুড়ো ভাত খাওয়ালেন কৌশিক সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, সোহাগ সেন, সাহানা সেন, অর্পিতা মুখোপাধ্যায়, মৌ ভট্টাচার্য, সৃষ্টি পাণ্ডেরা।
advertisement
আগামী ৮ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসবেন রোশনি আর তূর্য্য। ১০ তারিখ রিসেপশন। ঠিক তার পরেই দু'জনে মিলে থাইল্যান্ডে হানিমুনে চলে যাবেন।
advertisement
খুব তাড়াতাড়ি ধারাবাহিক থেকে বিরতি নেবেন রোশনি। বিয়ের জন্য তিনি লম্বা ছুটি নিতে চলেছেন। তাই আর দেরি না করে মেগার শিল্পীরা এক বেলার মধ্যে তাড়াহুড়ো করে এই আয়োজন করা হল 'গোধূলি আলাপ'-এর সেটে।
কী ছিল মেনুতে?
নিউজ18 বাংলাকে ভুরিভোজের তালিকা জানালেন রোশনি। ভাত, পোলাও, ডাল, বেগুনি, শুক্তো, ছানার কোফতা, পাতুরি, কষা মাংস, চাটনি, পায়েস, আইসক্রিম খেয়ে পেটপুজো করেছেন রোশনি। আইসক্রিম কিনে এনে খাইয়েছেন রোশনির 'কৌশিকদা'।
advertisement
ভাস্বর সেই ছবি দিয়ে ইনস্টাগ্রামে লিখেছেন, 'রোশনির আইবুড়ো ভাত। আমার পার্টনার ইন ক্রাইম। দারুণ একটা বিয়ে হোক!'
advertisement
অগ্নি-রোহিনী অর্থাৎ খলনায়ক আর খলনায়িকার এই রসায়নের ছবির নেপথ্যে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ছবির গান বেজে উঠল। ঠিক কদিন বাদেই বিয়ের সানাই বাজবে কলকাতা শহরেই। সমস্ত রীতি মেনে বিয়ে করবেন রোশনি-তূর্য্য।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 03, 2022 3:42 PM IST