রাহুলের 'ভারত জোড়ো' যাত্রায় রিয়া সেন! মুনমুন-কন্যার নতুন শুরুয়াৎ নিয়ে তুঙ্গে জল্পনা
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
চোখে কালো চশমা, খোলা চুল, সাদামাঠা পোশাক, পায়ে সাদা স্নিকার্স। জৌলুসহীন সাজে রাহুল গান্ধির পাশে হাসিমুখে হেঁটে চললেন রিয়া।
#মুম্বই: পর্দায় তাঁর খুব বেশি দেখা মেলে না ইদানীং। তবে রাহুল গান্ধির পাশে হাঁটলেন তিনি। রিয়া সেন। সুচিত্রা সেনের নাতনি, মুনমুন সেনের কনিষ্ঠ কন্যা। তবে কি বিনোদন জগৎ থেকে সোজা রাজনীতিতে? কংগ্রেসের রাজনৈতিক পদযাত্রায় রিয়াকে হাঁটতে দেখে আপাতত এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে।
চোখে কালো চশমা, খোলা চুল, সাদামাঠা পোশাক, পায়ে সাদা স্নিকার্স। জৌলুসহীন সাজে রাহুল গান্ধির পাশে হাসিমুখে হেঁটে চললেন রিয়া। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত 'ভারত জোড়ো যাত্রা' করছেন সনিয়া-পুত্র তথা কংগ্রেসের অন্যতম নেতা রাহুল। সেই পদযাত্রায় অংশ নিলেন রিয়া। মিছিলে হাঁটতে হাঁটতে বেশ কয়েকবার কথাও বলতে দেখা গিয়েছে তাঁদের।
advertisement
advertisement
রিয়া নিজে সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত নন। তবে মায়ের হয়ে প্রচার করেছেন। মুনমুন দু'বার তৃণমূল শিবির থেকে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। পাঁচ বছর বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে কি মায়ের পর এ বার রিয়ার পালা? কংগ্রেসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা চাক্ষুষ করে এমনই প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে নানা মহলে।
advertisement
তবে এই প্রথম নয়। দিন কয়েক আগে রাহুলের মিছিলে পা মিলিয়েছিলেন পূজা ভাট।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 17, 2022 4:11 PM IST