Rittika Sen: নাকে-মুখে নল ঋত্বিকার, বেলগাছিয়া রাজবাড়িতে শ্যুটের পরই অসুস্থ ‘বরবাদ’-এর নায়িকা!

Last Updated:

Rittika Sen: ঋত্বিকার কথায় জানা গেল, তাঁর জন্য শ্যুট কিছুটা পিছনো হয়েছে। কিন্তু গত ১৫ দিন ধরেই তিনি অসুস্থ। পাত্তা দিচ্ছিলেন না। তাই এবারে একেবারে শয্যাশায়ী বলে শ্যুটে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে।

ঋত্বিকা সেন
ঋত্বিকা সেন
কলকাতা: নাকে ও মুখে নল ঋত্বিকা সেনের। টলি নায়িকার পোস্ট করা ছবিতে দুশ্চিন্তায় অনুরাগীরা। ছবি দেখেই বোঝা গেল, গুরুতর অসুস্থ অভিনেত্রী। চোখ প্রায় খুলতেই পারছেন না। দুর্বল শরীর। লাল রঙের একটি ঘরোয়া পোশাক পরে রয়েছেন 'বরবাদ'-এর নায়িকা।
ঋত্বিকার নাকে ও মুখে কিসের নল? সে বিষয়টি স্পষ্ট হল ছবিতেই৷ পাশে রাখা নেব্যুলাইজার মেশিন। পাশে লেখা, 'অসুস্থ না হওয়া পর্যন্ত কেউ স্বাস্থ্যের দিকে নজর দিই না।' তার পরই দেখা গেল, হঠাৎ ছবি ও পোস্ট মুছে দিলেন তিনি।
ঋত্বিকা সেন অসুস্থ ঋত্বিকা সেন অসুস্থ
advertisement
advertisement
নায়িকার সঙ্গে যোগাযোগ করল নিউজ18 বাংলা। দু'তিন দিন আগেও কথা বলতে পারছিলেন না নায়িকা। আপাতত একটু সুস্থ আছেন। বেলগাছিয়া রাজবাড়িতে শ্যুটের পর থেকেই অসুস্থ তিনি। ধুলোবালি থেকে গলায় গুরুতর সংক্রমণ ছড়িয়েছে। তবে এখন আস্তে আস্তে সুস্থ হয়ে উঠছেন। হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিয়ে এসেছেন ঋত্বিকা। সেখানে নেব্যুলাইজ করা হয়৷ আর সেই ছবিই পোস্ট করেছিলেন তিনি।
advertisement
ঋত্বিকার কথায় জানা গেল, তাঁর জন্য শ্যুট কিছুটা পিছনো হয়েছে। কিন্তু গত ১৫ দিন ধরেই তিনি অসুস্থ। পাত্তা দিচ্ছিলেন না। তাই এবারে একেবারে শয্যাশায়ী বলে শ্যুটে যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে। আশা করছেন, আগামী ৭ দিনে সুস্থ হয়ে উঠবেন তিনি।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rittika Sen: নাকে-মুখে নল ঋত্বিকার, বেলগাছিয়া রাজবাড়িতে শ্যুটের পরই অসুস্থ ‘বরবাদ’-এর নায়িকা!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement