আসছে রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘বারাণসী জংশন’, জিৎ-অমৃতার সঙ্গে গঙ্গাদর্শন ওটিটিতে

Last Updated:

আসছে নতুন ওয়েব সিরিজ ‘বারাণসী জংশন’।

আসছে রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘বারাণসী জংশন’, জিৎ-অমৃতার সঙ্গে গঙ্গাদর্শন ওটিটিতে
আসছে রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘বারাণসী জংশন’, জিৎ-অমৃতার সঙ্গে গঙ্গাদর্শন ওটিটিতে
কলকাতা:  মার্চ মাসে ওটিটিতে আসতে চলেছে রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের নতুন সিরিজ 'বারাণসী জংশন'। অভিনয়ে অমৃত চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী, যুধাজিৎ সরকার, কোরক সামন্ত ও ঋদ্ধিশ চৌধুরী প্রমূখ।
বেনারসের ধর্ম আর রাজনীতির অলিগলি জুড়ে বিস্তৃত কাহিনির প্রেক্ষাপটে নির্মিত একটি রোমহর্ষক থ্রিলার। দ্রুত গতির এই কাহিনির পরতে পরতে রয়েছে পশ্চাদ্ধাবনের টান টান উত্তেজনা ও আনাচে কানাচে বিপদমুখী মরণের ফাঁদ।
advertisement
ঘটনা'র সূত্রপাত  একটি YouTube blog করা যুবকের অকস্মাৎ নিখোঁজ হওয়া মহিলা সাংবাদিকের শনাক্তকরনকে কেন্দ্র করে। সেই জটিল ঘটনার পিছু তাড়া করে সেই সাংবাদিক ভয়ানক বিপদের সম্মুখীন হয়। স্বেচ্ছায় অনুসন্ধানের সুত্র ধরে এই আঁধার জগতে পা রেখেই সে বুঝতে পারে যে, সে নিজেই ওই প্রাচীন শহরের এক ভয়াবহ দুষ্কৃতী চক্রের মারণ নিশানার কেন্দ্রবিন্দু। সে এও বুঝতে পারে যে তাঁর অজ্ঞাতসারেই প্রতিটি পদক্ষেপের নজরদারি করা হচ্ছে, এমন কি এই শহরে বিশ্বাসযোগ্য বলে তাঁর কেউ নেই।
advertisement
ক্রমে তাঁর সামনে ধর্মবান্ধব শহরে ঘোর অধর্মের কালো আঁধারে ভরসাযোগ্য সব দরজা একে একে বন্ধ হতে থাকে। সে কি চারিদিক থেকে ঘিরে ধরা বিপর্যয়ের ঘেরাটোপ থেকে বেরোতে পারবে ? শেষমেষ আঁধার জগতের ঘৃণ্য শক্তিগুলো কি পরাজিত হবে? এ নিয়েই তৈরি হয়েছে টান টান উত্তেজনার এই ওয়েবসিরিজ।
advertisement
ওয়েব সিরিজটি প্রসঙ্গে পরিচালক রিঙ্গো জানিয়েছেন, " ক্লিকের সঙ্গে আমার প্রথম অ্যাডভেঞ্চারটি আসলে রোলার কোস্টার অ্যাডভেঞ্চারের চেয়ে কম কিছু নয়। 'বারাণসী জংশন' আমার জন্য জীবনের সেরা অভিজ্ঞতার মধ্যে একটি। আমি রাতে এবং ভোরের কুয়াশায় পবিত্র এবং সবচেয়ে রহস্যময় ঘাটগুলির শুটিং করতে পেরেছি। অমৃতা চট্টোপাধ্যায়, জিৎ সুন্দর চক্রবর্তী এবং অন্যান্য কলাকুশলীদের সাথে আমার অভিনেতাদের সঙ্গে রোমহর্ষক দৃশ্যগুলি শুট করা আমার কাছে একটি অনবদ্য অভিজ্ঞতা। এটি একটি এজ-অফ-দ্য-সিট থ্রিলার যা আপনাকে শেষ অবধি রহস্যের বাঁধনে বেঁধে রাখবে।"
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
আসছে রিঙ্গো বন্দ্যোপাধ্যায়ের ‘বারাণসী জংশন’, জিৎ-অমৃতার সঙ্গে গঙ্গাদর্শন ওটিটিতে
Next Article
advertisement
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্ক করল নবান্ন
পথশ্রী প্রকল্পে রাস্তার গুণমান নিয়ে কড়া নির্দেশ মুখ্য সচিবের, জেলাশাসকদের সতর্কতা
  • মুখ্য সচিব পথশ্রী প্রকল্পের অধীনে গ্রামীণ রাস্তার গুণমান বজায় রাখতে কড়া নির্দেশ দিয়েছেন.

  • ৯০০০ কিমি নতুন গ্রামীণ রাস্তা নির্মাণে বিশেষ নজর দেবে রাজ্য প্রশাসন.

  • জেলা ও রাজ্য স্তর থেকে বিশেষ টিম রাস্তাগুলির মান যাচাই করবে বলে নির্দেশ জারি হয়েছে.

VIEW MORE
advertisement
advertisement