Rajinikanth Net Worth: দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের সম্পত্তির পরিমাণ এত! বিলাসবহুল গাড়ির সংখ্যা তাক লাগাতে বাধ্য

Last Updated:

Rajinikanth Luxury Cars: তাঁর বিলাসবহুল গাড়ির তালিকায় রয়েছে একটি ভিনটেজ পদ্মিনী, হন্ডা সিভিক, BMX X5, রোলস রয়েস ফ্যান্টম এবং ২২ কোটি টাকার একটি লিমুজিন

Megastar Rajinikanth: ভারতীয় সিনেমার ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের অন্যতম হলেন রজনীকান্ত। অন-স্ক্রিন ম্যাজিক এবং শক্তিশালী অভিনয় ক্ষমতা দিয়ে কয়েক দশক ধরে অগণিত ভক্তদের মুগ্ধ করে চলেছেন থালাইভা। শুধু অভিনয় নয়, মানুষ হিসেবে রূপোলি পর্দার বাইরেও আইকন হিসেবে সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষের মন জয় করেছেন রজনীকান্ত। রজনীকান্ত অভিনীত প্রতিটি সিনেমাই সিনেমা হলে ঝড় তোলে এখনও এবং দক্ষিণি এই তারকার সুপারস্টারডমের জনপ্রিয়তা প্রশ্নাতীত। মেগাস্টার রজনীকান্তের জীবন যাপন ও তাঁর সম্পত্তি নিয়েও তাই চরম আগ্রহ ভক্তদের মনে।
রজনীকান্তের আনুমানিক মোট সম্পদের পরিমাণ প্রায় ৪০০ কোটি টাকা। প্রতিটি চলচ্চিত্রের জন্য গড়ে ৫৫ কোটি টাকা পারিশ্রমিক নেন রজনীকান্ত এবং তাঁর বিনিয়োগের পরিমাণ ১১০ কোটি টাকা।
advertisement
চেন্নাইয়ের পোয়েস গার্ডেনে রজনীকান্তের একটি বাড়ি রয়েছে যার মূল্য প্রায় ৩৫ কোটি টাকা। চেন্নাইতে রজনীকান্তের স্ত্রীর মালিকানাধীন একটি স্কুলেও অংশীদারিত্ব রয়েছে তাঁর৷
advertisement
সকলেরই জানা যে থালাইভার পছন্দের তালিকায় রয়েছে বিলাসবহুল গাড়ি। তাঁর বিলাসবহুল গাড়ির তালিকায় রয়েছে একটি ভিনটেজ পদ্মিনী, হন্ডা সিভিক, BMX X5, রোলস রয়েস ফ্যান্টম এবং ২২ কোটি টাকার একটি লিমুজিন।
অন্যদিকে, রজনীকান্তকে আগামীতে থালাইভার ১৬৯ চলচ্চিত্রে দেখা যাবে। সম্প্রতি ঘোষণা করা হয়েছিল যে নেলসন দিলীপকুমার রজনীকান্ত-অভিনীত এই সিনেমাটি পরিচালনা করবেন। প্রবীণ এই অভিনেতা এবং নেলসন দিলীপকুমার এই প্রথম একসঙ্গে কাজ করবেন।
advertisement
তবে সম্প্রতি গুজব শোনা গিয়েছে, থালাইভার ১৬৯ থেকে বাদ দেওয়া পড়তে পারেন নেলসন দিলীপকুমার। রজনীকান্ত নাকি পরিচালকের সঙ্গে কাজ করতে আগ্রহী নন। অবশ্য রজনীকান্ত নিজেই থালাইভার ১৬৯ এর ঘোষণার ভিডিও থেকে একটি ছবি দিয়ে নিজের ট্যুইটারে কভার ছবি পরিবর্তন করে এই গুজবকে থামিয়ে দিয়েছেন।
advertisement
রজনীকান্তকে শেষ দেখা গিয়েছিল আন্নাত্তেতে। সিরুথাই শিভা পরিচালিত সিনেমাটি ভক্তরা ব্যাপক পছন্দ করেন এবং সিনেমাটি ব্যবসায়িক দিকেও লাভবান হয়।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Rajinikanth Net Worth: দক্ষিণি মেগাস্টার রজনীকান্তের সম্পত্তির পরিমাণ এত! বিলাসবহুল গাড়ির সংখ্যা তাক লাগাতে বাধ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement