Rumeysa Gelgi: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (GWR) জানিয়েছে, বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা হলেন রুমেয়সা গেলগি (Rumeysa Gelgi)। তবে শুধু সবচেয়ে লম্বা মহিলা হিসেবে নন, আরও তিনটি রেকর্ড ভেঙেছেন রুমেয়সা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতে, তুরস্কের এই মহিলা এখন পাঁচটি বিশ্ব রেকর্ডের গর্বিত মালিক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিশ্চিত করে জানিয়েছে কোন কোন তিনটি রেকর্ড ভাঙার কৃতিত্ব অর্জন করেছেন রুমেয়সা:
আরও পড়ুন- বিশ্বের সবচেয়ে বড়ো হুইস্কির বোতল নিলামে! ৩১১ লিটার হুইস্কির দাম কত পড়বে জানেন?
রুমেয়সা গেলগির জন্ম ১৯৯৭ সালের ১ জানুয়ারি। পেশায় রুমেয়সা একজন আইনজীবী, গবেষক এবং ফ্রন্ট-এন্ড ডেভেলপার। বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মহিলা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয় করেন ২০২১ সালের অক্টোবর মাসে।
রুমেয়সার সাম্প্রতিক পরিমাপ থেকে জানা গিয়েছে তাঁর উচ্চতা ২১৫.১৬ সেমি (৭ ফুট ০.৭ ইঞ্চি)। রুমেয়সার বিশ্বব্যাপী জনপ্রিয়তাও এখন বেশ বেশি। ইউটিউবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পোস্ট করা একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওতে নিজের কথা বলেছেন রুমেয়সা, জন্মগতভাবে যে রোগটি দেখা গিয়েছিল সেই সম্পর্কে ব্যাখ্যাও করেছেন রুমেয়সা।
আরও পড়ুন- জ্যান্ত বার্বি সাজবেন, স্তন, ঠোঁট, নিতম্বের অস্ত্রোপচারে যুবতীর খরচ করলেন কত?
“ছোটবেলায় আমি অনেক বঞ্চিত হয়েছি, কিন্তু লম্বা হওয়ার অন্যতম সুবিধা হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম রাখতে পারেন,” বলেন রুমেয়সা। “কিশোরী বয়সে ২০১৪ সালে আমার প্রথম রেকর্ড জিতেছিলাম এবং এর জন্য আমি কৃতজ্ঞ,” জানান রুমেয়সা গেলগি।
শারীরিক অক্ষমতার কারণে সাধারণত হুইলচেয়ারে চলাফেরা করেন রুমেয়সা এবং খুব অল্প সময়ই হাঁটতে পারেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Guinness World Record