World's Tallest Woman: বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা গড়লেন আরও ৩ খানা বিচিত্র রেকর্ড! উচ্চতা জানলে তাক লাগবে আপনার

Last Updated:

Guinness World Records For World's Tallest Woman: শারীরিক অক্ষমতার কারণে সাধারণত হুইলচেয়ারে চলাফেরা করেন রুমেয়সা এবং খুব অল্প সময়ই হাঁটতে পারেন।

World's Tallest Woman
World's Tallest Woman
Rumeysa Gelgi: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস (GWR) জানিয়েছে, বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা হলেন রুমেয়সা গেলগি (Rumeysa Gelgi)। তবে শুধু সবচেয়ে লম্বা মহিলা হিসেবে নন, আরও তিনটি রেকর্ড ভেঙেছেন রুমেয়সা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মতে, তুরস্কের এই মহিলা এখন পাঁচটি বিশ্ব রেকর্ডের গর্বিত মালিক। ২০২২ সালের ফেব্রুয়ারিতে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড নিশ্চিত করে জানিয়েছে কোন কোন তিনটি রেকর্ড ভাঙার কৃতিত্ব অর্জন করেছেন রুমেয়সা:
    advertisement
  • জীবিত ব্যক্তির (মহিলা) দীর্ঘতম আঙুল: ১১.২ সেমি (৪.৪০ ইঞ্চি)
  • জীবিত ব্যক্তির (মহিলা) ডান হাতের পরিমাপ ২৪.৯৩ সেমি (৯.৮১ ইঞ্চি) এবং বাম হাতের পরিমাপ ২৪.২৬ সেমি (৯.৫৫ ইঞ্চি)
  • জীবিত ব্যক্তির (মহিলা) দীর্ঘতম পিঠ: ৫৯.৯০ সেমি (২৩.৫৮ ইঞ্চি)
  • advertisement
    রুমেয়সা গেলগির জন্ম ১৯৯৭ সালের ১ জানুয়ারি। পেশায় রুমেয়সা একজন আইনজীবী, গবেষক এবং ফ্রন্ট-এন্ড ডেভেলপার। বিশ্বের সবচেয়ে লম্বা জীবিত মহিলা হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জয় করেন ২০২১ সালের অক্টোবর মাসে।
    রুমেয়সার সাম্প্রতিক পরিমাপ থেকে জানা গিয়েছে তাঁর উচ্চতা ২১৫.১৬ সেমি (৭ ফুট ০.৭ ইঞ্চি)। রুমেয়সার বিশ্বব্যাপী জনপ্রিয়তাও এখন বেশ বেশি। ইউটিউবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পোস্ট করা একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওতে নিজের কথা বলেছেন রুমেয়সা, জন্মগতভাবে যে রোগটি দেখা গিয়েছিল সেই সম্পর্কে ব্যাখ্যাও করেছেন রুমেয়সা।
    advertisement
    “ছোটবেলায় আমি অনেক বঞ্চিত হয়েছি, কিন্তু লম্বা হওয়ার অন্যতম সুবিধা হল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম রাখতে পারেন,” বলেন রুমেয়সা। “কিশোরী বয়সে ২০১৪ সালে আমার প্রথম রেকর্ড জিতেছিলাম এবং এর জন্য আমি কৃতজ্ঞ,” জানান রুমেয়সা গেলগি।
    advertisement
    শারীরিক অক্ষমতার কারণে সাধারণত হুইলচেয়ারে চলাফেরা করেন রুমেয়সা এবং খুব অল্প সময়ই হাঁটতে পারেন।
    view comments
    বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
    World's Tallest Woman: বিশ্বের সবচেয়ে লম্বা মহিলা গড়লেন আরও ৩ খানা বিচিত্র রেকর্ড! উচ্চতা জানলে তাক লাগবে আপনার
    Next Article
    advertisement
    Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
    • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

    • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

    • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

    VIEW MORE
    advertisement
    advertisement