অভিনয় ছেড়ে দেবেন সামান্থা? ফের বিচ্ছেদের পথে নাগার প্রাক্তন! হইচই পড়ল চারদিকে

Last Updated:

সূত্রের খবর, একাধিক হিন্দি ছবির চুক্তি সই করে ফেলেছিলেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে কথা বলেছেন তাঁকে বাদ দেওয়ার জন্য। আপাতত অন্য অভিনেত্রীর কথা ভাবছেন তাঁরা।

#চেন্নাই: পেশা, নেশা, সবই এই অভিনয়। আর তাই ছেড়ে যাচ্ছেন সামান্থা রুথ প্রভু? এত বড় সিদ্ধান্ত কেন নিচ্ছেন নাগা চৈতন্যের প্রাক্তন? সূত্রের খবর, একাধিক হিন্দি ছবির চুক্তি সই করে ফেলেছিলেন তিনি। কিন্তু এখন শোনা যাচ্ছে, প্রযোজক এবং পরিচালকদের সঙ্গে কথা বলেছেন তাঁকে বাদ দেওয়ার জন্য। আপাতত অন্য অভিনেত্রীর কথা ভাবছেন তাঁরা।
কিন্তু কেন এই সিদ্ধান্ত নিলেন সামান্থা? নাগার সঙ্গে বিবাহবিচ্ছেদের পরে যেন দ্বিতীয় বার করে বিচ্ছেদের পথে হাঁটছেন তিনি। এবার অভিনয়ের সঙ্গে গাঁটছড়া শিথিল হতে চলেছে। তার কারণ সামান্থার শারীরিক পরিস্থিতি। মায়োসাইটিসে ভুগছেন সামান্থা। বেশ কয়েক মাস ধরে মায়োসাইটিসে আক্রান্ত তিনি। ভর্তি ছিলেন হাসপাতালে। লড়তে লড়তে এক সময় মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে পড়েছিলেন।
advertisement
advertisement
অক্টোবরে ইনস্টাগ্রামে হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেন সামান্থা। জানান, তিনি মায়োসাইটিসে আক্রান্ত। সাময়িক ভাবে ভেঙে পড়লেও মনের জোর হারাননি অভিনেত্রী। তাঁর কথায়, "আমি সব সময় লড়াকু মনোভাব নিয়ে থেকেছি। এ বারও লড়ে যাব।"
advertisement
তাই জন্য তিনি একটি লম্বা বিরতি নিতে চান। আপাতত অভিনয় করবেন না বলে স্থির করেছেন বলেই শোনা যাচ্ছে। চিকিৎসা চলবে আরও। এমনকি মাঝে শোনা গিয়েছিল, চিকিৎসার জন্য দক্ষিণ কোরিয়াও যেতে পারেন তিনি।
advertisement
মায়োসাইটিস কোনও নির্দিষ্ট অসুখ নয়৷ বরং অনেকগুলো বিরল শারীরিক জটিলতাকে বলে মায়োসাইটিস৷ এর ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভেঙে পড়ে৷ একাধিক কারণে এই জটিলতা দেখা দেয়৷ শেষ পর্যন্ত মাংসপেশির ইনফ্লেম্যাশনও বিরল নয় এই সমস্যায়৷ মায়োসাইটিসের প্রধান উপসর্গ হল মাংসপেশিতে যন্ত্রণা ও দুর্বলতা৷ যা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকে৷ এমনও হতে পারে আক্রান্ত ব্যক্তি হয়তো কিছুটা হাঁটার পর অত্যন্ত দুর্বল বোধ করতে পারেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
অভিনয় ছেড়ে দেবেন সামান্থা? ফের বিচ্ছেদের পথে নাগার প্রাক্তন! হইচই পড়ল চারদিকে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement