'এত তাড়াতাড়ি আমার মৃত্যু হচ্ছে না', সামান্থাকে দমাতে পারেনি মায়োসাইটিস

Last Updated:

অক্টোবরে ইনস্টাগ্রামে হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেন সামান্থা। জানান, তিনি মায়োসাইটিসে আক্রান্ত। সাময়িক ভাবে ভেঙে পড়লেও মনের জোর হারাননি অভিনেত্রী।

বেশ কয়েক মাস ধরে মায়োসাইটিসে আক্রান্ত সামান্থা রুথ প্রভু। ভর্তি ছিলেন হাসপাতালে। লড়তে লড়তে এক সময় মানসিক এবং শারীরিক ভাবে ভেঙে পড়েছিলেন। তবে হার মানতে তিনি রাজি নন। মনের জোরে ঘুরে দাঁড়াচ্ছেন ফের।
সামান্থার অসুস্থতা নিয়ে নানা ভুয়ো খবর অনুরাগীদের দুশ্চিন্তা কয়েক গুণ বাড়িয়ে তোলে। বেশ কিছু রিপোর্টে দাবি করা হয়, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন অভিনেত্রী। নিজের স্বাস্থ্য নিয়ে যাবতীয় গুঞ্জন নস্যাৎ করে একটি বিবৃতি জারি করেছেন 'ফ্যামিলি ম্যান'-এর রাজি।
সামান্থা বলেন, "ভালো, খারাপ, দু'রকম সময়ই দেখেছি। সে কথা আগেও বলেছি। কিছু কিছু দিন বিছানা থেকে ওঠাটাও খুব কঠিন হয়ে দাঁড়ায়। আবার বাকি দিনগুলিতে লড়াই করার সাহস পাই। আমার জীবনে লড়তে চাওয়ার দিনগুলির সংখ্যাই বাড়ছে। জানিয়ে দিতে চাই, এত তাড়াতাড়ি আমার মৃত্যু হচ্ছে না। বেশ কিছু আর্টিকেল চোখে পড়ল যেখানে দাবি করা হয়েছে, আমার প্রাণহানির ঝুঁকি আছে। কিন্তু আসলে বিষয়টি মোটেই তেমন নয়।'
advertisement
advertisement
অক্টোবরে ইনস্টাগ্রামে হাতের রক্তনালিতে ওষুধের নল লাগানো একটি ছবি পোস্ট করেন সামান্থা। জানান, তিনি মায়োসাইটিসে আক্রান্ত। সাময়িক ভাবে ভেঙে পড়লেও মনের জোর হারাননি অভিনেত্রী। তাঁর কথায়, "আমি সব সময় লড়াকু মনোভাব নিয়ে থেকেছি। এ বারও লড়ে যাব।"
advertisement
মায়োসাইটিস নামে এক বিরল রোগে ভুগছেন সামান্থা৷ এই রোগের ফলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা সরাসরি আক্রমণ করে মাসল বা পেশিকে৷ একাধিক কারণে এই রোগ হতে পারে, এর ফলে পেশিতে অনেকসময় তীব্র যন্ত্রণার সৃষ্টি হয়৷ এর প্রধান উপসর্গ, পেশিতে যন্ত্রণা ও দুর্বলতা৷
অসুস্থতার লড়াই জারি। থেমে নেই কাজও। খুব শীঘ্রই মুক্তি পাবে সামান্থার দু'টি ছবি। এ ছাড়াও তাঁর হাতে রয়েছে 'শকুন্তলম'।
বাংলা খবর/ খবর/বিনোদন/
'এত তাড়াতাড়ি আমার মৃত্যু হচ্ছে না', সামান্থাকে দমাতে পারেনি মায়োসাইটিস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement