'আলিয়া ও সন্তান ভাল আছে'! সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত ঠাকুমা নীতু কাপুর
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Alia Bhatt-Ranbir Kapoor Baby Birth Updates : ঠাকুমার হাসিই উত্তর দিয়ে দিচ্ছে পুরোটা। তিনি পাপারাৎজিদের জানান, 'সে খুব খুব সুন্দর হয়েছে। সদ্য়জাত ও আলিয়া একদম ফার্স্ট ক্লাস রয়েছে'।
#মুম্বই: মা হলেন আলিয়া ভাট। কাপুর পরিবারে এল নতুন সদস্য। কন্যাসন্তানের জন্ম দিয়েছেন আলিয়া। রবিবার সকালেই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।
মিডিয়ার সামনে ঠাকুমা হওয়ার অভিজ্ঞতা জানালেন নীতু কাপুর। ঠাকুমার হাসিই উত্তর দিয়ে দিচ্ছে পুরোটা। তিনি পাপারাৎজিদের জানান, 'সে খুব খুব সুন্দর হয়েছে। বেবি ও আলিয়া একদম ফার্স্ট ক্লাস রয়েছে'।
advertisement
তিনি আরও জানান, "রণবীর ও আলিয়ার জন্য আমি খুবই খুশি। আমাদের 'বংশ' বাড়ুক। এবং এখন আমাকে আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য প্রস্তুত করতে হবে। একজন ঠাকুমার ভূমিকা। এটি একটি দুর্দান্ত অভিষেক হতে যাচ্ছে আমার জীবনে।"
advertisement
প্রসঙ্গত, গত ২৭ জুন থেকে রণবীর কাপুর এবং আলিয়ার সন্তানের অপেক্ষায় দেশবাসী। এবার এসেই গেল সেই সুখবর। আজ সন্তানের জন্ম দিলেন ২৯ বছরের আলিয়া। অক্টোবর মাসের শুরু দিকেই ক্ষিণ মুম্বইয়ের গুরগাঁও এলাকার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হস্পিটালে আলিয়ার নাম লেখা হয়ে গিয়েছিল। নবাগতার দিদিমা সোনি রাজদান এবং ঠাকুমা নীতু কাপুর পৌঁছে গিয়েছেন হাসপাতালে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 06, 2022 10:31 PM IST