দুরন্ত থ্রিলার, অভিনয়েও বাজিমাত... প্রকাশ্যে 'টাইগার থ্রি’-র রিভিউ, তবু কেন ট্রোল করলেন শাহরুখ-ভক্তরা?

Last Updated:

জানানো হয়েছে যে, ওই ছবির প্রধান চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, সেই সলমন খান, ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমির পারফরম্যান্স একেবারে ‘নিখুঁত’।

দীপাবলির দিনে মুক্তি পেতে চলেছে সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত বহু প্রতীক্ষিত ‘টাইগার থ্রি’। তার ঠিক দিন চারেক আগেই এই ছবির প্রথম রিভিউ প্রকাশ্যে এল। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স (পূর্বে ট্যুইটার)-এ একটি বক্স অফিস ট্র্যাকার এবং এন্টারটেনমেন্ট পোর্টাল ‘টাইগার থ্রি’-র একটি সংক্ষিপ্ত রিভিউ শেয়ার করে ৪টি স্টার দিয়েছে। সেই সঙ্গে ওই পোর্টালের তরফে এ-ও জানানো হয়েছে যে, ওই ছবির প্রধান চরিত্রে যাঁরা অভিনয় করেছেন, সেই সলমন খান, ক্যাটরিনা কাইফ এবং ইমরান হাশমির পারফরম্যান্স একেবারে ‘নিখুঁত’।
এক্স সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে অলওয়েজ বলিউড নামে ওই পোর্টাল বুধবার ‘টাইগার থ্রি’-র একটি পোস্টার শেয়ার করেছে। সেই পোস্টারের একটি রিভিউতে তারা লিখেছে, “এবারের দীপাবলিতে এই অপরাজেয় বাঘের পতন এবং উত্থানের সাক্ষী হওয়ার জন্য প্রস্তুত হোন….. #টাইগারথ্রি হল অ্যাকশনে ভরপুর এক দুর্দান্ত থ্রিলার, যা প্রায় পুরো বিষয়টাকেই তুলে ধরেছে। আর এর সঙ্গে অবশ্যই রয়েছে শক্তিশালী অভিনেতা-অভিনেত্রীদের নিখুঁত পারফরম্যান্স।”
advertisement
যদিও কীসের ভিত্তিতে এই রিভিউ, তা স্পষ্ট করে জানায়নি ওই পোর্টাল। এমনকী কীভাবেই বা তারা ছবি মুক্তির দিন কয়েক আগেই ছবিটি দেখে ফেলেছে, সেটাও জানা যায়নি। কিছু নেটিজেন ওই পোর্টালের দাবির সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছেন। কিন্তু সেই প্রশ্নের উত্তরও পাননি তাঁরা।
advertisement
এখানেই শেষ নয়, বলিউড বাদশা শাহরুখ খানের ভক্তরা এমন রিভিউ শেয়ার করার জন্য ওই পোর্টালটিকে ট্রোল করেছে। এর পাশাপাশি তাঁরা সলমন খানের আগের ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর জন্য দেওয়া ওই পোর্টালের রিভিউ-ও খুঁজে বার করেছেন। তবে নিন্দুকরা যা-ই বলুন না কেন, ভাইজানের ভক্তরা কিন্তু এই রিভিউ পড়ে যারপরনাই উচ্ছ্বসিত। সেই সঙ্গে রিভিউ শেয়ার করার জন্য সংশ্লিষ্ট পোর্টালকে ধন্যবাদও জানিয়েছেন তাঁরা।
advertisement
এদিকে আবার বুধবার ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ ‘টাইগার থ্রি’ নিয়ে এক নয়া আপডেট প্রকাশ্যে এনেছেন। তিনি জানান, ‘টাইগার থ্রি’ ছবির রান টাইম ২ মিনিট ২২ সেকেন্ড বাড়ানো হয়েছে। কারণ মুক্তির মাত্র এক সপ্তাহ আগে ছবিতে অতিরিক্ত ফুটেজ সংযোজন করেছে আদিত্য চোপড়ার মালিকানাধীন প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস।
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
দুরন্ত থ্রিলার, অভিনয়েও বাজিমাত... প্রকাশ্যে 'টাইগার থ্রি’-র রিভিউ, তবু কেন ট্রোল করলেন শাহরুখ-ভক্তরা?
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement