Ranvir and Konkona: একমাত্র সন্তানের জন্যই কাছে না থেকেও একে অন্যের কাছাকাছি দুই প্রাক্তন

Last Updated:

তিনি বা কঙ্কণা শহর ছেড়ে না গেলে হারুণ এক সপ্তাহ বাবার কাছে, আবার পরের সপ্তাহ থাকে মায়ের সঙ্গে ৷

মুম্বই : ব্যবধান আছে, তিক্ততা নেই ৷ বিচ্ছেদের ৬ বছর পরেও সৌজন্য হারায়নি রণবীর-কঙ্কণা সম্পর্ক ৷ একমাত্র সন্তান হারুণের কথা ভেবে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখেছেন দুই তারকা ৷ তাঁরা খেয়াল রেখেছেন যাতে তাঁদের বিচ্ছেদে হারুণ প্রভাবিত না হয় ৷
সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, তিনি এবং কঙ্কণা ইচ্ছে করেই বিবাহ-পরবর্তী পরিস্থিতির উপর দমবন্ধ করা কোনও শর্ত চাপিয়ে দেননি ৷ হারুণ যাতে বাবা মা দু’জনকেই পায়, সেদিকে তীক্ষ্ণ নজর আছে তাঁদের ৷ তিনি বা কঙ্কণা শহর ছেড়ে না গেলে হারুণ এক সপ্তাহ বাবার কাছে, আবার পরের সপ্তাহ থাকে মায়ের সঙ্গে ৷
advertisement
সম্পর্কে ফ্লেক্সিবিলিটি রেখেছেন হারুণের কথা ভেবেই ৷ হারুণ একই বাড়িতে তার বাবা মাকে না পেলেও হাতের কাছেই পাচ্ছে দুজনকে ৷ সম্প্রতি হারুণ তার ১০ বছর পূর্তির জন্মদিনও পালন করেছে বাবা মা, দু’জনের সঙ্গেই ৷ জন্মদিন উদযাপনের ছবিও রণবীর শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷
advertisement
advertisement
দুই অভিনেতা রণবীর এবং কঙ্কণা বিয়ে করেন ২০১০ সালে ৷ ৫ বছর পর বিচ্ছেদ হয়ে যায় ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কাউন্সেলিংও করিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু বিবাহিত সম্পর্ককে আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অনড় ছিলেন ৷
রণবীর কঙ্কণাকে শেষ বার একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবিতে ৷ ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ছিলেন কঙ্কণাই ৷ জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে এর পর দেখা যাবে তাঁর মা অপর্ণা সেন পরিচালিত ইংরেজি ছবি ‘দ্য রেপিস্ট’-এ ৷ রণবীরের পরবর্তী ছবি ‘মুম্বইকর’ মুক্তি পাওয়ার কথা চলতি বছরেই ৷ পাশাপাশি, ‘টাইগার থ্রি’ ছবিতেও অভিনয় করছেন তিনি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিনোদন/
Ranvir and Konkona: একমাত্র সন্তানের জন্যই কাছে না থেকেও একে অন্যের কাছাকাছি দুই প্রাক্তন
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement