Ranvir and Konkona: একমাত্র সন্তানের জন্যই কাছে না থেকেও একে অন্যের কাছাকাছি দুই প্রাক্তন
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
তিনি বা কঙ্কণা শহর ছেড়ে না গেলে হারুণ এক সপ্তাহ বাবার কাছে, আবার পরের সপ্তাহ থাকে মায়ের সঙ্গে ৷
মুম্বই : ব্যবধান আছে, তিক্ততা নেই ৷ বিচ্ছেদের ৬ বছর পরেও সৌজন্য হারায়নি রণবীর-কঙ্কণা সম্পর্ক ৷ একমাত্র সন্তান হারুণের কথা ভেবে বন্ধুত্বমূলক সম্পর্ক বজায় রেখেছেন দুই তারকা ৷ তাঁরা খেয়াল রেখেছেন যাতে তাঁদের বিচ্ছেদে হারুণ প্রভাবিত না হয় ৷
সম্প্রতি সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে রণবীর জানিয়েছেন, তিনি এবং কঙ্কণা ইচ্ছে করেই বিবাহ-পরবর্তী পরিস্থিতির উপর দমবন্ধ করা কোনও শর্ত চাপিয়ে দেননি ৷ হারুণ যাতে বাবা মা দু’জনকেই পায়, সেদিকে তীক্ষ্ণ নজর আছে তাঁদের ৷ তিনি বা কঙ্কণা শহর ছেড়ে না গেলে হারুণ এক সপ্তাহ বাবার কাছে, আবার পরের সপ্তাহ থাকে মায়ের সঙ্গে ৷
advertisement
সম্পর্কে ফ্লেক্সিবিলিটি রেখেছেন হারুণের কথা ভেবেই ৷ হারুণ একই বাড়িতে তার বাবা মাকে না পেলেও হাতের কাছেই পাচ্ছে দুজনকে ৷ সম্প্রতি হারুণ তার ১০ বছর পূর্তির জন্মদিনও পালন করেছে বাবা মা, দু’জনের সঙ্গেই ৷ জন্মদিন উদযাপনের ছবিও রণবীর শেয়ার করেছেন সামাজিক মাধ্যমে ৷
advertisement
10!
Happy Birthday, Haroon Shorey! 🥳 You light up our lives! ❤️ pic.twitter.com/fdAj7n3aPu — Ranvir Shorey (@RanvirShorey) March 15, 2021
advertisement
দুই অভিনেতা রণবীর এবং কঙ্কণা বিয়ে করেন ২০১০ সালে ৷ ৫ বছর পর বিচ্ছেদ হয়ে যায় ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে কাউন্সেলিংও করিয়েছিলেন তাঁরা ৷ কিন্তু বিবাহিত সম্পর্ককে আর এগিয়ে না নিয়ে যাওয়ার সিদ্ধান্তেই অনড় ছিলেন ৷
রণবীর কঙ্কণাকে শেষ বার একসঙ্গে অভিনয় করতে দেখা গিয়েছিল ‘এ ডেথ ইন দ্য গঞ্জ’ ছবিতে ৷ ২০১৬ সালে মুক্তি পাওয়া এই ছবির পরিচালক ছিলেন কঙ্কণাই ৷ জাতীয় পুরস্কারজয়ী এই অভিনেত্রীকে এর পর দেখা যাবে তাঁর মা অপর্ণা সেন পরিচালিত ইংরেজি ছবি ‘দ্য রেপিস্ট’-এ ৷ রণবীরের পরবর্তী ছবি ‘মুম্বইকর’ মুক্তি পাওয়ার কথা চলতি বছরেই ৷ পাশাপাশি, ‘টাইগার থ্রি’ ছবিতেও অভিনয় করছেন তিনি ৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 07, 2021 9:21 PM IST